![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটি (বিএএস)’র সহায়তায় চলতি সপ্তাহে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন অ্যাস্ট্রোলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম।
দৈনন্দিন রাশিফলে চন্দ্রের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়। চন্দ্র এক রাশিতে অবস্থান করে সোয়া দুই দিন। এ সময়ে চন্দ্র যখন যে রাশিতে থাকে সেখানকার ফল দেয়। সামগ্রিক গ্রহাবস্থান ও গবেষণামূলক তথ্যের আলোকে আমরা বিভিন্ন বিষয়ের পূর্বাভাস ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের কথা বলি। আপনার রাশিচক্র সম্পর্কে জানতে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন।
চলুন এবার জেনে নেওয়া যাক দ্বাদশ রাশির ১৬ মে থেকে ২৩ মে পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): শুধু কর্মদক্ষতা সাফল্যের জন্য যথেষ্ট নয়। দরকার বুদ্ধি এবং কৌশল। যারা কারো অধীনে কাজ করেন তাদের বিশেষভাবে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। ছোটখাট ভুলক্রটি থেকে বড় ধরনের সমস্যা তৈরির সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত আলোচনা হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১মে): দায়িত্ববোধ স্বাভাবিকভাবেই মানুষকে বড় দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করে। নিজের দায়িত্ব নিজে নিতে পারলে আরেকজনের দায়িত্ব নেওয়া সহজ হয়। এজন্য প্রথমেই নিজেকে সুস্থ রাখার দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। নেশাকারক পাণীয় বর্জন করুন। আপাতত ধার দেনা থেকে বিরত থাকার চেষ্টা করুন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): স্থান কাল পাত্র ভেদে কথা বলুন। সুযোগসন্ধানী লোকদের ব্যাপারে সতর্ক থাকুন। এরা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে একটুও পিছপা হয় না। কোনো প্রকল্পের কাজ বাস্তবায়নে বিড়ম্বনায় পড়তে হতে পারে। হঠাৎ করেই এমন কারো সঙ্গে যোগাযোগ হতে পারে, যার দ্বারা আপনি লাভবান হতে পারেন। তাপমাত্রজনিত অসুস্থতায় ভুগতে পারেন। পর্যাপ্ত পানি পানের চেষ্টা করুন।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই): তথ্য আপনাকে এগিয়ে রাখবে। কিন্তু ভুল তথ্য আপনাকে সামনে এগোবার পরিবর্তে পেছনের দিকে নিয়ে যেতে পারে। সন্দেহপ্রবণতা নিজেরই মানসিক অশান্তির কারণ হতে পারে। আপনার ওপর কোনো দায়িত্ব অর্পন হতে পারে। যদি দায়িত্ব নিতে ভয় পান কিংবা এড়িয়ে চলেন তবে দায়িত্বের সিড়িঁ বেয়ে আপনি ওপরের দিকে উঠতে পারবেন না। এবার নিজেই সিদ্ধান্ত নিন, আপনি কোনটা চান?
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): চাকুরিপ্রার্থীরা কোনো ভালো খবর পেতে পারেন। কারো চিকিৎসায় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে। বন্ধু কিংবা সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। ভ্রমণ সংক্রান্ত কাজ বিলম্বিত হতে পারে। পেশাগত কাজে আশানুরূপ ফল না-ও পেতে পারেন। অসতর্কতা কোনো দুর্ঘটনার কারণ হতে পারে। সব বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দূর থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ পেতে পারেন। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। আরামপ্রিয় মানসিকতার জন্য যথাসময়ে হাতের কাজ শেষ করা কঠিন হতে পারে। কাজে দীর্ঘসূত্রিতা এড়াতে রুটিন অনুসরণ করা যেতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): খেয়ালীপনার জন্য কাজে বিলম্ব হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা চুড়ান্ত হতে পারে। অংশীদারি ব্যবসায়ে নতুন কোনো সুযোগ পেতে পারেন। পেশাগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। দূর থেকে কোনো সংবাদ পেতে পারেন। পেশাগত বিষয়ে ইতিবাচক ফলাফল পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শরীর খুব একটা ভালো যাবে না। রক্তচাপজনিত সমস্যায় ভুগতে পারেন। সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আপনাকে মুগ্ধ করবে। অবিবাহিতদের বিয়ের আলোচনা অগ্রগতি হতে পারে। রহস্যজনক কোনো বিষয় আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখবে। সবকথা সব জায়গাতে বলতে নেই, বিষয়টি মাথায় রাখুন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): জ্ঞান ও দক্ষতায় অনেকেরই থাকতে পারে। প্রত্যেকেরই কৌশল আলাদা। অনেক জটিল সমস্যা সমাধান করার জন্য শুধু ঠাণ্ডামাথায় কৌশল প্রয়োগই যথেষ্ট। অস্থির হওয়া চলবে না। ঠাণ্ডামাথায় প্রতিটি কাজ করার চেষ্টা করুন। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষতিটা নিজেরই।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): নিজ থেকেই পরিচিত হওয়া শিখুন। কেউ সবসময় আগ বাড়িয়ে আপনার সঙ্গে পরিচিত হবে আর আপনি জড়তা নিয়ে বসে থাকবেন তা-তো হয় না। বিশ্বস্ত কাউকে মনের কথা বলুন। অথবা একটি সাদা কাগলে লিখে ছিড়ে ফেলুন। এতে মানসিকভাবে হালকা অনুভব করবেন। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): খুব কাছের মানুষের সঙ্গেই মতের অমিল হয়। সাময়িক এ বিষয়গুলো ভুলে গিয়ে সুন্দর স্মৃতিগুলো বারবার অবলোকন করুন। যার সঙ্গে আপনার মতের অমিল, তার সঙ্গে আপনার মতের মিলগুলো খুজেঁ বের করুন। এতে আপনি মানসিক চাপমুক্ত হবেন। ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আপনার ভালোবাসার বন্ধনটিকে আঁকড়ে ধরুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ঘরের মানুষটিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি ভুলে গেলেও সে কিন্তু মনে রেখেছে। ঘরে কিংবা বাইরে কেউ যাতে আপনাকে এ ধরনের বিষয়ে দু’কথা শুনিয়ে দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন। কিছু রোগে ওষুধই নিরাময়ের একমাত্র উপাদান নয়। বিশেষ করে মায়ের দিকে খেয়াল রাখুন।
তথ্যসূত্র: তথ্যসূত্র: রাইজিংবিডি
©somewhere in net ltd.