নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েলিটি

কি-বোর্ড

এ পৃথিবী বিবেকবান মানুষের শ্রেষ্ঠ পাঠশালা

কি-বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বিদেশে উচ্চশিক্ষা ও নাগরিকত্ব

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯

ফেইসবুকে প্রতিদিন বিজ্ঞাপন দেখতে দেখতে অস্থির অবস্থা। পারলে নাগরিত্বসহ বিদেশে আপনাকে পৌছেঁ দিতে তারা বদ্ধ পরিকর। চটকদার বিজ্ঞাপনের ভিড়ে কোনটা আসল কোনটা নকল তা খুজেঁ বের করা দায়। কানাডায় ইমিগ্রেশন নিয়েও বিজ্ঞাপন দিচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান। আসলে কোনটা আসল কোনটা নকল নতুনদের জন্য এটা বের করা কঠিন কাজ। না বুঝে অর্থ লেনদেন করে সর্বশান্ত হচ্ছেন এরকম লোকের সংখ্য্যাও কম নয়। পরামর্শ চাইবো শুধুমাত্র প্রবাসী ব্লগারদের কাছ থেকে। আপনার মতো কানাডায় উচ্চশিক্ষা কিংবা ইমিগ্রেশনের জন্য সঠিকভাবে ফাইলপ্রসেস করে এরকম প্রতিষ্ঠানের ঠিকানা জানালে উপকৃত হব।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩

কালীদাস বলেছেন: বাংলাদেশিদের অলসতা এই বাটপারগুলার ব্যবসার মেইন পুঁজি। নেটে সব ইনফো দেয়া আছে, কোন কিছুতে ডাউট লাগলে এম্বেসিগুলাতে মেইল দিলে ডিটেইলড জানায়; এটাই তাদের কাজ। তারপরও আমরা শুরুই করি এইসব এজেন্সি থেকে।

যে দেশে যে পারপাস যেতে চান শিওর হন। কিভাবে, নেটে খুঁজেন। এম্বেসি এবং ইউনি। ইউনিগুলোর এডমিশন অফিসে মেইল দিলেও ওরা আপনাকে গাইড করবে।

বি কেয়ারফুল, হায়ার স্টাডিস (এমএস বা হায়ার) বাংলাদেশের বাইরে প্রায় পুরাই রিসার্চ বেসড। বাংলাদেশের কোন এজেন্সির বাপেরও ক্ষমতা নেই কোন রিসার্চ নেটওয়ার্কে আপনাকে এডমিট করে দেয়ার। বড়জোর কোন ল্যাংগুয়েজ প্রোগ্রামে পাঠাবে বা ডিপ্লোমাতে, যেটার পর আপনাকে আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে, আজকের অবস্হা থেকেই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১২

কি-বোর্ড বলেছেন: এটা এখন একটা জমজমাট ব্যবসা।

২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

জুবায়ের ২০১৬ বলেছেন: ফেসবুকে অনেক গ্রুপ আছে বর্ত্মানে কানাডায় থাকছে ও পড়ছে এমন মেম্বারদের নিয়ে। ফেসবুকে খুঁজে নিন। আশা করি উপকার পাবেন। নিজের চেষ্টায় বিদেশে গেছেন এমন সংখ্যা ও নেহাত কম নয়। সুতরাং, একটু গবেষণা করুন। শুভ কামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১

কি-বোর্ড বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.