নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েলিটি

কি-বোর্ড

এ পৃথিবী বিবেকবান মানুষের শ্রেষ্ঠ পাঠশালা

কি-বোর্ড › বিস্তারিত পোস্টঃ

১১৮৫জন নতুন আনসার সদস্য পেলেন ব্যুত্থান মার্শাল আর্ট ও ফায়ার ফাইটিং প্রশিক্ষণ

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০



সফিপুর, গাজীপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে ১১৮৫ জন প্রশিক্ষণার্থী সফলভাবে সম্পন্ন করেছেন সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ, ফায়ার ফাইটিং ও ব্যুত্থান মার্শাল আর্ট কোর্স। এ কোর্সে অংশগ্রহণকারী নতুন আনসারদের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ছয় সপ্তাহের ব্যুত্থান মার্শাল আর্ট, MY Baton ও ফায়ার ফাইটিং প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে তাত্ত্বিক ও ব্যবহারিক ফায়ার ফাইটিং প্রশিক্ষণ দেন রেঞ্জার্স একাডেমি অব সিকিউরিটি অ্যান্ড ডিফেন্সের প্রশিক্ষক সার্জেন্ট অব: আলী আকবর ও সার্জেন্ট অব: আব্বাস আলী।
২১ এপ্রিল ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল নূর-এ আলম। এছাড়াও বাংলাদেশ আনসার এর উর্দ্ধতন কর্মকর্তার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা ব্যুত্থান মার্শাল আর্ট, এম ওয়াই ব্যাটন ও ফায়ার ফাইটিং মহড়া প্রদর্শন করেন। উল্লেখ্য এ প্রশিক্ষণে আগত শিক্ষার্থীদের প্রত্যেককে স্মার্টকার্ড, সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ সার্টিফিকেট, ফায়ার ফাইটিং সার্টিফিকেট ও ব্যুত্থান মার্শাল আর্টের সার্টিফিকেট দেওয়া হয়। মৌলিক এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পান।
প্রশিক্ষণকালে আনসারদের জীবনবোধ, সামাজিক মূল্যবোধ, কর্তব্যনিষ্ঠা, এবং নিরাপত্তা রক্ষার নানান কলা কৌশল শেখানো হয়।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১

বিজন রয় বলেছেন: ভাল খবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.