নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েলিটি

কি-বোর্ড

এ পৃথিবী বিবেকবান মানুষের শ্রেষ্ঠ পাঠশালা

কি-বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ওয়েব ক্যাম কিনতে চাই

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৮

কিছু ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য ভালো সাউন্ড কোয়ালিটিসহ ওয়েবক্যাম কিনতে চাই।
অনেকে বলেন ওয়েবক্যামে রেকর্ড করা ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হয় না। এর কারণ কি? কোন ব্র্যান্ডের ওয়েবক্যাম ভালো, কেনার সময় কোন কোন বিষয় খেয়াল রাখা দরকার এ বিষয়ে জানালে উপকৃত হব। বাজেট ২০০০টাকা। এ বিষয়ে অভিজ্ঞদের মতামত প্রত্যা্শা করছি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২

মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: ফেসবুকে ডেসপারেটলি সিকিং ঢাকা গ্রুপ তৈরি হবার পর থেকে এসব প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ব্লগ অনুপযোগী হয়ে গেছে। ফেসবুকে ঐ গ্রুপে জিজ্ঞেস করেন, লাখপতি এবং তার উপর পর্যায়ের লোকজনরা উত্তর দিবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৮

কি-বোর্ড বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ। ব্লগে লাখপতি কিংবা কোটিপতি না থাকলেও অসুবিধা নাই। এখানে অনেক প্রযুক্তিবোদ্ধা আছেন যারা প্রায়ই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

বনসাই বলেছেন: ওয়েব ক্যামেরা কিনতে চান; ভালো কথা। কিন্তু কিছু ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য ওয়েব ক্যামেরা কেন প্রয়োজন- বুঝতে পারলাম না। তবে নিজের চেহারা দেখাতে চাইলে ভিন্ন কথা।

এখন ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য বেশ কিছু সফটওয়ার অনলাইনে পাওয়া যায়- যা ল্যাপটপে ব্যবহার করলে অডিও-ভিডিও এর জন্যে আর কিছুর প্রয়োজন হয় না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

কি-বোর্ড বলেছেন:
আপনার মতামতের জন্য ধন্যবাদ। ক্লাসের কিছু ব্যবহারিক বিষয় রেকর্ড করার জন্য ক্যামেরা দরকার। যেটা মোবাইলে খুব ভালো আসে না। হাত নাড়াচাড়া হয় এ কারণে। এ ঝামেলা এড়াতে ওয়েব ক্যাম দরকার। যেটাতে ভিডিও এবং সাউন্ড দুটোই ভালো আসবে।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০

মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: আপনার ফেসবুক আছে নাকি নাই, তা জানিনা। ফেসবুকে প্রযুক্তিবোদ্ধাদের প্রায় সবাই মাইগ্রেট করেছে ফেসবুকে গ্রুপ সিস্টেম জনপ্রিয় হবার পর থেকে। DSD, gamers hardware, DST ইত্যাদি গ্রুপে। সামুতে এখন প্রযুক্তিবোদ্ধা পেতে হলে আপনাকে ডিপ সার্চে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.