![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার যে এলাকাতেই বাস হোক না কেন। আঞ্চলিক ভাষায় কথা বলে আপনি যে সুখ পাবেন তা শুধুমাত্র সিলেটি কিংবা চট্রগ্রামের দুজন মানুষ একসঙ্গে কথা বলতে দেখলেই বুঝতে পারবেন।
নোয়াখালির লোক চাঁদে গেলেও পাবেন। আর তাই English শেখার পরপর নোয়াখাইল্যা ভাষা শেখা উচিৎ। মজার বিষয় হচ্ছে নোয়াখালির ভাষার সাথে ফ্রেঞ্চ ভাষার একটা মিল রয়েছে। এ ভাষা জানলে আপনি খুব সহজে ফ্রেঞ্চ ভাষা রপ্ত করতে পারবেন। যে কারণে নোয়াখালির লোকজন ফ্রান্সে গেলেও কখনো আটকায় না। অনর্গল কথা বলতে পারে। চলুন আমরা যাত্রা শুরু করি--
English -I
Bangla- আমি
নোয়াখাইল্যা-আঁই
উদাহরণ: I eat rice. আঁই বাত খাই।
English -You
Bangla- তুমি
নোয়াখাইল্যা-তুঁই/আন্নে(বড়দের ক্ষেত্রে ‘আন্নে’ ব্যবহৃত হয়)
উদাহরণ: What are you doing? তুঁই কিয়ার’য়/ আন্নে কিয়ারেন।
English -He
Bangla-সে
নোয়াখাইল্যা-হেতে/হেতি
উদাহরণ: He is a teacher, হেতে মাস্টরি করে।/হেতেন মাস্টরি করে।
English Go
Bangla যাওয়া
নোয়াখাইল্যা যায়
উদাহরণ: Where are you going? তুঁই কোনাই যাও/আন্নে কোনাই যান।
English Come
Bangla আসা
নোয়াখাইল্যা আইয়্যে
উদাহরণ: Come and sit. আইয়েন, বইয়েন।
Come here এমি আইয়ো
English Who
Bangla কে
নোয়াখাইল্যা কে
উদাহরণ: Who is he? হেতে কে?
English Where
Bangla কোথায়
নোয়াখাইল্যা কোনাই
উদাহরণ: Where are you going? তুঁই কোনাই যাও/আন্নে কোনাই যান?
Where is he going? হেতে কোনাই যায়?
English When
Bangla কখন
নোয়াখাইল্যা কতক্কনে
উদাহরণ: When will he come? হেতে কতক্কনে আইবো।
English How
Bangla কীভাবে, কেমন
নোয়াখাইল্যা কেমনে?কেরুম
উদাহরণ: How are you? তুঁই কেরুম আছ?
English-What
Bangla-কি?
নোয়াখাইল্যা-কিয়া
উদাহরণ: What is your name? এরে তোর নাম কিয়া?/তোঁয়ার নাম কি?/আন্নের নাম কি?
ডায়ালগ: নোয়াখালির মানুষ অতিথি প্রিয়।
আসসালামু আলাইকুম। বাই বালা আছেন কি?
ওয়ালাইকুম সালাম।আঁই আছি বালা। তোঁয়ার কি খবর?
আঁই অ বালা আছি।
কুনদিন আইছ? এলাকাত আছনি কদিন?
আইছি গত কাইল। হরুগা চলি যাইয়াম। বাইত কিছু কাম আছে। হেয়াল্লাই আইছি।
আইচ্চা ঠিক আছে। সময় হাইলে আঙ্গ বাইততন বেড়াই যাইয়।
আন্নেও আঙ্গ বাইত আইয়েন।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
চাঁদগাজী বলেছেন:
নোয়াখালীর লোকজন মোটামুটি নির্দয়, ওদের আবার ভাষা কি?
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
নোয়াখালীর লোকজন মোটামুটি নির্দয়, ওদের আবার ভাষা কি? ওরা ভুল বাংলা বলে, এটা কি ভাষা হলো?
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময় নষ্ট। আপনার যে নোয়াখালী ভাষার উদাহরণ দিয়েছেন সেটাও পুরো নোয়াখালীতে এক নয়। মাইনাস...
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩
ছদ্দবেশি লৌকিক বলেছেন: হা হা হা নোয়াখালির ভাষা শুনলেই আমারর হাসি পায়,