নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখের সাথী

ভাল আছি

এ হাকীম

সকলে ভাল থাকুন।

এ হাকীম › বিস্তারিত পোস্টঃ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে উপর দরুদ ও সালাম পাঠরে বধিান

১১ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৮

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে উপর দরুদ ও সালাম পাঠরে বধিান

مشروعية الصلاة والسلام على النبي صلى الله عليه وسلم



রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে উপর দরুদ পাঠরে বধিান

مشروعية الصلاة والسلام على النبي صلى الله عليه وسلم



রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে উপর দরুদ ও সালাম পশে করা তাঁর সইে হকরে অর্ন্তভুক্ত, যা আল্লাহ তাআলা তাঁর উম্মতরে জন্য অনুমোদন করছে।ে আল্লাহ বলনে:

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ﴿৫৬﴾ سورة الأحزاب

‘আল্লাহ এবং তাঁর ফরেশেতাগণ নবীর প্রতি দরুদ প্ররেণ করনে। হে মুমনিগণ! তোমরা তাঁর প্রতি দরুদ প্ররেণ কর এবং তাঁকে যথাযথ সালাম জানাও’

বলা হয়ছেে য,ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে উপর আল্লাহর সালাত ও দরূদরে র্অথ হল ফরেশেতাদরে নকিট তাঁর প্রশংসা করা। আর ফরেশেতাদরে সালাতরে র্অথ দুআ এবং মানুষরে সালাতরে র্অথ ইস্তগিফার বা ক্ষমা র্প্রাথনা করা’ এ আয়াতে আল্লাহ তাআলা তাঁর কাছে তাঁর র্সবােচ্চ দপ্তরে তাঁর বান্দা ও নবীর র্মযাদা সর্ম্পকে অবহতি করছেনে। তনিি নকৈট্য প্রাপ্ত ফরেশেতাদরে কাছে তাঁর প্রশংসা করনে। ফরেশেতাগণ ও তাঁর প্রতি দরুদ পশে করনে। এর পর আল্লাহ তাআলা নচিু জগৎ তথা দুনয়িা বাসীদরেকে তাঁর উপর দরুদ ও সালাম পশে করার নর্দিশে প্রদান করনে, যাতে উঁচুÑনচিু উভয় জগতরে প্রশংসা তাঁর জন্য র্অজতি হয়।

سلموا تسليماً এর র্অথ হলো তাঁকে ইসলামী সালাম দয়িে সম্ভাষণ জানাও। অতএব যখনই কউে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে উপর দরুদ পাঠ কর,ে সে যনে সালাত ও সালাম উভয়ই পাঠ করে এবং যে কোন একটি পাঠ করাকে যথষ্টে মনে না কর।ে তাই শুধু صلى الله عليه বা শুধু عليه السلامবলা উচতি নয়। কনেনা আল্লাহ তাআলা এক সাথে দুটইি বলার নর্দিশে দয়িছেনে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে উপর দরুদ ও সালাম পাঠরে হুকুম এমন স্থানসমূহে এসছেে Ñ যদ্বারা একথাই সাব্যস্ত হয় য,ে তার উপর দরুদ ও সালাম পাঠ হওয়া ওয়াজবি, নয়তো সুন্নাতে মুয়াক্কাদাহ।

ইবনুল কাইয়মে র. তার جلاء الأفهام কতিাবে এরূপ একচল্লশিটি স্থান উল্লখে করছেনে। এ স্থানগুলোর বস্তিারতি র্বণনা তনিি এভাবে শুরু করছেনে।

প্রথম স্থান: সবচয়েে গুরুত্বর্পূণ ও র্সবাধকি তাগদি দয়ো হয়ছেে এমন স্থান হল এট।ি আর তাহলো নামাযরে মধ্যে তাশাহহুদরে শষে।ে এ স্থানরে শরয়ী অনুমোদনরে উপর দুনয়িার সকল মুসলমান একমত। তবে এখানে দরুদ ও সালাম পাঠ করা ওয়াজবি কনিা এ ব্যাপারে মতভদে রয়ছে।ে এ স্থান গুলোর মধ্যে তনিি আরো উল্লখে করনে কুনুতরে শষে,ে খুতবাসমূহে যমেন জুময়ার খুতবায়, ঈদরে খুতবায়, ইস্তসেকার খুতবায়, মুয়াযযনিরে জবাব দয়োর পর, দুআর সময়, মসজদিে প্রবশেরে সময়, এবং মসজদি থকেে বরে হবার সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে নাম উল্লখে করা হয়।

অত:পর ইবনুল কাইয়মে র. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে উপর দরুদ পাঠরে ফলাফল উল্লখে করছেনে এবং এ ব্যাপারে চল্লশিটি উপকাররে তনিি র্বণনা দয়িছেনে। তন্মধ্যে রয়ছে:ে আল্লাহর হুকুম মনেে চলা, একবার দরুদ পাঠে আল্লাহ দশ বার রহমত র্বষণ করনে, দুআর শুরুতে দরুদ পাঠ করলে দুআ কবুল হওয়ার আশা করা যায়, দরুদ পাঠরে সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে জন্য “অসীলা” তথা জান্নাতরে র্সবােচ্চ স্থান এর র্প্রাথনা করা হয় তাহলে তা তাঁর শাফায়াত লাভরে কারণ, দরুদ পাঠ গুনাহ মাফরে কারণ এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরে পক্ষ থকেে জবাব দয়োরও কারণ।

এ মহান নবীর উপর আল্লাহর রহমত ও শান্তি র্বষতি হোক।













মন্তব্য ৪ টি রেটিং +৪/-১

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৫

িরয়াজ উিদ্দন বলেছেন: সত্যিই ভাল লাগল।
আপনাকে অনেক ধন্যবাদ।
এরকম লিখা অনেক দিন ধরে দেখিনি....।

২| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৯

সিটিজি৪বিডি বলেছেন: বানানে অনেক ভূল আছে.. আশাকরি কারেকশন করি দিবেন। আর অনেক কিছু জানতে পারলাম। তাই আপনাকে ধন্যবাদ।

৩| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৪

নাঈম আহমেদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৩৭

এক মুসাফির বলেছেন: ধন্যবাদ ভাই।দরুদের ফজিলত বরকত বর্ননা করা দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্বব নয়।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.