![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
আমি মগজে আমার ধার দিয়েছি, মগজ দিইনি ধার
চাবুকের ঘায়ে এ বুক আমার ছিঁড়েছে বারংবার।
আমি রেগেছি আবার, জেগেছি আবার শত শ্বাপদের মাঝ
অত্যাচারী হেনেছে হাজার অত্যাচারের বাজ।
আমি গোঁয়ারের মতো মাথা তুলে জোর গর্জে উঠেছি ফের
উদ্ধত এই মগজ আমার শত্রু তো জালিমের।
আমি বিকিয়ে দিইনি শিখিয়ে দেওয়া নিয়মের কাছে মন
বিবেক আমার চাবুকের কাছে হয়নি সমর্পণ।
আমি তিতুমীর হয়ে, ভীতু-শির নুয়ে জেগেছি বারংবার
আমি জীবন দিয়েছি দুঃখ ঘোচাতে চিরদুঃখী বাংলার।
—একুশ
আহমদ মুসা।
৮ ফেব্রুয়ারি, ২০১৮।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: তাই?
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
করুণাধারা বলেছেন: দারুন কবিতা। বেশ বিদ্রোহী ভাব- একরাশ মুগ্ধতা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বহুদিনের পর হলো আজ
করুণাধারা বর্ষিত,
সেই ধারাতে গোসল করে
চিত্ত হলো হর্ষিত!
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কনফার্ম করার জন্য একরাশ অভিনন্দন।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯
মো চৌঃ বলেছেন: ভালো