নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//
লতিফপুরের মতি পাগল
সকালবেলা উঠে
পৌঁছে গেল বাঁশবাগানে
বদনা নিয়ে ছুটে
ঘাঁড় গুঁজে সে আড় চোখেতে
নিচ্ছিল কাজ সেরে
পাশের বাড়ির লালু বলদ
হঠাৎ এলো তেড়ে
লাল বদনা দেখে লালুর
মেজাজ গেল চড়ে।
আসলো ছুটে যেমন পুলিশ
জঙ্গী দমন করে!
মতির উপর লাফিয়ে পড়ে
গুঁতিয়ে দিল লালু—
টাকের ওপর গজিয়ে গেল
সেই তো “প্রথম আলু" !
—প্রথম আলু
স্নিগ্ধ মুগদ্ধতা
০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কথা সইত্য। তয়, লালুরা ওকে খুঁইজতাছে।
২| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
এম ডি মুসা বলেছেন: বেশ!
০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বেশ বদলাতে দেরি হয় না মতির।
৩| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
এম ডি মুসা বলেছেন: প্রথম আলু
০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩২
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এটাই ছিল প্রথম আলুর জন্মবৃত্তান্ত।
৪| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৩
বাকপ্রবাস বলেছেন: বেশ
০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বেশ নয়। বেশরম মতি মিয়া।
৫| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার
০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৪
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কে চমৎকার? মতি মিয়া? না কি, লালু?
৬| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৯
জুল ভার্ন বলেছেন: মতির গতি বোঝা যায়না- কখন কোন লাইনে যাবে...৷
০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৭
স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: মতি সবসময় বামপন্থী । মাঝে-মাঝে রামপন্থী। রাত-বিরেতে কামপন্থী।
৭| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতার পাশাপাশি লোগোটাও চমৎকার হয়েছে। অভিনন্দন।
৮| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রথম আলু না, বানান হবে 'প্রথম আলো'।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
সৈয়দ কুতুব বলেছেন: মতি মিয়া পাগল হলেও সংস্কার কমিটি, উপদেষ্টা সব তার পছন্দের লোক ইন্ট্রাম সরকারে বসেছে।