![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আহসান, পড়াশুনা করছি, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা, আর আমি ব্লগ এর জগতে নতুন একজন মানুষ, চেষ্টা করব নতুন কিছু করতে। আপনাদের সবার সহযোগিতা পাবো আশা রাখি :)
গতকাল রাতের ঘটনা। শ্যামলী থেকে মিরপুরে বাসায় ফিরব কিন্তু কোন বাস পাচ্ছি না। হঠাৎ করেই একটা মিরপুর সুপার লোকাল বাস পেয়ে গেলাম একদম ফাকা। অনেকেই দৌড় দিল উঠতে দেখে আমিও দৌড় দিলাম, কিন্তু বাস এ উঠে দেখি মাত্র ৮/৯ জন উঠেছে।
যাত্রীদের মধ্যে ১ জন ছিল মহিলা আর ১ জন একটা মেয়ে। তাদের দুজনকে দেখেই তেমন সুবিধার মনে হচ্ছিলনা। বাকি সবাই সেটা লক্ষ করল খেয়াল করলাম। যাইহোক, আমার কি! যা মন চায় সে তা হোক!
মেয়েটা প্রথমে মহিলার সাথে মহিলা সিট (ড্রাইভার এর ডান দিকে যে বরাদ্দকৃত) তাতে বসলেও কল্যাণপুর এসে অন্য একটা সিটে এক ভদ্রলোকের সাথে বসলো (যেখানে অনেক ডাবল সিট ফাঁকা ছিল)। আর সে স্বাভাবিকের চেয়ে একটু বেশীই চেপে বসেছিল। ওই লোক কিছু না বল্লেও বেশ বোঝা যাচ্ছিলো ছাইরা দে মা কাইন্দা বাঁচি অবস্থা!
দারুস সালাম থেকে এক লোক উঠলো। কন্ট্রাক্টর ভাড়া চাইলে তিনি ১০ টাকার একটা নোট দিলে কন্ট্রাক্টর ৫ টাকা রেখে বাকি ৫ টাকা ফেরত দিল। এরপরেই ঘটনা শুরু-
লোকটাঃ ওই বেটা ৩ টাকা ভাড়া ৫ টাকা রাকসস ক্যান?
কন্ট্রাক্টরঃ ৫ টাকাই ভাড়া।
লোকটাঃ এই রোডের ভাড়া ৩ টাকা। তুই চাইলেই হইব?
কন্ট্রাক্টরঃ আমি চাইলে ক্যান। ভাড়া ৫ টাকাই।
মাঝে মেয়েটি বললঃ ভাইয়া উনি, সবার কাছ থেকেই ৫ টাকা করে ভাড়া নিয়েছে।
লোকটাঃ আমার কাছ থাইকা মাদারছদ নিতে পারবনা।
লোকটাঃ খাড়া তোর বাপেরে ফোন দিতাসি। স্পিকার দিয়া শুনামু তোরে কত ভাড়া।
কন্ট্রাক্টরঃ শুনানগা আপনে।
লোকটাঃ তোর বাপ (একটা নাম বলল) ফোন দিতাসি।
কন্ট্রাক্টরঃ কোন বাপ?
লোকটাঃ তুই রোডে গাড়ী চালাস তোর বাপেরে চিনস না? (আবারো সেই নাম বলল) তুই চিনস না!
কন্ট্রাক্টরঃ হে কি আমারে খাওয়ায় নাকি?
এর মধ্যেই কাওকে ফোনে ট্রাই করছে। ওপাশ থেকে ধরছে না। কয়েকবার করার পর ধরল মনে হল। কাওকে জিজ্ঞেস করল “ওই দারুস সালাম থাইকা আমাগো এক নম্বরের ভাড়া কত মিরপুর সুপার লোকাল বাসে?” ওপাশ থেকে কিছু একটা বলল, এরপর আবার-
লোকটাঃ ওই হন খানকির পোলা। ভাড়া কত তোর।
কন্ট্রাক্টরঃ আমার হুইনা কাম নাই।
লোকটাঃ তোরে হূনতে অইব। হুনবি না ক্যান মাদারচদ।
কন্ট্রাক্টরঃ কে ফোন দিসে।
লোকটাঃ তুমার আব্বায়!!
[এ পর্যায়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রচণ্ড খারাপ ভাষা ব্যবহার করার জন্য]
এবার মেয়েটি আবার বলে উঠলোঃ ভাইয়া আপনি কিন্তু এবার বেশি বলছেন!
লোকটাঃ ওই তোর কি, তুই চুপ থাক!
মেয়েটিঃ আশ্চর্য!! আপনি ইচ্ছামত ভাড়া দিবেন আবার যাকে তাকে ইচ্ছামত গালি দিবেন এটা কোন ধরনের ভদ্রতা!
লোকটাঃ তুই আবার কথা কস! তুই কি কল গার্ল!
মেয়েটিঃ আপনার ভদ্রতা তো বোঝা হয়ে গেছে। আপনি বাপ-মা তুলে যা ইচ্ছা বলছেন।
লোকটিঃ তুই কি? তুই তো কল গার্ল! তোরেই তো রাস্তায় ফেইলা চুদা উচিৎ!!
মেয়েতিঃ ওই মুখ সামলাইয়া কথা বলেন।
লোকটিঃ ওই মাগি! তোর লগে কি মুখ সামলাইয়া কথা কমু?? এসি রুমে নিয়ে চুদি তোরে চল!!
মেয়েটিঃ ওই তোর মায়েরে নিয়া যা তোর এসি রুমে!
লোকটিঃ মাগির ঘরের মাগি তোরে নিয়া যামু আমি! ওই তুই চিনস কে আমি??
মেয়েতিঃ তোরে চিনা লাগবনা আমার। তুই হইলি আরেক মাগির ঘরের পোলা! তোর মারে চুদস না তুই??
লোকটিঃ খানকি মাগি!
মেয়েটিঃ তোর যা খুশি তাই বলবি। বাসের একটা লোকও একটা কথা বলে নাই খানকির পোলা!
লোকটাঃ কইব ক্যান? পুরা বাসে তুই একমাত্র মাগি! ওই কয় টাকা নেস তুই লাগাইতে!!
এই রকম আরও নানা কথা বলতে বলতে খুব স্বভাবতই ওই দুজনের হাতাহাতির উপক্রম হয়। এই অবস্থায় বাসের বাকি দর্শক! তথা যাত্রীরা তাদের সরিয়ে নিতে চেষ্টা করে। বাসটি ততক্ষণে চাইনিজ এ এসে থেমে আছে। তাদের বাক্য বিনিময় চলছেই……......
লোকটাঃ কল গার্ল! আজকে তোরে যদি আমি না চুদসি!
মেয়েটাঃ যা মাদারচদ তোর মায়েরে গিয়া চদ!
আরও বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় শেষে এবারে বাসের যাত্রীরা বাসের ড্রাইভার কে বলতে লাগলো বাস ছাড়ার জন্য। অবশেষে বাস ছাড়ল।
মেয়েটি তার সিটে গিয়ে বসে বললঃ সব শালা বাইনচদ। আমি একলা প্রতিবাদ! করলাম, একটা লোকও কিছু বললনা। মেয়েটির চোখের কোণে পানির ফোঁটা! একটা ফোন এলো তার। ওপাশ থেকে কিছু বলতেই সে উত্তর দিল- এইতো আম্মু এক নম্বরের কাছাকাছি আর ১০ মিনিট লাগবে বাসায় আসতে।
আচ্ছা, বলুন তো? আমরা কি একজন কল গার্লের চেয়েও খারাপ!! যে খুব সাধারণ প্রতিবাদটাও করতে পারিনা?? নিজের প্রতিই লজ্জা হচ্ছে
২১ শে মে, ২০১২ ভোর ৫:৪৪
আহসান আল আজাদ বলেছেন: হয়তো তাই ভাই, আমার কিন্তু মনে হয়েছিল, সে তার মার সাথেই কথা বলেছিল....
২| ২১ শে মে, ২০১২ ভোর ৫:৫১
েসাহাগ২৫কগগ বলেছেন: যাই হোক অসুস্থ মানুষ সমাজে বেড়ে গেছে এটা তারই বহিপ্রকাশ।
আমরা কি একজন কল গার্লের চেয়েও খারাপ!! যে খুব সাধারণ প্রতিবাদটাও করতে পারিনা?? নিজের প্রতিই লজ্জা হচ্ছে হুম আসোলেই তাই।
২১ শে মে, ২০১২ রাত ৯:৩০
আহসান আল আজাদ বলেছেন: অসুস্থ মানুষ আসলেই সমাজে বেড়ে গিয়েছে!!
৩| ২১ শে মে, ২০১২ ভোর ৬:০০
টানজিমা বলেছেন: আর আপনে এইগুলান রেকর্ড কইরা নিয়াসছেন এইখানে বাজাইতে....
২১ শে মে, ২০১২ রাত ৯:৩১
আহসান আল আজাদ বলেছেন: রেকর্ড না ভাই। রাতের ঘটনায় আমি সারারাত ঘুমাতে পারিনি। দেখুন ভোরে লেখাটা দিয়েছি
৪| ২১ শে মে, ২০১২ ভোর ৬:০২
অপ্রিয় বলেছেন: ঐ বাসে থাকা অনেক লোকই দেখবেন বাড়ীতে ফিরে তর্কে, ব্লগ/ফেসবুকে দেশের পরিস্থিতির জন্য রাজনীতিবিদদের গালাগালি করবে।
২১ শে মে, ২০১২ রাত ৯:৩২
আহসান আল আজাদ বলেছেন: সহমত পোষণ করছি।
৫| ২১ শে মে, ২০১২ ভোর ৬:০৬
জাহিদ ফারুকী বলেছেন: আপনি কি করছেন তখন? একটু প্রতিবাদ করতে পারতেন?
২১ শে মে, ২০১২ রাত ৯:৩৪
আহসান আল আজাদ বলেছেন: প্রতিবাদ করতে পারতাম। কিন্তু ঠিক সেই মুহূর্তেই অল্প কিছুদিন আগেই ঘটে যাওয়া মিরপুরেই হযরত আলীর কথা মনে পরে গিয়ে পিছিয়ে গিয়েছিলাম
৬| ২১ শে মে, ২০১২ ভোর ৬:১৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হ্যা খারাপ। প্রতিবাদ তো করলেনই না। বরং বলে দিলেন মেয়েটি কলগার্ল। আপনি কি করে জানেন সে কলগার্ল? যে লোকটি আজে বাজে গালাগালি করলো তার কাছ থেকে? নাকি আপনি মেয়েটিকে চিনতেন?
আপনিও কি তাই করলেন না? একজন প্রকাশ্যে আরেকজন গোপনে?
২১ শে মে, ২০১২ রাত ৯:৩৫
আহসান আল আজাদ বলেছেন: অবশ্যই ভাই। মেয়েটি ভালো ঘরেরও হতে পারে। কিন্তু এই জীবনে এতটুকু জ্ঞান তো হয়েছে যে কে কেমন তা দেখে কিছুটা হলেও আন্দাজ করা যায়। আশা করি বুঝতে পেরেছেন।
৭| ২১ শে মে, ২০১২ ভোর ৬:৩৫
ছেড়া পলিথিন বলেছেন: আপনি অনেক গুলা পেইজের মালিক তাইনা?
২১ শে মে, ২০১২ রাত ৯:৩৬
আহসান আল আজাদ বলেছেন: এখানে পেইজের কথা আসলো কোথা থেকে!!
৮| ২১ শে মে, ২০১২ সকাল ৭:০৯
তারেক রহমান বলেছেন: আর ১ জন একটা মেয়ে। তাদের দুজনকে দেখেই তেমন সুবিধার মনে হচ্ছিলনা। বাকি সবাই সেটা লক্ষ করল খেয়াল করলাম। যাইহোক, আমার কি! যা মন চায় সে তা হোক
একটা মেয়েকে কে পতিতা করে? এই আমরা , আমাদের সমাজ ।
২১ শে মে, ২০১২ রাত ৯:৩৭
আহসান আল আজাদ বলেছেন: আমি তা স্বীকার করেছি ভাই। আমাদের মূলেই দোষ
৯| ২১ শে মে, ২০১২ সকাল ৭:২১
কাকপাখী বলেছেন: ঠোট কাটা, ঘিলুটারে কামে লাগান নইলে মগজের ফ্রিকোয়েন্সি বাড়ান ।না বুইজা কমেন্ট করবেন না ।
১০| ২১ শে মে, ২০১২ সকাল ৭:২৫
বিডি আইডল বলেছেন: পাবলিক সবকিছুতেই ভয় পায়....এইভাবেই আমগোরে ছোটোবেলা থেকে তৈলি করা হইতাছে...
২১ শে মে, ২০১২ রাত ৯:৩৮
আহসান আল আজাদ বলেছেন: কিন্তু এর থেকে পরিত্রাণ কি?
১১| ২১ শে মে, ২০১২ সকাল ৭:৪১
১১স্টার বলেছেন: পোস্ট ভালো তয় অনেক গুলো ১৮+ উক্তি আছে তাই ১৮+ ট্যাগ করে দিলে ভালো হয়।
২১ শে মে, ২০১২ রাত ৯:৩৯
আহসান আল আজাদ বলেছেন: সাজেশনের জন্য ধন্যবাদ।
১২| ২১ শে মে, ২০১২ সকাল ৭:৪৭
মেহেদী_বিএনসিসি বলেছেন: আসলেই বাংলাদেশের, স্পেশালি ঢাকার মানুষগুলো কর্লগালের চেয়েও খারাপ, ক্যাম্নে নিজের মাথাডা বাচাইয়া আগে চলন যায়, সেইডা আগে শিখ্যা রাস্তায় নামে। নিজের গায়ের উপ্রে না পড়া পর্যন্ত তারা ভুলেও কোন প্রতিবাদতো দুরের কথা, তাকাইয়াও দ্যাখেনা।
২১ শে মে, ২০১২ রাত ৯:৪০
আহসান আল আজাদ বলেছেন: কি করা বলুন। বাসা থেকে বের হবার আগে মা প্রতিদিন বলে দেয়, সাবধানে পথ চলবি। কোন ঝামেলায় যাবি না! হয়তো সবারই এমন কিছু না কিছু আছে!!
১৩| ২১ শে মে, ২০১২ সকাল ৭:৫৮
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: এই টাইপের কিছু লোক ছিল থাকবে । এদের কাজই এমন করা । তবে মেয়েটা সম্পর্কে আপনার আন্দাজ ঠিক নাও হতে পারে ।
২১ শে মে, ২০১২ রাত ৯:৪২
আহসান আল আজাদ বলেছেন: এদের কাজই এমন করা আর আমাদের কাজ শুধু দেখে যাওয়া!!
১৪| ২১ শে মে, ২০১২ সকাল ৮:১১
আশিক মাসুম বলেছেন: আপনি ব্লগারদের ছোট করলেন.......একজন ব্লগার এভাবে মোখ বুজে মাথানিচু করে বসে থাকটে পারেনা......।
২১ শে মে, ২০১২ রাত ৯:৪৩
আহসান আল আজাদ বলেছেন: আমি ব্লগারদের ছোট করার উদ্দেশে কিছু করিনি ভাই। তেমন কিছু হয়ে থাকলে দুঃখিত।
আমি শুধু চেয়েছি হযরত আলীর মত আমার অবস্থা যেন না হোক!!
১৫| ২১ শে মে, ২০১২ সকাল ৮:১৬
মাতাল অরন্য বলেছেন: কাকপাখি দেখা যায় খুব বুঝেই কমেন্ট করছে! হুদাই কা কা না করলে ভালো লাগে না?
১৬| ২১ শে মে, ২০১২ সকাল ৮:১৮
জহির উদদীন বলেছেন: আপনি কি করছেন তখন? ব্লগে প্রতিবাদ এখন না করে তখন প্রতিবাদ করতে পারতেন? এখন সবাই কল গার্ল হয়ে গিয়েছি কিনা তা জানতে চাইছেন। সত্যি অবাক হই আপনার বিবেক দেখে।
২১ শে মে, ২০১২ রাত ৯:৪৪
আহসান আল আজাদ বলেছেন: ভাই বিবেক আছে। কিন্তু সব সময় কি বিবেক আর পরিস্থিতি এক হয় বলুন??
১৭| ২১ শে মে, ২০১২ সকাল ৮:২২
রিফাত হোসেন বলেছেন: lol
১৮| ২১ শে মে, ২০১২ সকাল ৮:২৭
স্বপ্নরাজ বলেছেন:
আপনি কি করেছেন ব্রাদার?
২১ শে মে, ২০১২ রাত ৯:৪৪
আহসান আল আজাদ বলেছেন:
১৯| ২১ শে মে, ২০১২ সকাল ৮:৩৭
আমি নিয়ন বলেছেন: খারাপ লাগলো
২১ শে মে, ২০১২ রাত ৯:৪৫
আহসান আল আজাদ বলেছেন:
২০| ২১ শে মে, ২০১২ সকাল ৯:০৯
ঘুমন্ত আমি বলেছেন: আমরা বলব লিখবো এবং কিছু করবোনা ।
২১ শে মে, ২০১২ রাত ৯:৪৬
আহসান আল আজাদ বলেছেন: কিছু করব। অবশ্যই করব। আজ পারিনি, কাল অবশ্যই পারব। দোয়া করবেন।
২১| ২১ শে মে, ২০১২ সকাল ৯:১১
একা স্বপ্নীল পথিক বলেছেন: কারো বেশভূষা দেখেই কি বোঝা যায় সে কলগার্ল ?? প্রথমেই তো মেয়েটার সাথে এখানেই অন্যায় হলো। আর সে কলগার্ল হোক আর ভালো মেয়ে হোক, সে তো একটি ভালো কাজে প্রতিবাদ করেছিলো- কেউ তার পক্ষে কথা বললো না?? এভাবে তাদের সাথে আমরাই তো পার্থক্য করি।
আজকাল কোনো মেয়ে কোনো প্রয়োজনে (অফিস/পড়ালেখা) রাত করে বাড়ি ফিরলেই তাকে কলগার্ল বলা হচ্ছে (যদি সাজগোজ করা থাকে তাহলে তো কথাই নাই), এমন মানসিকতা হচ্ছে আমাদের?? আর আমরাই দাবী করি আমরা আধুনিক সমাজের মানুষ!!!
ধিক আমাদের।
২১ শে মে, ২০১২ রাত ৯:৪৯
আহসান আল আজাদ বলেছেন: ধিক আমাদের! এটা আমিও মানি। কিন্তু ভাই, ফার্মগেট এর ছন্দ/আনন্দ সিনেমা হল এর সামনে যে মেয়েগুলো থাকে তাদের কি দেখে মনে হয় তারা কল গার্ল?? কিন্তু আমি আপনি বলি বা নাই বলি যারা এই বিষয়টা জানেন তারা ঠিকই জানেন ওই মেয়েগুলো কি করে!! যাইহোক, হাঁ, মেয়েটা যে ই হোক না কেন, সে অন্যয়ের প্রতিবাদ করেছে যা আমি সহ অন্য কেও করতে পারেনি!!
তাই ধিক আমাদের!!
২২| ২১ শে মে, ২০১২ সকাল ৯:১৬
একা স্বপ্নীল পথিক বলেছেন: * ভালো উদ্দেশ্যে প্রতিবাদ করেছিলো
২১ শে মে, ২০১২ রাত ৯:৫০
আহসান আল আজাদ বলেছেন: উদ্দেশ্য ভালো কিন্তু সাথে কেও ছিলোনা
২৩| ২১ শে মে, ২০১২ সকাল ৯:২১
পি পি বলেছেন: তখন কিছু কও নাই, এখন ও চুপ থাক।
২৪| ২১ শে মে, ২০১২ সকাল ১০:০৭
অপলক বলেছেন: ঢাকার পুরুষরা পুরুষ না বলদ। বলদও না, যাকে বলে গ্যারা। তাদের একটাই নীতি নিজে বাঁচলে বাপের নাম। এরা ফ্যাসানের নামে হাতে চুড়ি পড়া শুরু করছে, কযেকদিন পর বোরকা পড়াও শুরু করব।
২১ শে মে, ২০১২ রাত ৯:৫১
আহসান আল আজাদ বলেছেন: নিজে বাঁচলে বাপের নাম!!
২৫| ২১ শে মে, ২০১২ সকাল ১০:১৫
নিভৃত নয়ন বলেছেন: কাওকে সুস্থ মনে হল না দুইজনের
২৬| ২১ শে মে, ২০১২ সকাল ১০:৩৭
বিরোধী দল বলেছেন: তুমি গাড়ীতে বইসা বইসা বাল ছিড়া অহন ব্লগে আইছ পোষ্টায়তে?
২১ শে মে, ২০১২ রাত ৯:৫২
আহসান আল আজাদ বলেছেন: ভাই, আমিতো আপনাকে লক্ষ্য করে কিছু বলিনি। হাঁ, আমি কিছু করতে পারিনি এটা আমার দোষ আমি মেনে নিলাম। কিন্তু তাই বলে আপনি আমাকে এসব বলতে পারেন না!
২৭| ২১ শে মে, ২০১২ সকাল ১১:৩০
সকাল বেলার ঝিঝি পোকা বলেছেন: ভয়টাই আমাদের খাইছে।
পেক পেক পেক
২৮| ২১ শে মে, ২০১২ সকাল ১১:৩২
আহসান২০২০ বলেছেন: আমার থাপড়াইতে মন চাইতাছে। কি থাপড়াই?? কারে থাপড়াই।
২৯| ২১ শে মে, ২০১২ দুপুর ১২:১৪
নদ বলেছেন: আপনি ও তো কিছু বলতে পারতেন ঐ বদমাসটাকে ???
২১ শে মে, ২০১২ রাত ৯:৫৩
আহসান আল আজাদ বলেছেন: বলতে পারলে কষ্টটা থাকতো না
৩০| ২১ শে মে, ২০১২ দুপুর ১২:৫৭
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধুর মিয়া, বাস ভরতি এত্ত মানুষ অথচ অই লোকটারে কিছু বলার সাহস পাইলেন না??!!!
আমার ত হাত কিরবির করতাসে অরে মারার ল্ইগা।
আসলে আপনাদের মত কিছু ভিতু মানুষ জারা খালি তামাসা দেখে আর বাসায় ফেসবুক আর ব্লগে আইসা পোস্ট মারে। আগে নিজে কিছু সাহস দেখান।
এইভাবে চুপ কইরা থাকলে কাল হয়ত আপনার মা-বনের সাথে এমন ঘটে যাবে, আর আপনার মত আর একজন এসে পোস্ট দিবে।
২১ শে মে, ২০১২ রাত ৯:৫৪
আহসান আল আজাদ বলেছেন: এই কথাটাই ভেবেছি সারাদিন। তাই আজ প্রতিজ্ঞা করেছি, যত যাই হোক। আর মানবো না!!
৩১| ২১ শে মে, ২০১২ বিকাল ৩:৩৫
মুদ্দাকির বলেছেন: ভাই, বাস্তবের সুন্দর বর্ননা দিসেন, ধন্যবাদ,
সমাজ যাদের call girl বানায়, তাদের শরির টা শুধু নষ্টো হয়, বিবেক হয় না,
আপনার লেখায় তা আবার বুঝা গেল
৩২| ২১ শে মে, ২০১২ বিকাল ৩:৩৬
মুদ্দাকির বলেছেন: প্রিয়তে নিলাম
২১ শে মে, ২০১২ রাত ৯:৫৪
আহসান আল আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৩| ০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২৯
শার্লক বলেছেন: একটা কথা কাউকে তার পোষাক পরিচ্ছদ দেখে বা অনুমান করে কখনই এধরনের চিন্তা করবেন না। মানুষ আর কিছু না পারুক এটাতে খুব ওস্তাদ । ব্যক্তিগতভাবে আমি এটা মেনে চলার চেষ্টা করি। যাহোক আপনি যদি সাহস করে আগাতেন আপনার সাথে আরো ২/৩ পেয়ে যেতেন হয়তো। তখন আপনার কোন ভয় থাকতো না।
৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৪
যাযাবরমন বলেছেন: আমরা এমনই, ভিতু আর সুযোগ সন্ধানী।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১২ ভোর ৫:৩৯
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: কস্ট পেলাম মেয়েটার জন্য... সে হয়ত তার বচ্চার সাথে কথা বলছিল ফোনে...