নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

প্রথম দিনে ভালোবাসার উপহার

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭





নতুন বছর তোরে বাঙ্গালী স্বাদের পান্তা মরিচে স্বাগতম। তোর আগমনের মূর্ছনায় মুহিত ছিলো সবাই, হয়তোবা আমি ছিলাম না, তোর উপর রেগে নয়, অভিমান ছিলো কিছুটা, তবু তুই উদার, তুই উদার সময় আজ মোরে যা দিলি তা ভোলবার নয়।

তারে ভালোবাসি কথাটি মিছে নয়। তার পাশে হাঁটতে আমার ভালোলাগে তাও অস্বিকার করছি না। তার মুখ খানি চোখের সামনে ভাসলেই হাসি পাচ্ছে, আমি আজ জানলাম তার মুখ খানি আজকের আগে কখনো ভালো করে দেখাই হইনি।

সত্যি তারে কখনো ছূঁয়ে দেখা হয় নি, তার হাসিঁতে সঙ্গ দিয়ে কখনো হাঁসা হয়নি, তার নীল চোখের গভীরে কি কথা, তা কখনো তার অথৈই মনের জলে ডুবে খুজে আনা হয়নি।

আমি জানি, সে এখনো আমায়, "ভালোবাসি" কথাটি মুখ ফুটে বলেনি। কিছু কথা না বলাতে পুর্নতা পায়, আমিতো সে কথাটিও জানি। না হয় আমার ভালোবাসা তার খোলা চুলে হিমেল হাওয়া হয়ে বয়ে গেলো বার বার, পাতা ঝড়া কোন শীতের সকালের ঘন সাদা কুয়াশা হয়ে নেমে এলো বার বার, না হয় হঠাৎ গর্জন হীন বর্ষার মতন এসে ডাকলো তারে চুপিসারে, নতুন বছরে নতুন করে সাজার আহবানে।

আজ তারে একবার বলেছিলাম, একবার, সেই অনুরোধ সে ফেলেনি আমার ।

তবে বলছি, আমি আজ তারে বলিনি ভালোবাসি তারে। পাশে ছিলাম বন্ধুর মত করে, হয়তোবা তার বন্ধুত্ব পুর্ন হাসি মাখা মুখ খানি আনন্দের চেয়ে কষ্টই বেশি দেয় মোরে।

তবুও শেষ বারে বলছি ভালোবাসি তোমারে।

আর নতুন বছর তুই থাকবি অমলিন, আজকের পাওয়া ঐ জিনিস খানি থাকবে যতদিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.