![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
জীবনে বেশ কয়েকটা ছবি এঁকেছি , প্রত্যেকটা ছবি দেয়ার পিছনে উদ্দেশ্য ছিল ছবিটা দেখার পর সে আনন্দ পাবে , কিন্তু আজ প্রথম একটা ছবি আঁকলাম কাউকে কষ্ট দেয়ার জন্য । আমি বলছি না ছবিটা তাকে শুধু কষ্ট দেবে , আনন্দের শিহরণে আপ্লুতও হবেন ।
ইনি অতি সাধারন মধ্যবিত্ত ঘরের একজন গৃহকর্তা , সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক , অতীব ধৈর্য্যশীল মানবিক গুণ সম্পন্ন ব্যক্তিত্ত , তিনি দু-বেলা খেয়ে বেঁচে থাকাকে জীবিকা মনে করেন , তার কাছে সন্মান খ্যাতি যশ বলতে নিজে স্বাবলম্বি হয়ে বেঁচে থাকাকে বুঝান । তিনি যথা সম্ভব পরোপকারি , আত্নীয় স্বজনের প্রতি সহৃদয়বান , তার কাছে তার সন্তানরা কোন দিন কোন কিছু চেয়ে খালি হাতে ফেরেনি, হয়তোবা বিলম্ব হয়েছে কিছুটা।
তিনি আমার বাবা। ছবিটা তার জন্য আঁকা নয়, আমার মায়ের জন্য আঁকা।
আমি এইচ. এস. সি. পর কোথাও ভর্তি হতে না পেরে বাবা মার ইচ্ছেয় ঢাকার একটি ভালো মানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।
তাদের পছন্দের বিষয়।
আমার কোন গুরুত্বই দেয়া হায় না। আমি ছোটবেলা থেকে কারেন্টের তার গুতোতাম বলে আমায় ই ই ই তে ভর্তি করা হ্য়। কিন্তু কখনো কেউ ভাবে না আমি ছোটবেলা থেকে মাটির পুতুল হাত, পা, কাঠের ঘর বানাতাম, ছবি আকতাম।
আমার আর্কিটেকচার নিয়ে পড়ার বড় স্বপ্ন ছিলো। কিন্তু বাবা বলেছিলেন "" দেখ বাবা আমি চাইনা আমার মারা জাবার পরে কেউ তোর আঁকা ছবি বইয়ের মলাটে লাগাক, কবিতা পোলাপান পড়ুক, আমি চাই আমার পোলা ১০,০০০/= ২০,০০০/= বেতন পাবো বিয়ে করায়ে দিমু নাতি হবো মোটর সাইকেলের সামনে বসাইয়ে নিয়ে ঘুইরা বেরামু।"""
১২ তারিখে বাসায় যাবো, তার হাতে ছবিটা দিয়ে বলবো """" কোন আর্কিটেক্টের নিখুঁত হাতে আকা নয়, একজন ইলেকট্টিশিয়ানের জোরা তালি দেয়া ছবি বাবা তোমার জন্য।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
দুর্ভেদ্য বলেছেন: খুব সুন্দর হয়েছে... আমিও আঁকারঅনুপ্রেরণা পেলাম...
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আমার জন্য দোয়া করবেন, আর পারেন না পারেন আমর মত ছবি আঁকবেন। ধন্যবাদ ভাই।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১
আলফা-কণা বলেছেন: khub sundor post: +
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯
ঘুড্ডির পাইলট বলেছেন: খুব সুন্দর হইছে ভাই । এ ছবি পৃথিবীর সেরা ছবি ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬
মরে যওয়া স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাই, আমি চাই আমার বাবা ছবিটা দেখে সে একটু কাঁদুক, সকলের আড়ালে। তবুও কাদুঁক, আমার কষ্ট টা একটু বুঝুক।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো ছবিটা এবং আপনার কথা গুলো
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
মরে যওয়া স্বপ্ন বলেছেন: হ্যা ভাই কষ্টের কথা, দোয়া করবেন আমার জন্য। আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮
ওহম বলেছেন: I loved your post.