নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আজ দিদির গায়ে হলুদ

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

দিদি

আজ তুমি,

চাঁদের মোহ ভরা

খনিক আলোতে নয়

কাঁচা হলুদের সোনার রংয়ে

সাজলে, তোমার আঙ্গিনায়।



কাঁঠাল পাতায় লিখে দিলে

ডাকবে তারে "ওগো" বলে

বউ হবে তার

ছোট ঘরটা আলো করে।



সকাল বেলায় জাগাবে তারে

তোমার, ছোট সেই,

মন ভোলানো আবদারে।



দিদি

আজ সকালে

মোরগ ডাকা সে ভোরে

বলেছে সে মোরে

ঐ আড়ালে ডেকে চুপিসারে

"তার ঘরটা বড্ড অগোছালো

যেন বকে দাও তুমি তারে

ঘর গোছানোর ছূঁত ধরে।"



সে হাঁসবে তোমার বকায়,

চুপিসারে, তোমায় ভালোবেসে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

রাইসুল নয়ন বলেছেন: দারুণ লাগলো পড়তে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.