নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

ফাঁকা SmS

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০





মেজাজ খারাপ করিসনা বললাম, ঢাকায় যা করিস ঠিক আছে, আমার বাসায় ঐ সব চলবে না। সারা রাত ঐটা(ল্যাপটপ) টিপবা আর সারা দিন ঘুমাবা,

চলবে না ঐসব।



মায়ের মুখে ঐ সব কথা শুনেও জাগছে না ছেলেটা, মরে পড়ে থাকা পাখির মত কিংবা বিছানার কোনোয় পড়ে থাকা কোল বালিশের মত অচেতন হয়ে পড়ে আছে ছেলেটি।



ছেলেটি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বি,এস,সি ইন্জিনিয়ারিং পড়ছে, সে রাত জাগে ঠিকই কিন্তু সে ছবি আঁকে, কবিতা পড়ে, লেখে, মাঝে মাঝে হঠাৎ স্থাপত্য শিল্পী হয়ে মেতে উঠে রাত দুপুরে, কখনো বাসার সামনের সেই পথটায় হাটে একা একা।



মা আর সহ্য করতে না পেরে বললেন, "তোর আব্বা আসতেছে, মাত্র ফোন করছিলো, ওঠ সোনা ওঠ।



বিদ্যুৎ চমকানোর মত হঠাৎ করেই জেগে উঠলো ছেলেটি।

উঠলিরে দিপ্ত?উঠ ১১ টা বেজে গেলো যে, সকালের খাবার খাবি না!



হ্যাঁ উঠছি, বলেই মনে মনে ভাবতে থাকে ছেলেটি,



সরকারি অফিসের সব অফিসাররা কাজে ফাকি দেয়, অফিসার মা, ছেলে আসছেন বলে রাজবাড়ি হাসপাতাল থেকে অলিখিত ছুটি নিয়ে আসছেন ৭ দিনের, আর প্রধান শিক্ষক বাপ প্রতিদিন ৩ টার আগেই বাসায় উপস্থিত।



ভাবতে ভাবতে হঠাৎ আবার আধো ঘুমে ঢলে পড়ে, কিন্তু কোথা থেকে একটা SmS এসে ঘুমের ১২টা বাজিয়ে যায়। মেজাজ খারাপ হয় দিপ্তর, শালার অপারেটর দের জ্বালায় আর বাঁচা গেলো না।



না অন্য একটা নাম্বার, চোখ বড় বড় করে SmS ওপেন করতেই, ওমা কিচ্ছু লিখা নাই।



সকাল সকাল কে এতবার এত কিছু বলতে চেয়ে কিছু না লিখেই মনে করলো আমায়, ভাবছে দিপ্ত ।



ফোন করলো।

হ্যাঁলো

কে__এ---? (বাহ্ ভারি মিষ্টি কর্কষ একটা কন্ঠ)

তাজ্যব কথা, মানে কি?

জ্বি?

একখান ফাঁকা তয় অনেক কথা ওয়ালা এক খান SmS পাঠায়ছেন তাই, সকাল সকাল অর্থ ধ্বংসে নামছি,

জ্বি?

কিছু না, কে ভাই সকাল সকাল!! ( রেগে গেছে দিপ্ত)

ও আচ্ছা আমার ছোট বোনের কাছে ছিলো ফোনটি, ও তো অনেক ছোট, আর আপনার নাম্বারটা সেভ করা ছিলো।

মানে কি, কিভাবে?

আগে বলেন আপনি দিপ্ত ভাই কি না?

হ্যাঁ আমি।

আমি সায়মার পরিচিত আপনার কাছে একবার কল করা হয়ে ছিলো পড়তে চেয়ে, মনে আছে কি?

ও আচ্ছা আপনি? তো আছেন কেমন?

ভালো আপনার কি খবর?

-------------------- কথা----------- কথা সে অনেক কথা।



দিন শেষ, রাত এগারোটা বেজেছে অনেকক্ষণ।

প্রিয় খেলোয়াড় মেসির একটা পোর্টেট আকছিলো সে







একটা মিস্ কল বেশ লম্বা

ফোন করা হলো

কিন্তু ওপাশ থেকে সে কেটে দিলো,

তাজ্যব মনে হলো দিপ্তর, একটা SmS পাঠালো

“ 1st missing then not reciving………! কি তাজ্যব মানুষ ভাই।""



আবার মিস্ কল

Call back…….

কে ?

আমি নদী

জ্বি

দিপ্ত ভাইয়া আমি নদী, সকালে কথা হলো

ও হ্যাঁ,

ঐটা আমার মার নাম্বার, এটা আমার



আচ্ছা, তো কেমন কাটলো সূর্য উজ্বল দিন টুকু।

ভালো। ভাইয়া একটা কথা জিগ্বাস করি রাগবেন না তো!

করেন।

আপনি কি কবি?

না আমি কবি না, তবে মাঝে মাঝে লিখি।

আমার না জানেন কবি অনেক ভালো লাগে, তাদের মাঝে রোমান্টিক একটা ভাব থাকে,

কিন্তু আমি তো ছবি আঁকি।

আল্লাহ, আমার একটা আঁকবেন?

মেইল করেন, চেষ্টা করবো।

না, ছবি দেখে না, সরা সরি আমায় দেখে আঁকবেন, কবে বলেন?

হাসলো দিপ্ত, কবিতা শুনবেন?

-------------------- কবিতা------------ কথা------ আর হাঁসি।

সে অনেকখন কেটে গেলো।

----

----

----

আজ সকালে মা বাবা চলে গেছেন রাজবাড়ী, মাকে রাখতে গেছেন বাবা, আপু দুলাভাই যাবে সকাল ১০টায়। যা হোক আগামি তিন দিন দিপ্ত আর দ্বিপ কে একাই থাকতে হবে স্বপিং মলের মত বড় বাসাটায়, কোন কাজ নাই দুপুর পর্যন্ত ঘুমোবে কথাটা ভাবলেও মনে হয় পাপ হবে দিপ্তর।



দ্বিপ ছোট ভাই ক্লাস six পড়ে, অনেক ছোট, সকালে প্রাইভেট ৭ টায়, প্রতিদিন তাকে তৈরি করে পাঠাতে হবে, সাথে রান্না বান্না, কারন মফস্বলে কাজের বুয়ার অভাব তুঙ্গে।



দিনটা কাজের উপরেই গেলো।



রাতে, ছোট ভাইকে একটু পড়িয়েই দু ভাই মিলে মুভি “Bum Bum Bole”



দ্বিপ ঘুমিয়ে গেছে। মুভিটাও ভালো লাগছে না দিপ্তর, প্রায় চার বার দেখা মুভি এটা। তাই টিভি ছেড়ে বসলো সে।

হঠাৎ মনে হলো মেয়েটির কথা'

কি সহজ করে কথা বলে

নামটা অসাধারন "নদী"

তবে সে নিজের সম্পর্কে কিছু বলতে নারাজ, মেয়েটি হাঁসলে হাঁসিটা অসাধারন, কন্ঠটা এক কথায় চমৎকার, আর তার বুদ্ধিমত্তাও প্রষংসনীয়।



হঠাৎ একটা ফোন কল...........।

সেই মেয়েটি.......!!!!





আজ হঠাৎ খুব ইচ্ছে করছে তার সম্পর্ক জানতে !



সত্যি খুব ইচ্ছে করছে দিপ্ত।



“কে তুমি ভিনদেশি তারা

ডাকছো আমায়, করছো দিশে হারা.............!”

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.