![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
শুধু চেষ্টা করেছি, দৌড়ে পালাবার
জীবন থেকে দূরে, ঘর ছেড়ে
সে পালক পুরির ঐ পাড়ে।
আমার সাধারন সব কথায়
নিসঙ্গ নিশ্চুপ নিরবতায়
চলমান বায়ুর মাঝে আমার ঘড় ছেড়ে চলা।
মহান অভিভূতায়
অদৃশ্য সে ধূলিকনার আহবানে
ঘড় ছেড়ে চলা সে পথে
আমি একবার হেঁটেছিলাম, আনমনে।
আজ ফিরবার আকুল আবেদনে
আমি পথহারা, দৌড়ে চলা
অবসান্য, আর ক্লান্ত এক ফেরারি।
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৫
মরে যওয়া স্বপ্ন বলেছেন: হা ভাই। আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১
রফিকুল রানা বলেছেন: হুম ভাই