![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
হেটে চলছি
গাঁ বেয়ে ঝড়ে যাওয়া শুকনো ঘাম
শুকিয়ে যাচ্ছে গড়িয়ে পরবার আগেই।
শাফিন,
ছোট্ট ছেলে, আমার সাথেই হাটছে,
সবে এন্ট্রাস দিয়েছে, চামড়ায় ভাজ পরেনি এখনো
তবু, সে সিংহ মূর্তির এক মর্ত পৌরষ বেষে
হাটছে আমার পাশে
সাড়ে ৭ কেজি রাইফেলটার ভর
তার কাঁধ ঝাকিয়ে দিয়েছে, বেশ খানিকটা
তবুও হাটছে
১৭ মাইল পথ, বেনাপলের পর থেকে,
সে হাটছে,
সবাই হাটছি ।
আমাদের হাটার অপেক্ষায় হাটছে সবাই
আর সেই ছোট্ট শাফিন,
একাকি,
মা হারা, বোন হারা, একাকিত্বে
স্বাধীন হতে হাটছে
__________মামা (C.M.P) তোর জন্য……
©somewhere in net ltd.