নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতায় হেটে চলা

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭







হেটে চলছি

গাঁ বেয়ে ঝড়ে যাওয়া শুকনো ঘাম

শুকিয়ে যাচ্ছে গড়িয়ে পরবার আগেই।



শাফিন,

ছোট্ট ছেলে, আমার সাথেই হাটছে,

সবে এন্ট্রাস দিয়েছে, চামড়ায় ভাজ পরেনি এখনো

তবু, সে সিংহ মূর্তির এক মর্ত পৌরষ বেষে

হাটছে আমার পাশে



সাড়ে ৭ কেজি রাইফেলটার ভর

তার কাঁধ ঝাকিয়ে দিয়েছে, বেশ খানিকটা

তবুও হাটছে

১৭ মাইল পথ, বেনাপলের পর থেকে,

সে হাটছে,

সবাই হাটছি ।



আমাদের হাটার অপেক্ষায় হাটছে সবাই

আর সেই ছোট্ট শাফিন,

একাকি,

মা হারা, বোন হারা, একাকিত্বে

স্বাধীন হতে হাটছে













__________মামা (C.M.P) তোর জন্য……

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.