![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
যার আবদারের হাসিটা, আজ
আবেদনে বদলায়েছে, সে
আজ সবে ১৪ পেরিয়েছে
নারী হয়েছে।
তার খেলনার সব সাধ
ফিকে হয়ে ঘরকোনে ঠাঁই পেয়েছে,
আজ প্রথম তিব্র ব্যাথায় সে
ডুকরে কেঁদেছে লজ্জা আর সম্ভ্রমে।
আজ সে জানে,
কেন পুরুষের চোখে চোখ পড়লে
পলকে সরাতে হয়।
সে আজ রাত ভর স্বপ্ন সাজাবে
এক নতুন সত্বা জাগাবার পু্র্ন ক্ষমতা হয়েছে তার
সে এক মহিয়সি হতে যাচ্ছে
সে মানবি হইছে।
তবুও,সে
হঠাৎ দঃস্বপ্নে জাগিয়া,
প্রকম্পনের ধারে নিজেরে
বড় অনুগ্রাহি ভাবিলো,
তার ভাবনায় ঠাঁই পাইলো,
আজ তার পূর্ন জীনব অপু্র্নতায়-
পূর্ন হইলো, অচেনা কারো অপেক্ষায়।
নিমেষেই,
তার রক্ত বর্নী নারী বেশি
এলোচুলে ঢাকা মুখখানি,
ফ্যকাশে হইলো
© by Ahsan Habib Kanak
©somewhere in net ltd.