![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
আজ বড় কান্না পাচ্ছে, তোকে মিছ করছি অনেক, রাতে অনেক বার তোর ফোনে কল করেছি, শুধু তোর কান্না শুনবো বলে।
আমার খই ভেজানো কথায় নাক মুছতে মুছতে তোর কান্না আর শুনা হবে নারে, আর তোর চুল টেনে ছেড়া হবেনা।
আমার শত ক্লান্তির ঘামে ভেজা মুখের পড়ও কেউ আর বলবে না "ভাই শিঙাড়া খাবো", কেউ বলবেনা ভাই "চিপস্ আনিস নাই", বড্ড শীতে কেউ আর বলবে না "চল আইস্-ক্রিম খাই"।
রাত ৩ টায় কেউ আর এসে বলবে না ঘুম আসে না চল গল্প করি , কেউ আর আমার ছেকা খাউয়া প্রেমের গল্প গুলো শুনবে না, কেউ বুঝি আর বলবে না "প্রেসার উঠছে মাথায় পানি দিবি ? আমি দিয়ে দেই।"
কাল বাড়ি যাবো, আর দুই প্যাকেট চিপস্ কিনতে হবে না, আমার যাবার অপেক্ষায় ছোট ভাইটার সাথে কেউ আর না খেয়ে জেগে থাকবে না, কেউনা।
জানিস আমি বাড়ি গেলে বাবা বকতেন, কবে ঢাকায় যাবি, আজ বাবা বার বার ফোন করে বলছেন "না হয় কয়টা ক্লাস মিছ গেলো, তুই আইসে পড়।"
আপা আমি বাড়ি গিয়ে আমার বাড়িতে খাবার আগে তোর বাড়িতে তোর হাতের রান্না খাবো, সত্যি বলছি। তুই রান্না করে রাখিস।
আপা ভালো থাকিস, আমার জন্য দোয়া করিস। আর তোর শশুর, শাশুড়ি, স্বামী সংসার নিয়ে সুখি হ, তোর যে হঠাৎ বিয়ে হয়ে গেছে তুই যে মেয়ে।
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯
মরে যওয়া স্বপ্ন বলেছেন: অনেক ভালো রাঁধেন কিনা জানি না, তবে আমার মার রান্না জোস, আর কবে মা রাঁধে আর কবে আপা আমি বুঝি না, ওর হাতের চটপটি অনেক মজার, গরুর মাংস গল্প করার মত, আর পিঠা খেয়ে রাগ ভোলার মত। আসেন একদিন ঘুরে আসি। আমার আপার বাড়ির এলাকা অনেক সুন্দর, আপনার ভালোই কাটবে মনে হয়।
২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১০
শায়মা বলেছেন:
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯
মরে যওয়া স্বপ্ন বলেছেন:
৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:০৫
রফিকুল রানা বলেছেন:
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
মরে যওয়া স্বপ্ন বলেছেন: ঈদে আপার বাসায় গেছিলাম।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২২
কনক চোরা বলেছেন: আমিও যাবো আপনার আপার বাসায়, নিয়ে যাবেন ? উনি ওনেক ভালো রাঁধেন তাইনা ?