![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
কংকন কালো কেশ তোমার
বহমান বহিছে কপল চূঁইয়া,
বুঝি- হৃদে হর হরিণি
তীক্ষ্ণ করিছে কাঁপন তুলিয়া।
আর,
ভেসে চলা হরিপক্ষের শত চেষ্টা,
শান্ত শীতল করা,
ক-ফুটা উষ্ন ভারি জলে,
মায়া হর হরিণিরে,
তিক্ত স্বাদে, কপল ছুয়ে
দু ফুটা নোনা জলে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫
মরে যওয়া স্বপ্ন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০
ডি মুন বলেছেন: বেশ ভালো