![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
জানিস গহন বাতাস কারে কয় ?
যে বাতাসে দূঃখ মন থেকে চোখে ভেসে আসে
আর অশ্রু হয়ে গরায়ে বাতাসে বিলিন হয়ে যায়!
যে বাতাস
ছেঁকে থাকা নোনতা কষ্ট
এনে দিতে পারে তারে গহিনের গহন বাতাস কয়।
২০ শে জুন, ২০১৪ রাত ১০:৩২
মরে যওয়া স্বপ্ন বলেছেন: ভাই ভালো বলছেন। আসলেই এই বাতাস হাজার রংগের বাতাস
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৭
bakta বলেছেন: আরেক বাতাস আছে জানো ?
ফুল ফোটায় রোজ ভোরে,
আরেক বাতাস ভেঙ্গে ফেলে ঘর
চৈত্র মাসের ঝড়ে ।
আর সে বাতাস দোলা আনে মনে
বয়ে আনে তার গন্ধ,
আরেক বাতাস জাগিয়ে তোলে
সুর তাল আর ছন্দ।
বকুল বাতাস ঘুমপাড়ানি
পারুল বাতাস হাসায়,
হিমেল বাতাস শিহরণ দেয়
আষাঢ়ে বাতাস ভাসায়।
দখিনা বাতাস সুরসুরি দেয়
পশ্চিমা বাতাসে পাল্টায়,
জ্যৈষ্ট বাতাস রগচটা খুব
থাবরানি দেয় গালটায়।
প্রেমের বাতাস প্রেমময়ী খুব
প্রেম কে জাগিয়ে তোলে,
আরেক বাতাসে ফেলে শেষ শ্বাস
ভরায় নয়ন জলে ।
আসলে সে বাতাস একই সে বাতাস
সময়ে সময়ে অন্য,
মরি বাঁচি ভাই এ সেই বাতাসে
ধন্য গো মোরা ধন্য ।
------*****------