![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
আমি বলছি তোমাকে ফিরতেই হবে
আসতেই হবে আমার ভাংগা ঘরে
রাধতেই হবে আমার ছোট্ট রান্না ঘরে
বসতেই হবে আমার ছোট্ট বারান্দায়
মাদুর পেতে আমারই পাশে।
আমি বলছি তোমায় ফিরতেই হবে !
কাঁচতেই হবে আমার ভেজা লুংগি,
ফেলতেই হবে
আমার ছাইদানির শুকনো ছাই।
শুতেই হবে
আমার পালংক ছাড়া শক্ত বিছানায়
জড়াতেই হবে আমার শুকনো কাঁথা
তোমার ঘামে ভেজা গায়।
©somewhere in net ltd.