![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
আমার যেথা বাস
সেথা এক শালিক রয়,
তার গায়ের রং গাড় নীল,
পাখনাটা
আকাশের মত মেঘের
চুপ চাপ লুকচুরির রং।
আমার যেথায় জানালা
তার সেথায় ঠাই,
বন্ধ চোখের খোলা জানালায়।
আমার যখন ঝড়,
সে এসে ঘরের মধ্যিখানে দাঁড়ায়
একবার ইচ্ছে হলেই
যেথায় না তকিয়ে থাকা যায়
মনের কোনায়।
©somewhere in net ltd.