নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

বেচে আছি কেন?

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

সময় কাল --/--/--

ঠিক দুপুর, মাথার ঠিক উপরেই মেঘের আনাগোনা, খোলা প্রান্তর, মাঠের শেষ মাথার আগেই মাঠের ন্যয় প্রকান্ড বট গাছ, তার ছায়ায় বসে অঙ্কের ছরা ছড়ি।

কেউ একজন হতের আংগুলের কড়ে কড়ে এক এক হিসেব করে দুই মিলাচ্ছেন। ভুল হবার কোন সম্ভাবনাই নেই। তবুও বার বার মাটিতে ঘষে ঘষে মুছে দিচ্ছেন সব। বা-হাতে গুজে রাখা ইটের টুকরোটা তেই আবার লিখছেন।



সহজ হিসেব তিনি একজন ( ১ ), তার দুটো মেয়ে ( ১+১=২ ), একটা ছেলে ( ১+২+১=৪ )। মেয়ে দুটোর বিয়ে দিয়েছেন ( ৪-২=২ ), বছর সাতেক আগে, ছেলেকে বিয়ে করিয়েছেন ৪ বছর আগে (২-১=১) , তার স্ত্রী মারা গিয়েছেন বছর তিনেক(১-১=০), আর বৃদ্ধা আস্রমে খাতা অনুযায়ী তিনি এখানে আছেন আড়াই বছর।



তার মানে তার জিবনের সকল কাজ তিন বছর আগেই শেষ। তো বেচে আছি কেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.