নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

এই শহর যখন হাজার নিয়ন চোখে দেখছে

সূর্য মাত্র ঘুম ভেঙ্গে দোয়ার খুলে বেরোবে বলে ভাবছে,

তখন রাত্রি মুজুররা ঘুমুতে যাবে বলে

শেষ বিনোদন খুঁজে দিশেহারা।

স্থানটি পাঁচ খানি পথের শেষ নাকি শুরু বলা মুশকিল,

তবে লক্ষ্য স্থির না হলে

এক পথে এসে অন্য চার পথে যাবার সম্ভাবনা থেকে যায়।

একটি পথের শুরুতেই

দুখানি ফ্লাক্স আর কয় প্যকেট সিগারেটের ছোট্ট এক দোকান,

তার সামনেই হঠাৎ কটা রিক্সার সমাগম।

রাত মুজুরের শেষ সময়ের বিনোদনের দোকানি !

সে তার পণ্যের শেষ উপযোগ টুকু পুজি করে নেমেছিল,

সময় শেষ ফিরতে হবে ঘরে,

জদি উপরি কিছু পাওয়াই যায়।

একটু কোমরের দোলায়,

একটি চোখের পলকে,

কি আসে যায় ।

জদি তাতেও দু বেলা দু-মুঠো খাবার জুটে যায়।

দেহের ক্ষুধা মিটাতে দেহ ব্যাবসায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । সংখ্যায় ৫ দৃষ্টিকটু লাগলো ।


শুভ রাত্রি :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

মরে যওয়া স্বপ্ন বলেছেন: ভাই ঠিক করে দিছি। আপনাকে ধন্যবাদ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৪

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: সুন্দর লিখেছ, ছোটভাই।

শুভকামনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

মরে যওয়া স্বপ্ন বলেছেন: দাদা আপনাকে ধন্যবাদ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০২

কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লাগলো । :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

মরে যওয়া স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.