![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
এই যে শুনেন !!
জি জনাব, হ্যাঁ আপনাকেই বলছি !!
আমি কোটি পতি হতে পারবো না,
মাদুর পাতা মেঝেতে আপনাকে রাখতে পারবোনা !!
আমার সংসার হবে কিনা ?
আমি নিজেও জানি না,
সংসারের স্বপ্ন তাই দেখাবো না।
শুধু পারবো ঘুম জাগা রাতে,
সারা রাত গল্প করতে ।
পারবো নীল স্বপ্ন গুলোকে নীল পাড়ের
শাড়ির আঁচলে নিজ হাতে বুনে দিতে।
পারবোনা হাজার গোলাপে শুভেচ্ছা জানাতে,
পারবো একটা গোলাপ সহ চারা গাছ কিনে দিতে।
তবে হ্যাঁ / নাকি ?? অনেক বড় হ্যাঁ ??
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯
মরে যওয়া স্বপ্ন বলেছেন: যাচ্ছি পাশে থাকুন । ধন্যাবাদ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: তৃতীয় প্যারা এক কথায় অসাধারণ।
আমি মুগ্ধ।
/আমি কোটি পতি হতে পারবো না,
মাদুর পাতা মেঝেতে আপনাকে রাখতে পারবোনা !!/
বাক্যদুটি পারস্পরিক দ্বন্দ্বময় হয়ে গেল না।? :।
০৩ রা মে, ২০১৫ রাত ১:২২
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমি মাদুর বলতে গালিচা জাতিয় কিছু বোঝাতে চেয়েচিলাম, ব্যাথ হলাম
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
জায়গীরদার বলেছেন: পারবো নীল স্বপ্ন গুলোকে নীল পাড়ের
শাড়ির আঁচলে নিজ হাতে বুনে দিত....
ভালো লাগলো
০৩ রা মে, ২০১৫ রাত ১:২২
মরে যওয়া স্বপ্ন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
নিলু বলেছেন: লিখে যান