নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুধু চেষ্টা করেছি দৌড়ে পালাবার, জীবন থেকে দূর। আমি আহসান হাবীব জামালপুরের ছেলে, বাবা স্কুল শিক্ষক, মা সহকারি স্বাস্থ্য পরিদর্শক। অনেক দিন হয়ে গেছে হোস্টেল বা মেসে থাকি, সে হিসেবে আমি সবচেয়ে পরাধিন আমার কাছ।

মরে যওয়া স্বপ্ন

গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।

মরে যওয়া স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

আমায় দুটো দিন সময় দাও

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

হে মহীয়সী, হে মানবি, হে নারি
আমার দুটো দিন সময় চাই
আমার শরীরে বইছে আমার ধর্ষক প্র-পিতামহের রক্ত
আমার মানব হতে দুদিন সময় চাই।

আমার আরো দুটো দিন সময় চাই
তুমি ভুলে গেছ
আমার খুরতত ভাই,
সেদিন, সেই রাতে তোমায় কুলোশিত করেছিল,
আমার কুলোস মুক্ত হতে দুদিন সময় চাই।

আমি উনবিংশ শতাব্দীর শিশু বিংশ শতাব্দীতে পৌরুষ
আমি হাত বাড়ালেই আজ অশ্লীলতার ছোঁয়া পাই, চোখ মেলে শুধু, রক্তে বইয়ে চলা পৌরুষ পশু টারেই দেখতে পাই
আমার পশুটারে বশে আনতে আমার আরো দুটো দিন সময় চাই।

আমি আমার প্রতিটি টিস্যু কলার সাথে কথা বলছি
তারা সবাই মা, বোন আর নারী চেনে
আমি তাদের মানব মানবীর শিক্ষা দিচ্ছি
আমি কসম করে করে বলছি
দু-দিন, হ্যাঁ ঠিক দুটো দিন সময় দাও
আমি ঠিক তাদের শিখিয়ে নেব
তুমি নারী নও, তুমি মানবি নও তুমি
তুমি অর্ধেক পৃথিবী গড়ে তোলার কারিগর।

হে মা, হে নারী
জানো আমি তোমার হাতেই আজ পৃথিবী গড়ছি
ওরা পুরুষ নাকি পশু আজ তোমায় চিড়ে কুড়ে খেয়েছে,
ওদের দুটো দিন সময় দাও।

আমায় দুটো দিন সময় দাও।
-----------------------------
-----------------------------------
________________________
বানান এবং ভাবের ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সারাহ্‌ বলেছেন: অনেক ভালো হয়েছে। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.