![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গায়ের সবুজ শাড়ীতে, নিজ হাতে স্বাধীনতার পতাকা একেঁছি কলংকের লাল রক্তে , নিজ কালিমা ঢাকিবারে লাগি।
আজ তোমার আমার মাঝের দূরত্ব মাপতে
শুধু চেয়ে দেখার দুটো চোখ লাগে,
এখানে ফুট মিটারে মাপতে গেলে,
অসীমত্ব এসে বাধা দেবে।
সোপানের ঐ প্রান্ত থেকে চেয়ে দেখলে
সাদা নির্মল খোলা আকাশ আর গাংচিল দেখা যায় !
তুমি আমি কোথাও নেই, থাকবার কথা ছিলো না।
আমরা নির্ভীক ছিলাম, পথ হারাবোনা,
আমরা অনুগ্রাহী ছিলাম আমাদের পথের
আমি নীল খাম খুঁজে পেয়েছিলাম,
চিঠিতে তোমার নামের বানান ভুল ছিলো
আঙ্গুল চিড়ে শুধরে দিয়েছিলাম,
আস্ফোস্ট চিৎকারে তুমি আমার বুকে
ডুকরে ডুকরে কেঁদেছিলে, পুরো পথ
তোমার কপল ছোঁয়া জলে আমার ভালবাসা দেখেছিলো।
আজো পথ ভিজে যায়,
আজো আকাশ বেয়ে জল ঝড়িয়ে পড়ে
শুধু আমার দৃষ্টি থেমে যায়
অসীমত্ব বাধা দেয় না, বাধা হয়ে দাঁড়ায়
আমার সসিম দৃষ্টি ক্ষমতা।
আমি আজো চেয়ে আছি পথে
আজ এই প্রান্ত থেকে চেয়ে দেখলে
সাদা নির্মল খোলা আকাশ আর গাংচিল দেখা যায়।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৮
রুবিনা পাহলান বলেছেন: দূরত্বে ভালবাসা কমেনা বটে কিন্তু অনেক অনেক দূরে চলে যায়...