![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মুয়াবিয়ার আহলে সুন্নত ওয়াল জামায়াত পরিত্যাগকারী রাসুলের(সাঃ) শিয়া।শিয়া মানে অনুসারী।আমি আল্লাহর অনুসারী,রাসুলের(সাঃ) অনুসারী।ডঃ তিজানী সামাভী বলেন,শিয়ারা রাসুলের(সাঃ) সুন্নত পালন করছে।
যে গুরুত্বপুর্ন আমলটি অনেক মুসলমানেরা পালন করেন না তাহলো তাওয়াফে নেসা। তাওয়াফে নেসা শুধু পুরুষদের জন্যই নির্দিষ্ট নয়,বরং নারী,হিজরা এবং খাসীকৃত ও বুঝ সম্পন্ন নাবালকের ক্ষেত্রেও আবশ্যক।যদি তারা তাওয়াফে নেসা পালন না করে তাহলে স্ত্রী তাদের জন্য হালাল হবে না।তদ্রুপ স্ত্রীও যদি তা বর্জন করে,তাহলে স্বামী তার জন্য হালাল হবে না।
যদি তাওয়াফে নেসা ভুল ক্রমে পালন না করে থাকে এবং থেকে ফিরে এসে থাকে,তাহলে যদি পারে সে নিজে ফিরে যাবে এবং তা সম্পন্ন করবে।আর যদি না পারে কিম্বা কষ্টকর হয়,তাহলে প্রতিনিধি নিয়োগ করবে।আর তা সম্পন্ন করার পরই তার স্ত্রী তার জন্য হালাল হবে।তাওয়াফে নেসা পালন করার পর ২ রাকাত তাওয়াফে নেসার সালাত আদায় করতে হবে। (ইমাম খোমেনীর(রঃ) ফতোয়া অনুযায়ী এবং বর্তমান রাহবার সাইয়েদ আলী খামেন্যীর পাদটিকা অনুযায়ী রচিত। সঙ্গকলনঃ মুহাম্মাদ হুসাইন ফাদলুল্লাহযাদেহ, সম্পাদনাঃসামছুল আযম,অনুবাদঃআব্দুল কুদ্দুস বাদশা(হুজ্জাতুল ইসলাম,পিএইচডি ছাত্র,ঢাকা বিশ্ববিদ্যালয়)।প্রকাশনায়ঃআমার দেশ বাঙ্গলাদেশ সোসাইটি,খুলনা।
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
আল-মুনতাজার বলেছেন: নিয়ত করতে হয় যে,হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির লক্ষ্যে তাওয়াফে নেসা পালন করছি।এরপর ৭ বার কা'বা ঘর তাওয়াফ করতে হয়।তাওয়াফ শেষে ২ রাকাত নফল সালাত আদায় করতে হয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
গ্রীনলাভার বলেছেন: তাওয়াফে নেসা সম্পর্কে আর একটু বলুন, কিভাবে পালন করতে হয়?
ধন্যবাদ।