নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় সাংবাদিক: কর্মস্থল ঢাকা, নয়াদিল্লি, গুয়াহাটি, আগরতলা, শিলচর, আইজল, ইম্ফল ও কলকাতা।

আনোয়ারুল করিম

শেষ আঁচড়

আনোয়ারুল করিম › বিস্তারিত পোস্টঃ

বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৯


আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন?'

নির্মলেন্দু গুণের এই কবিতাটি আগে পড়া হয়নি। আজ আমার এক বন্ধুর ফেসবুকে এর উল্লেখ দেখে পরে পুরোটা পড়লাম। সহজ কথা এতো সহজভাবে লিখলেন কি করে?

গুণদা'র প্রতি প্রেম আরও বাড়ল...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজেই একটা লিখুন

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.