![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পিতা-মাতার চাইতে বেশি ভালবাসতে হবে। এটা আমার মত। এমনকি নিজের জীবনের চাইতেও বেশি।
আমার ব্লগ tllnn.blogspot.com
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত ।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
যোখার সারনায়েভ বলেছেন: আল্লাহ তৌফিক দান করুক ।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
মাহিরাহি বলেছেন: তিনিও উম্মতকে প্রচন্ড ভালবাসতেন।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
খোদেজা বলেছেন: বর্তমান অবস্থা বিবেচনা করলে এটি কি প্রযোজ্য হবে? বলার সময় অনেকেই অনেক কিছু বলেন কিন্তু বাস্তবে কি তা প্রয়োগ হয়?
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: আমার কাছে আগে আমার বাপ মা। তারপর---
০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:৩৩
ahmadullahlaksam বলেছেন: আমার কথার সাথে হাদীসের মিল পাবেন সম্ভবত।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
পলাশবাবা বলেছেন: ... ভালবাসতে হবে। লেখা পর আবার লিখেছেন এটা আমার মত। আপনার মত দিয়ে ইসলাম চলবে না ভাই।
কোরআন - হাদিসের আলোকে ব্লগ লিখে আমাদের উপকৃত করুন।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:৩১
ahmadullahlaksam বলেছেন: আমার কথার সাথে হাদীসের মিল পাবেন সম্ভবত।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
বিপ্লব০০৭ বলেছেন: উপরে দু'জন এই মতের সপক্ষে সহমত জানিয়েছেন, একজন আবার বলছেন, আমিন। চমৎকার! স্রেফ একজন একটি মতপ্রদান করলেন কোন যুক্তি, ব্যাখ্যা, বয়ান, কোরান-হাদিসের রেফারেন্স ছাড়াই; সাথে সাথে আবার কিছু মানুষ তার সাথে গলাও ছাড়ছেন। পরিপুর্ণ বিনোদন।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:৩১
ahmadullahlaksam বলেছেন: আমার কথার সাথে হাদীসের মিল পাবেন সম্ভবত।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০
পলাশবাবা বলেছেন: কোরআনের নির্দেশনা না মেনে নিজ মতে চললে হাশরের ময়দানে নিজে মারা খাবেন .। সঙ্গী সাথীদের মারা খাওয়ার ব্যবস্থা করবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিব্রতকর অবস্থায় ফেলবেন।
আপনার জন্য সূরা লোকমানের ১৪ নং আয়াত নাজিল হয়েছে।
(14. And We have enjoined on man (to be dutiful and good) to his parents. His mother bore him in weakness and hardship upon weakness and hardship, and his weaning is in two years -- give thanks to Me and to your parents. Unto Me is the final destination.)
আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ১০:৩২
ahmadullahlaksam বলেছেন: আমার কথার সাথে হাদীসের মিল পাবেন সম্ভবত।
১০| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:৩৮
পলাশবাবা বলেছেন: সম্ভবত তে আছেন। হাদিস টি রেফেরেন্স নাম্বার সহ দয়া করে উল্লেখ করুন যেমন আমি কোরঅনের রেফেরেন্স সহ উল্লেখ করেছি। কথা হল হাদিস টি কি কোন পীর উল্লেখ করছেন ?
কিছু মানুষ আছে কোরআন বাদ দিয়ে হাদিসের পেছনে দৌড়ায়। তাও নিজে পড়া হাসিদ না, পীরের বলা হাদিস। সঠিক পথে যেতে হলে আপনাকে ব্যক্তিগতভাবে পরিশ্রম করা লাগবে। পীর আপনাকে সঠিক নিয়ে যাবে তার কোন গ্যারান্টি নেই। তার কোন ঠেকাও নেই।
যাই হোক .। কোরআনের সাথে সাংর্ঘষিক হাদিস যে জাল তার অবকাশ নাই। এসব হাদিসের সাধারণত রেফেরেন্স নাম্বার থাকে না।বা যে হাদিসের বই টা পড়েছেন সেটা দেখা লাগবে। জাল হাদিসের একটা আলাদাই আছে। ভুল করে ওটা পড়েন নাই তো।
আপনি শিক্ষত মানুষ। সম্ভবত তে না থেকে ফ্যাক্ট জানার চেষ্টা করুন। আর আমাদেরও উপকৃত করুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
ফাতেমা মান্নান বলেছেন: আমিন।