![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“জিহাদ” আরবী শব্দ। এর অর্থ হলো কঠোর পরিশ্রম করা, চেষ্টা করা, সাধানা করা, সংগ্রাম করা। ইসলামী পরিভাষায় আল্লাহর দ্বীনকে (ইসলামকে) বিজয়ী করার লক্ষে এবং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুফরী তথা ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে মুমিনের সকল প্রচেষ্টা (দৈহিক, মানসিক, আর্থিক, জ্ঞানবুদ্ধি) নিয়োজিত করাকে “জিহাদ” বলে।
জিহাদ শাব্দিক অর্থে সর্বাত্বক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ইত্যাদিকে জিহাদ
বলা হলেও ইসলামের পরিভাষায় জিহাদের একটি ভিন্ন অর্থ রয়েছে।
তাহলে এখন কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জানার চেষ্ট করব যে, সে অর্থটি কি? হাদিসে ইরশাদ হয়েছেঃ
আমর ইবনে আবাসা রা. হতে বর্ণিত তিনি বলেন,
একদা জনৈক ব্যক্তি রাসূল সাঃ কে জিজ্ঞেস করলেন, জিহাদ কি? রাসূল সাঃ ইরশাদ করেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা যখন তাদের সাথে যুদ্ধ সংগঠিত হয়। পুনরায় জিজ্ঞেস করা হল কোন জিহাদ সর্বোত্তম?
রাসূল সাঃ ইরশাদ করলেন,
ঐ ব্যক্তি জিহাদ সর্বোত্তম যার ঘোড়া যুদ্ধের ময়দানে নিহত হয়েছে।
এবং সে নিজেও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদত বরণ করে।
( জামিউল আহাদীস ১০১৪৪, আহমদ ১৭০২৭,ত্বাবরানী। তার রাবীগণ নির্ভরযোগ্য)
এখানে রাসূল সাঃ কে জিহাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কাফেরদের সাথে যুদ্ধ করাকে জিহাদ বলে উল্লেখ করেন।
জিহাদ, যার অর্থ সংগ্রাম; কোনো নির্দিষ্ট উদ্দেশ্য লাভের জন্য সমগ্র শক্তি নিয়োগ করাকে বোঝানো হয়। তবে সচরাচর ইসলামী পারিভাষিক অর্থে 'জিহাদ' কথাটি ব্যবহৃত হয়ে থাকে। কুরআনে জিহাদের কথা ৪১ বার উল্লেখ করা হয়েছে যেখানে "আল্লাহের পথে সংগ্রাম করা" অর্থে 'জিহাদ' কথাটি ব্যবহৃত হয়েছে।
সূত্র, পূর্বে প্রকাশিতঃ সংগৃহীত
আমার ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ রইল
আমার ব্লগ https://a-1111.blogspot.com/
২| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:০০
নাসির ইয়ামান বলেছেন: এরকম বিষয় ব্লগে আনার জন্যে ধন্যবাদ!
৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:১৪
মাহমুদুর রহমান বলেছেন: তবে এই জিহাদ মানে নির্বিচারে মানুষ হত্যা নয়।
এই বিষয়ে ভালোভাবে জানতে হলে প্রচুর গবেষনা করতে হবে।বিবেক আছে বিবেকের বিরুদ্ধে জিহাদ করা উচিৎ।আগে নিজের বিরুদ্ধে জিহাদ করতে হবে।
ইসলাম শান্তির ধর্ম।ইসলাম কখনও জুলুমকে স্থান দেয় না।
এটা আমার একান্তই ব্যাক্তিগত মতামত।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪৮
আখ্যাত বলেছেন:
বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান (৪৭৮পৃ.) এর মতে, জিহাদ হল-
1. ধর্মযুদ্ধ
2. ধর্ম রক্ষার জন্য লড়াই
3. বিধর্মীদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ
4. অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম; সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য ধনপ্রাণ দিয়ে সকল প্রকার সংগ্রাম..... ইত্যাদি ইত্যাদি। সুতরাং জিহাদী বইয়ের সংজ্ঞা দাঁড়ায়-
o যে বইয়ে ধর্মযুদ্ধের কাহিনী থাকে
o যে বইয়ে ধর্ম রক্ষার প্রেরণা থাকে
o যে বইয়ে অন্যায়, অসত্য ও অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষা থাকে
o যে বইয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন ও সম্পদ দিয়ে আপ্রাণ চেষ্টা করার জন্য আহ্বান জনানো হয়
আসুন বেশি বেশিজিহাদী বই পড়ি
আসুন সবাই আলোকিত জীবন গড়ি