নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
এই নিঃসীম সুনীল আকাশ
নির্মল সুবাতাস
ছায়াঘেরা গ্রাম ছেড়ে
যেতে হবে
বিষাক্ত কালো ধোঁয়া
কোলাহল আর ইট-কাঠ-পাথরের শহরে।
ছায়া সুনিবিড় শান্তির নীড় ছেড়ে
কে চায় মরিতে? আহা!
বিষাক্ত নগরে
বিষাক্ত মানুষের ভিড়ে!
তবুও আত্মহননের মিছিল
ক্রমশ বেড়েই চলে
বাসে, ট্রেনে, ট্রাকের উপরে
রিকশায়, নসিমন-করিমনে
কে যাবে আগে?
কাহারে পেছনে ফেলে?
১৩/০৭/২০২২
১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫০
গেঁয়ো ভূত বলেছেন:
গ্রাম ভালো লাগে তবুও ইচ্ছের বিরুদ্ধেই শহুরে কালো ধোয়া খেয়ে জীবন পার করতে হয় !
২| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই কেমনা যেন মরার প্রতিযোগিতায় ব্যস্ত; ভাবতে অবাক লাগে!
১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫২
গেঁয়ো ভূত বলেছেন:
শহুরে কালো ধোয়া খেয়ে বাঁচতে করতে হয়, এটাই জীবন !
৩| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৬
সোনাগাজী বলেছেন:
লক্ষী বাস করে সেক্রেটারিয়েটে।
১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৬
গেঁয়ো ভূত বলেছেন:
আপনার ডায়াবেটিসের কি এখন কন্ট্রোলে আছে ?
শুভকামনা, ভালো থাকবেন।
৪| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৮
গেঁয়ো ভূত বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু, এটা আদৌ কি কবিতা হয়েছে ??
শুভকামনা, ভালো থাকবেন।
৫| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর লেখা ............
৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩৯
গেঁয়ো ভূত বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা, ভালো থাকবেন।
৬| ১৮ ই জুন, ২০২৪ রাত ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: শহরে বিষাক্ত কালো ধোঁয়া আর বিষাক্ত ভেজালমিশ্রিত খাদ্য খেয়ে, যত্র তত্র থুথু ও মূত্রত্যাগের ফলে ছড়িয়ে থাকা জীবানু পায়ে ঠেলে মানুষ শহরে বাস করতে আসে, জীবনকে ক্ষয়ে ক্ষয়ে খুইয়ে কালক্রমে বিস্মৃতির অতল তলে হারিয়ে যেতে। এটাই নিয়তির নির্মম পরিহাস!
২২ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
গেঁয়ো ভূত বলেছেন: দুবছর আগে ঈদের ছুটি কাটিয়ে গ্রাম থেকে ফেরার সময়কার অনুভূতিটা পোস্ট করে ফেলেছিলাম। আসলেই একেমন কঠোর-কঠিন নিয়তি আমাদের!
সত্যিই তো শহরে বিষাক্ত কালো ধোঁয়া আর বিষাক্ত ভেজালমিশ্রিত খাদ্য খেয়ে, যত্র তত্র থুথু ও মূত্রত্যাগের ফলে ছড়িয়ে থাকা জীবানু পায়ে ঠেলে মানুষ শহরে বাস করতে আসে, জীবনকে ক্ষয়ে ক্ষয়ে খুইয়ে কালক্রমে বিস্মৃতির অতল তলে হারিয়ে যেতে। এটাই নিয়তির নির্মম পরিহাস!
শুভকামনা। আপনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৯:৫২
অক্পটে বলেছেন: আহারে ছুটি বুঝি শেষ!!