নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
দুজন ভিক্ষুক ফুটপাতে বসে ভিক্ষা করছিল। তারা দুজন মিলে প্লানিং করলো তাদের কামাই-রোজগার ইদানিং খুবই কমে গেছে, সুতরাং দ্রুত আয় বাড়ানোর কৌশল আবিষ্কার করতে হবে। এবার তারা এই কৌশল প্রণয়নের জন্য একজন উপদেষ্টা নিয়োগ দিলো। উপদেষ্টা তাদেরকে এই মর্মে নিশ্চয়তা দিল যে তার কর্ম-কৌশল শতভাগ কাজ করবে, তবে তার সম্মানী ৫০০০ টাকা অগ্রিম পরিশোধ করতে হবে। ভিক্ষুকদ্বয় এতে খুবই খুশি হলো। তাদের আনন্দ আর দেখে কে? তাদের ভিক্ষা করে জমানো ১৬৫০ টাকা ছিল আরো বিভিন্ন জনের কাছ থেকে ৩৩৫০ টাকা ধার-দেনা করে এনে সর্বমোট ৫০০০ টাকা উপদেষ্টাকে পরিশোধ করে দিল। এইবার উপদেষ্টা তার কর্ম-কৌশল কিভাবে প্রয়োগ করতে হবে তা ভালোভাবে বুঝালেন। ভিক্ষুকদ্বয় বেশ খুশি হয়ে স্বপ্নের জাল বুনতে আরম্ভ করলো।
মাসের প্রথম কর্মদিবসে উপদেষ্টার অফিসে ভিক্ষুকদ্বয় গেলেন, তাদেরকে সসম্মানে বসতে দিয়ে চা নাস্তা করানো হলো।
: সম্মানিত প্রথম ভিক্ষুক, আপনি দ্বিতীয় ভিক্ষুকের ভাঙা থালাটা এক কোটি টাকায় কিনে নিন।
: এটা আবার কেমন কথা? কোটি টাকায় ভাঙা থালা! আর কোটি টাকাই বা আমি কোথায় পাবো?
আরে এত চিন্তা করেন ক্যান? আমি তো আছি। টাকা আপনাকে নগদে দিতে হবে না, বাকিতে। শুধু হিসাবটা লিখে রাখুন।
: ও আচ্ছা।
: সম্মানিত দ্বিতীয় ভিক্ষুক, আপনি প্রথম ভিক্ষুকের ফুটো বাটি টা এক কোটি টাকায় কিনে নিন। আর এটার মূল্য বাবদ এক কোটি টাকা আপনি যে ওর কাছে পাওনা ছিলেন তার সাথে এডজাস্ট করে নিন। ওকে।
: আচ্ছা ঠিক আছে।
: এবার আপনারা দুজনেই কিন্তু এক কোটি টাকা করে মোট দুই কোটি টাকার সম্পদের মালিক। ঠিক কিনা বলেন? পরের মাসের প্রথম কর্মদিবসে আসবেন। আমি পরবর্তী দশ কোটি টাকা উপার্জনের ফর্মুলা রেডি করে রাখবো। আর হা, আমার সম্মানী ৫০০০ আনতে ভুলবেন না কিন্তু।
দুইকোটি টাকার সম্পদের মালিকদ্বয় ফুটপাতে বসে ভিক্ষা করতে আরম্ভ করলো পরের মাসে দশ কোটি টাকার মালিক হওয়ার আশায়...
১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৫১
গেঁয়ো ভূত বলেছেন: আমার ভিক্ষুকেরা একটু বেশিই বলদ। প্রথম মন্তব্যের অসংখ্য ধন্যবাদ।
২| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০০
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:১৬
মোগল বলেছেন: দুই বলদ
১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০০
গেঁয়ো ভূত বলেছেন: একটা হিডেন মেসেজ আছে ভাই।
৪| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৫২
পবিত্র হোসাইন বলেছেন: হা হা হা
১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
গেঁয়ো ভূত বলেছেন: মন্তব্যের অসংখ্য ধন্যবাদ ভাই।
৫| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: বেশ।
১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
গেঁয়ো ভূত বলেছেন: অনেক দিন পর আপনাকে মন্তব্যে পেলাম। ভালো লেগেছে জেনে প্রীত হলাম। শুভকামনা।
৬| ১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটাই আশা করছিলাম।
১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৬
গেঁয়ো ভূত বলেছেন: ইশারা টা মনে হয় ধরে ফেলেছেন।
৭| ১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৯
সোনাগাজী বলেছেন:
যেহেতু, ভিক্ষুকের আয় বাড়ানোর জন্যই এডভাইজার নেয়া হয়েছিলো, এডভাইজারের বুদ্ধিও ভিক্ষার লেভেলের।
১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২২
গেঁয়ো ভূত বলেছেন: যেহেতু, ভিক্ষুকের আয় বাড়ানোর জন্যই এডভাইজার নেয়া হয়েছিলো, এডভাইজারের বুদ্ধিও ভিক্ষার লেভেলের।
হা টা তো বটেই, ভিক্ষুকের এডভাইজার হতে গেলে তো তার বুদ্ধিও ভিক্ষার লেভেলের হতেই হবে।
৮| ১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৬
জুল ভার্ন বলেছেন: কৌতুক ভালো হয়েছে
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২২
গেঁয়ো ভূত বলেছেন: কৌতুকের পেছনে যে মহাকব্যিক গল্প থাকতে পারে না তা তো নয়! ভেবেছিলাম গল্পটা আপনার এন্টিনাতেই প্রথম ধরা পড়বে, কিন্তু না, সিগন্যাল এন্টিনার উপর দিয়ে চলে গিয়েছে। এন্টিনা আরো উপরে বাঁধতে হবে। শুভ কামনা।
৯| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
অপ্সরা বলেছেন: ভিক্ষুকরা এত বোকা হয় জানতাম না।
বেশিভাগ ভিক্ষুককেই ধূর্ত ও চতুর দেখেছি।
বিশেষ করে ছেলেগুলা।
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৩৯
গেঁয়ো ভূত বলেছেন: ভিক্ষুকরা এত বোকা হয় জানতাম না।
বেশিভাগ ভিক্ষুককেই ধূর্ত ও চতুর দেখেছি।
বিশেষ করে ছেলেগুলা।
ভিক্ষুকরা এত বোকা হয় জানতাম না, বোকরাই ভিক্ষুক হয়। বেশিভাগ ভিক্ষুকই ধূর্ত ও চতুর হতে পারে কিন্তু জ্ঞানী নয়।
তারপর, খোকা ভাই এর খবর কি ??
১০| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: সোনাগাজী বলেছেন: যেহেতু, ভিক্ষুকের আয় বাড়ানোর জন্যই এডভাইজার নেয়া হয়েছিলো, এডভাইজারের বুদ্ধিও ভিক্ষার লেভেলের। এডভাইজারের বুদ্ধি ঠিকই আছে, সেটা সুবুদ্ধি না, কুবুদ্ধি। আর সে বড়ো ধরণের ধাপ্পাবাজ। সমাজে এমন মানুষ অনেক আছে।
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১১
গেঁয়ো ভূত বলেছেন: আবারো মন্তব্যে ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। তারপর, আপনার কাজকর্ম কেমন চলছে? ভালো থাকবেন।
১১| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
ভুয়া মফিজ বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে চমৎকার একটা রুপক অর্থবোধক গল্প। কৌতুক না বলে গল্পই বললাম। কারন, কৌতুক বললে বিষয়টা হাল্কা হয়ে যায়।
আমাদের দেশের কর্তাব্যক্তিরা দেশের মানুষকে এমন ভিক্ষুকই মনে করে। আর সেটা মনে করেই মাথাপিছু আয় বাড়ছে, দেশের সবাই ধনী হয়ে যাচ্ছে এসব মুলা দেখিয়ে দেশের কোটি কোটি টাকা মেরে দিয়ে সুইস ব্যাঙ্কের ব্যালেন্স মোটা করছে।
১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১৯
গেঁয়ো ভূত বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে চমৎকার একটা রুপক অর্থবোধক গল্প। কৌতুক না বলে গল্পই বললাম। কারন, কৌতুক বললে বিষয়টা হাল্কা হয়ে যায়।
আমাদের দেশের কর্তাব্যক্তিরা দেশের মানুষকে এমন ভিক্ষুকই মনে করে। আর সেটা মনে করেই মাথাপিছু আয় বাড়ছে, দেশের সবাই ধনী হয়ে যাচ্ছে এসব মুলা দেখিয়ে দেশের কোটি কোটি টাকা মেরে দিয়ে সুইস ব্যাঙ্কের ব্যালেন্স মোটা করছে।
একদম একশতে একশ ভাইজান! সবাই যেভাবে লিখাটাকে কৌতুকচ্ছলে নিচ্ছিলো মনে হলো লেখার দুর্বলতাজনিত কারনে বিষয়টি কেউ ধরতেই পারবেনা।
আমার ধারণা একবিন্দুও উৎপাদন না বাড়িয়েও শুধুমাত্র দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে একটা হেলদি জিডিপি দেখানো খুব ভালো করেই সম্ভব।
শুভকামনা।
১২| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৪১
অপ্সরা বলেছেন: ভাইয়া খোকাভায়ের খবর তো কেবলি দিলাম।
প্রথম পাতায় দেখো....
১৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১২
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়া গল্পটা শুধু দুই ভিক্ষুকের মধ্যে সীমাবদ্ধ নয়।যদিও পড়তে মজা লেগেছে।রূপক ধর্মী গল্পে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা আপনাকে।
১৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২১
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ছোট্ট মন্তব্যের মধ্যে গল্পের মূল ভাবের ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আবারো ধন্যবাদ।
পোস্টটিতে লাইক দেয়াতে প্রাণিত হলাম, কৃতজ্ঞতা জানবেন।শুভেচ্ছা আপনাকে।
১৪| ২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:০১
কবিতা ক্থ্য বলেছেন: ভাই কি সরকারের দিকে ইংগিত করলেন?
২০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৯
গেঁয়ো ভূত বলেছেন: ভাই কি সরকারের দিকে ইংগিত করলেন?
আমি কখনো কোন সরকারের পক্ষে-বিপক্ষে লিখিনা। আমি দলকানা না। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি। তারপর সেটা কার পক্ষে গেল নাকি বিপক্ষে গেল সেটা দেখা আমার কাজ না।
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকবেন।
শুভকামনা।
১৫| ৩০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৭
প্রামানিক বলেছেন: হা হা হা
৩০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৪
গেঁয়ো ভূত বলেছেন: কখনো কখনো সবচাইতে কৌশলি জবাব দেয়া যায় হাসির মাধ্যমে , অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৫৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন, লিখেছেন। পুরোটাই অর্থনৈতিক ফিলোসোফি খুব ভাল লেগেছে।
০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:২৬
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসলে অর্থনীতি তো অনেক বিশাল ব্যাপার, তবে বিষয়টি আমার চোখে খুব স্থুলভাবে ধরা পড়লো তাই একটু ইশারাই বলার চেষ্টা করলাম আর কি।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:২৭
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: খুব ভালো রূপক গল্প। ভালো লেগেছে।
০৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩
গেঁয়ো ভূত বলেছেন: ভাল লাগা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভাল থাকবেন।
শুভকামনা।
১৮| ০১ লা মে, ২০২৪ সকাল ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: ভিক্ষুক দুজন আমাদের, অর্থাৎ আম-জনতার প্রতিনিধিত্ব করে। আর পরামর্শক মশাই সরকারের অথবা বৈদেশিক কনসালট্যান্টদের।
০৩ রা মে, ২০২৪ সকাল ১১:১৩
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনার মূল্যায়ন ঠিকই আছে, তবে হুবহু কোনো ঘটনার সাথেই এটাকে মিলানো যাবে না। খাতা কলমে আপনি ধনী হয়ে যাবেন কিন্তু বাস্তবে আপনি ভিক্ষুক ছিলেন তাই রয়ে যাবেন, যেমন কাজীর গরু হিসাবের খাতায় থাকে। অর্থনীতির সুক্ষ ফাঁকি যে কি ধরণের হতে পারে সেটার একটা ইশারা ছিল লেখাটিতে।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভাল থাকবেন, শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ভিক্ষুক দুইজনকে বলদ পেয়েছে!