নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ: ২১২৩ (এই পোস্ট টি গাজী সাহেবের জন্য উৎসর্গকৃত)

০৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৪

২১২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বাংলাদেশে অভিবাসনের জন্য নৌপথে অবৈধভাবে অনুপ্রবেশের ব্যাপক তৎপরতা চালাবে, তবে প্রযুক্তি জ্ঞানে বিশ্বসেরা বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতায় তা বরাবরই ব্যর্থ হবে।

পরিবর্তনশীলতাই যুগের ধর্ম। আমাদের এই ক্ষুদ্র জীবনে কত-শত পরিবর্তনই না ঘটে! এই বিশ্ব-ভ্রম্মান্ডে প্রতি মুহূর্তে কত অযুত-নিযুত-কোটি পরিবর্তন ঘটে চলেছে তার কয়টির খবরই বা আমরা রাখি!

একজন সুহৃদ একশো বছর আগের আমেরিকার জীবন-যাত্রা নিয়ে অনেক বর্ণনা দিয়েছিলেন। তিনি আগামী একশো বছর পরে আমাদের দেশে কি ধরণের পরিবর্তন হতে পারে তা কল্পনা করতে বলেছিলেন। জবাবে আমি এই পোস্ট এর প্রথম বাক্যটি বলেছিলাম।

আজ থেকে একশত বছর পরে ২১২৩ সালে আমাদের এই ছোট দেশে ঠিক কি ধরণের পরিবর্তন সাধিত হতে পারে তা এই মুহূর্তে অনুমান করা আক্ষরিক অর্থেই কঠিন। সম্মানিত সহব্লগার আপনি যদি এ বিষয়ে কোনো কিছু অনুমান করতে পারেন তাহলে তা কমেন্ট এ লিখতে পারেন।

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:


উৎসর্গের জন্য ধন্যবাদ।
এক বাক্যের এই অপ্রয়োজনীয় ষ্টেইটমেন্ট লেখার কারণ কি?

২| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



আপনি রোহিংগাদের আমেরিকান ভেবেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২২

গেঁয়ো ভূত বলেছেন: আপনার কি মনে হয় আমেরিকানরা শত শত বছর ধরেই আজকের এই অবস্থান ধরে রাখতে সক্ষম হবে? অতীতে যে সব জাতি জ্ঞানে-গুনে-শৌর্যে-বীর্য্যে দুনিয়ার সেরা ছিল তারা কি শীর্ষ জাতি হিসেবে এখনো টিকে রয়েছে??

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

সোনাগাজী বলেছেন:



আমি ৫২ বছর এই জাতিকে ঘনিষ্টভাবে দেখছি, বুঝার চেষ্টা করছি; সেই অনুসারে, বলতে পারি, ২১২৩ সালে আমেরিকানরা নয়, এমন কি রোহিংগারাও এই দেশে আসতে চাইবে না।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৪

গেঁয়ো ভূত বলেছেন: গত ৫২ বছর এই জাতির সাথে যা যা হয়েছে আগামী ৫২ বছরও এই জাতির সাথে তাই হবে বলে মনে করেন? তাহলে এমনটা ভাবার কারণ কি?

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:


১৯৭২ সালে একটা মহাসমারোহের মধ্য দিয়ে এই জাতির পথ চলার শুরু হওয়ার কথা ছিলো; সেটা না'ঘটে আমরা এমন ভুল পথে চলে গেছি, যেখানে আমাদেরকে জেনারেল জিয়া, এরশাদ ও বেগম জিয়ার মতো মানুষের কুভাবনার শিকার হতে হয়েছে; জাতি এখনো ভুল কক্ষপথে আছে।

২১২৩ সাল, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের জন্য কঠিন সময় হওয়ার সম্ভাবনা; এবং উহা কঠিনতম হবে বাংগালী জাতির জন্য।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯

গেঁয়ো ভূত বলেছেন: জাতি এখনো ভুল কক্ষপথে আছে।
সেখান থেকে উত্তরণের উপায় কি সেটা বলেন। সাত সাগর তের নদীর ওপারে বসে তো খালি ভুল ধরেন, ভুল ধরা সহজ, কিন্তু করে দেখানো কঠিন। এই করে দেখানোর কাজটা কে করবে? কেন করবে? কিভাবে করবে? এই প্রশ্নগুলির উত্তর দেয়ার লোকের বড়ই অভাব।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

কামাল১৮ বলেছেন: “পরিবর্তনশীলতাই যুগের ধর্ম” ধর্ম কি এই নিয়মের বাইরে?

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৫

গেঁয়ো ভূত বলেছেন: ইহা তো ধর্মীয় পোস্ট নয়, এখানে আবার ধর্মকে টেনে আনতে চাইছেন কেন? যাইহোক, আপনার প্রশ্নের উত্তর দিতে চাইলে পৃথিবীতে যে সব ধর্ম রয়েছে সে সকল সম্পর্কে জ্ঞান থাকতে হবে যেটা আমার নাই। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:



বিশ্বের জাতিগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আচরণ বুঝার চেষ্টা করেন; সেইদিক থেকে দেখলে বুঝতে পারবেন, আমেরিকা অনেক অনেক সময় ধরে বিশ্বকে পথ দেখাবে।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৫

গেঁয়ো ভূত বলেছেন: আপনি বলেছেন: বিশ্বের জাতিগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আচরণ বুঝার চেষ্টা করেন; সেইদিক থেকে দেখলে বুঝতে পারবেন, আমেরিকা অনেক অনেক সময় ধরে বিশ্বকে পথ দেখাবে।

মার্কিন জাতিটা মূলত সারা দুনিয়ার অভিবাসীদের মেধার সম্মিলনে গঠিত। এই জাতিতে যখন ভাটার টান পরবে তখন এদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আপনার কি মনে হয়?

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৮

জ্যাক স্মিথ বলেছেন: অসম্ভব কিছু না, এক সময় বাঙালী জাতি বৃটিশদের মত পুরা দুনিয়া শাসন করবে। B-)
বর্তমান অবস্থা যা-ই থাকুক না কেন, নিজ জাতি সম্পর্কে উচ্চাশা পোষণ করা অপরাধ নয়।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৫

গেঁয়ো ভূত বলেছেন: অসম্ভব কিছু না, এক সময় বাঙালী জাতি বৃটিশদের মত পুরা দুনিয়া শাসন করবে। B-)
বর্তমান অবস্থা যা-ই থাকুক না কেন, নিজ জাতি সম্পর্কে উচ্চাশা পোষণ করা অপরাধ নয়।


Time, You Old Gypsy Man
Will you not stay,
Put up your caravan
Just for one day?
All things I'll give you
Will you be my guest,
Bells for your jennet
Of silver the best,
Goldsmiths shall beat you
A great golden ring,
Peacocks shall bow to you,
Little boys sing.
Oh, and sweet girls will
Festoon you with may,
Time, you old gypsy,
Why hasten away?
Last week in Babylon,
Last night in Rome,
Morning, and in the crush
Under Paul's dome;
Under Pauls' dial
You tighten your rein -
Only a moment,
And off once again;
Off to some city
Now blind in the womb,
Off to another
Ere that's in the tomb.
Time, you old gypsy man,
Will you not stay,
Put up your caravan
Just for one day?

Ralph Hodgson

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২০

সোনাগাজী বলেছেন:



আমেরিকা যেদিন ভাটিতে যাবে, সেদিন কারা উজানে যেতে পারে বলে আপনার ধারণা?

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১

গেঁয়ো ভূত বলেছেন: থাক, তা যেন কোনো দিন না হয়। আপনার সাধের সন্ত্রাসী আমেরিকা স্রহস্য বছর পৃথিবীবাসীর উপর জুলুম নির্যাতন চালাতেই থাকুক...

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: আর কত দিন বেঁচে থাকবো? মরতে ইচ্ছা করে না। দির্ঘদিন বেঁচে থাকতে ইচ্ছা হয়।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

গেঁয়ো ভূত বলেছেন: বেঁচে থাকার ইচ্ছে তো চিরন্তন,
বেঁচে থাকুন, সুস্থ-সুন্দর ভাবে বাঁচুন।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: ইস যদি বেঁচে থাকতাম , দেখতে পারতাম।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

গেঁয়ো ভূত বলেছেন: সমস্যা নাই। আমাদের আশাগুলো তো বেঁচে থাকুক নতুন প্রজন্মের নতুন স্বপ্নে আশার আলো হয়ে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: নিশ্চয় হবে কেন নয়, কারণ আজ থেকে ৪০০/৫০০ বছর আগেও আমেরিকা বলার মত কিছুই ছিলনা। তাই ১০০ বছর পর বাংলাদেশ কল্পনার বাহিরে উ্ন্নতির পথে যাবে আশা করা যেতেই পারে।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৪

গেঁয়ো ভূত বলেছেন: দুনিয়ার সেরা সভ্যতা গুলি যেসব জায়গায় গড়ে উঠেছিল সেগুলো এখন কোথায়? সুতরাং এটা মেনে নিতেই হবে ঘাট অঘাট হবে আর অঘাট হবে ঘাট।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: পরিবর্তন হবে অবশ্যই, তবে সেটা ভালো না হয়ে খারাপই হবে বলে আমার ধারণা।

১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০

গেঁয়ো ভূত বলেছেন: সর্বোৎকৃষ্টের জন্য আশা করা আর খারাপ এর প্রস্তুত থাকাই তো বুদ্ধিমান লোকের কাজ। কিন্তু আমাদের আর হাড়াবার বেশি কিছু আছে বলে তো মনে হয় না, প্রকৃত পক্ষে আমাদের পাবার অনেক কিছুই বাকি রয়ে গিয়েছে।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: আশা থাকা ভালো, তবে সেটাও একটা যুক্তিসঙ্গত ভিত্তির উপর থাকতে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: হ্যা, আপনার সাথে সম্পূর্ণ একমত, আশাবাদ যদি যুক্তিসঙ্গত ভিত্তির উপর স্থাপিত না হয় তা তো দুরাশারই নামান্তর। এখানে আমার আশাবাদটাও দূরাশাই। তবে আজকে যারা সভ্যতার চরম শিখরে রয়েছে তারাও কি দুইশ বা তিনশো বছর আগে কখনো ভেবেছিলো আজকের অবস্থানে তারা থাকবে?

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৬

রানার ব্লগ বলেছেন: আপনি বাংলাদেশ কে অঘাট বলছেন?!! বেশ বেশ!! বাংলা ভাষাটাও নিশ্চয় আপনার ঘাট অঘাটের সংগায় পরে। যাই হোক কিন্তু কষ্টের বিষয় ওই ঘাট অঘাট ভাষায় আপনাকে আপাতত লিখতে হচ্ছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৮

গেঁয়ো ভূত বলেছেন: ঘাট অঘাট হবে আর অঘাট হবে ঘাট।

কথাটি একটা গ্রাম্য প্রবাদ। কথাটি আমি নিজের দেশকে ছোট করার জন্য বলি নাই। আপস এন্ড ডাউনস সব ক্ষেত্রেই থাকে। এই কথাটির প্রতিফলন আপনার এলাকার পরিবারগুলোর দিকে খেয়াল করলে পাবেন, দুনিয়ার জাতি সমূহের ইতিহাস দেখলেও এই প্রবাদটির প্রতিফলন দেখতে পাওয়া যাবে।

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

১৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৪

আমি সাজিদ বলেছেন: অহেতুক আপনার বিদ্বেষের কারন আমি বুঝতে পারছি না। বাংলাদেশ খুবই ক্ষুদ্র একটা দেশ, বিশ্ব মানচিত্রে বড় ভূমিকা রাখার মতো জাতিগত দক্ষতা এখনও আমাদের নাই এবং মানচিত্রে তেমন অবস্থানও নাই। বাংলাদেশের আমেরিকা হওয়ার দরকার নাই, বাংলাদেশ স্বমহিমায় বাংলাদেশ হলেই হবে ( এর আগে অলীক কল্পনা বাদ দিয়ে শিক্ষা, টেকনোলজি, মানবাধিকার, পরিবেশ এগুলো নিশ্চিত করতে কাজ করুন)।

দুনিয়ার সৎ ও গিট্টুহীন জাতিগুলো ( বিশ্বযুদ্ধে পরাজিত জার্মান, জাপান বা কোল্ড ওয়ারে পরাজিত রাশিয়া বা খিলাফত হারানো তুর্কি বা সাম্রাজ্য হারানো ইংল্যান্ডসহ অন্যান্য দেশ) কাউকেই অন্যদেশে সমুদ্র পাড়ি দিয়ে ভিক্ষা করতে দেখেছেন? যেমন ফ্যান্টাসাইজ করছেন এমনটা হয় না। হবে যদি আরেকটা বিশ্বযুদ্ধ লাগে। কিন্তু আরেকটা বিশ্বযুদ্ধ লাগলে আপনি আপনার বিছানাতেই শুয়ে এই স্বপ্ন দেখতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:২৬

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার পোস্ট এ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আসলে এত কোনো সিরিয়াস পোস্ট ছিলনা। তারপরেও মন্তব্যে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা চলে এসেছে। মন্তব্যে আপনার বিশ্লেষণ ভাল লেগেছে এবং আপনার সাথে একমত। বাংলাদেশের আমেরিকা হওয়ার দরকার নাই, বাংলাদেশ স্বমহিমায় বাংলাদেশ হলেই হবে।

নিরন্তর শুভকামনা। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.