নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

ব্লগিং হোক আপনার এবং আমার সমাজ পরিবর্তনের হাতিয়ার।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৬



আপনি কি আপনার চমৎকার সুন্দর সব চিন্তা-ভাবনা গুলো বাংলা ভাষার সেরা ডিজিটাল মাধ্যমে একদম বিনা খরচে প্রকাশ করতে চান? আপনি কি আপনার দারুন সব আইডিয়া গুলো দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগ্রসর চিন্তার বাঙালিদের সাথে শেয়ার করতে চান? আপনি কি চিন্তাশীল মানুষদের সাথে মত বিনিময় করতে চান? আপনি কি আধুনিক বাঙালিদের ভাবনা গুলো জানতে চান? তবে আর দেরি নয়, কীবোর্ড হাতে নিন, আইডি খুলুন, সামহোয়ারইন ব্লগ এ লিখুন।

ব্লগিং হোক আপনার এবং আমার সমাজ পরিবর্তনের হাতিয়ার। আপনিও একদিন হতে পারেন দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের একজন সেরা ব্লগার এবং সমাজ পরিবর্তনের অগ্রদূত।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকে আপনি যখন মনের কথা, ভাবনা , চিন্তা গুলো লিখেন ৯৮ % না পড়েই লাইক দেয়, ব্লগ সম্পূর্ণ বিপরীত। ব্লগে প্রতিটি লেখা অনেক গুরুত্ব পায়। যে কজন আপনার লেখা পড়বেন মন দিয়ে পড়বে্ন। ফেসবুকে যেখানে ফেক লাইক কমেন্টের ছড়াছড়ি ব্লগে সেখানে প্রতিটি লাইক কমেন্ট সুচিন্তিত ও যুক্তিনির্ভর।যা আপনাকে মানসিক প্রশান্তিই শুধু দিবেনা প্রতিদিন লিখতে অনুপ্রাণিতও করবে। আপনার লেখা মন দিয়ে পড়ার পর কেউ যখন সুচিন্তিত মতামত দিবেন তখন আপনি মানসিক প্রশান্তির সাথে সম্মানিতও
অনুভব করবেন।

সুতরাং ব্লগে লিখুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩২

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় গোফরান ভাই,

চমৎকার বিশ্লেষণ এবং সুচিন্তিত মতামত মন্তব্যে তুলে এনেছেন। সোশ্যাল মিডিয়া যদি হয় পাঁচমিশালি লোকজনের হাট-বাজার, তাহলে ব্লগ হচ্ছে চিন্তাশীল, যুক্তিবাদী, মননশীল, উন্নত চিন্তার বাঙালি সমাজের কনফারেন্স রুম। এজন্যই সেরা মানুষেরা ব্লগে আসে।

প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর একটা পোষ্ট।

আপনিও লিখতে থাকুন...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় সামিউল ইসলাম বাবু ভাই,

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। আপনাদের চমৎকার সুন্দর সব লিখাগুলি পড়তে পড়তেই বেলা ফুরিয়ে যায়, লিখার সময় বের করতে পারিনা তো।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০২

কামাল১৮ বলেছেন: ব্লগ থেকে জানার আছে অনেক কিছু।এই জন্য চাই সুন্দর আলোচনা।বিপরীত মতের সাথেই সুন্দর গঠন মূলক আলোচনা হতে পারে।কিন্তু বিপরীত মতকে সহ্য করতে পারেনা অনেকে।অথবা এড়িয়ে যায়।সোহানী আপোর পোষ্টে সুন্দর আলোচনা হয়েছে।সাহিত্য দর্শন ও রাজনীতি নিয়ে এমন আলোচনা হতে পারে।অনেক ভালো ভালো আলোচক আছেন ব্লগে।কিন্তু কেন যেনো তারা উৎসাহ পান না।সহমতের সাথেই কিছু খোশগল্প করেন অকারণ কিছু প্রসংশা করেন।আলোচনা বা সমালোনা করেন না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৮

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার,

আপনার মন্তব্যটির সাথে আমিও সম্পূর্ণ একমত। এছাড়া অনেক বিষয়েই আপনার মতের সাথে আমার মতামত মিলে যায়।

অনেক ভালো ভালো আলোচক আছেন ব্লগে। কিন্তু কেন যেনো তারা উৎসাহ পান না। বিষয়টি নিয়ে ব্লগ কর্তৃপক্ষের কাজ করা উচিত এবং ব্লগারদেরও এবিষয়ে চিন্তাভাবনা করে তাদের মতামত জানানো দরকার।

আপনার লেখা পড়ার জন্য অনেক ব্লগার মুখিয়ে আছেন, আপনার লেখা কবে পাচ্ছি সেটা আগে বলেন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগিং হোক আপনার এবং আমার সমাজ পরিবর্তনের হাতিয়ার। সহমত।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৫

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় মোঃ মাইদুল সরকার ভাই,

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা মন্তব্য ও সহমত প্রদানের জন্য।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



োানেক বাংগালীর লেখার অভ্যাস আছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় গাজী সাহেব,

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। টাইপো হয়েছে, মন্তব্যের প্রথম শব্দটির পাঠোদ্ধার করতে সক্ষম হইনি।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১

জুল ভার্ন বলেছেন: মিছে আশা আশা কুহকিনী! তারপরও শুভ কামনা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

গেঁয়ো ভূত বলেছেন: বড় ভাই,
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

আমি চরম আশাবাদী মানুষ।

"পারি দিতে নদী
হাল ভাঙে যদি,
ছিন্ন পালের কাছি
মৃত্যুর মুখোমুখি দাড়ায়ে জানিব
তুমি আছো আমি আছি। "

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


সমাজ পরিবর্তন ব্লগিং দ্বারা হবে কিনা বলা খুব কঠিন, তবে চেষ্টা চলুক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার,

সমাজ পরিবর্তন ব্লগিং দ্বারা হবে কিনা সেটা নির্ভর করবে সমাজের সচেতন শ্রেণীর ব্লগিং এ ইনভল্বমেন্ট এবং তাদের ইচ্ছাশক্তির উপর। তবে চেষ্টা চলুক।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আমি তো একসময় মনে করতাম লিখে লিখে সমাজ বদলে দিব। এখন আমি বুঝি লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব নয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৫

গেঁয়ো ভূত বলেছেন: আমি তো একসময় মনে করতাম লিখে লিখে সমাজ বদলে দিব। এখন আমি বুঝি লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব নয়।

প্রিয় রাজীব নূর, তাহলে কিভাবে সমাজ বদলে দেওয়া সম্ভব?

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৬

হযবরল ৭৩ বলেছেন: তাহলে কিভাবে সমাজ বদলে দেওয়া সম্ভব?

বঙ্গবন্ধুর মত ভালো সংগঠক দরকার। গলাবাজ, গল্পকার, কবিদের দিয়ে সম্ভব হবে না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯

গেঁয়ো ভূত বলেছেন: মানুষই তো পারে, মানুষ চাইলে সবই সম্ভব ভাইজান।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৬

শেরজা তপন বলেছেন: দারুন লিখেছেন- ব্লগার গোফরানের কথাগুলোও বেশ

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

গেঁয়ো ভূত বলেছেন: সুপ্রিয় ব্লগার শেরজা তপন ভাই,

এই অখ্যাতো মানুষের কপি রাইটিং আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। হা গোফরান ভাই এর টাও বেশ হয়েছে।

অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

মিরোরডডল বলেছেন:




ভালোই হয়েছে, মোটিভেশনাল!!!
একজন ভূত, তাও আবার গেঁয়ো, সে যদি এতকিছু লিখতে পারে; তাহলে সাধারণ মানুষ কেনো পারবে না ???
ভুত পারলে, আমরাও পারবো :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৭

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার মিরোর আপু,

ভালো লেগেছে জেনে দারুণভাবে অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

কিন্তু এইবার একখান কথা, গেঁয়োভূত, আনারি, অখ্যাত এধরণের নিক নেইম আমার খুবই প্রিয়। কিন্তু শুধু ভুত শুনতে কেমন জানি অস্বস্তি লাগে। তাই ভাবছি নিক টা বদলে ফেলবো কিনা।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

অনল চৌধুরী বলেছেন: কোনো লেখা যদি বেশী মানুষ না পড়ে তাহলে লিখে কোনো লাভ হয়না।
একটা লেখা যখন আমার ফেসবুক দল ও পাতায় দেই তখন সেটা মুহুর্তের মধ্যে ১০-১৫ হাজার, এমনকি চলচ্চিত্র বিষয়ক দলে দিলে ১ লাখেরও বেশী মানুষের কাছে পৌছে যায়।
কিন্ত ব্লগে একটা লেখা ৩০০ মানুষও পড়ে না।
সেজন্য কি ব্লগে লিখি না !!!

আর ফেসবুক গরু-ছাগল চালায় না কারণ সব ব্লগারেরই ফেসবুক একাউন্ট আছে।
সুতরাং কোনো কিছুকেই কুচ্ছ করা অর্ধহীন।
মত প্রকাশের জন্য পত্রিকা-বই-ফেসবুক -ব্লগ-ইউটউব সব মাধ্যমই গুরুত্বপূর্ণ এবং আমি নিজে প্রতিটা মাধ্যমে সক্রিয়ভাবে তত্ত্ব, দর্শন ও মতবাদ প্রচার করি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৬

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় অনল চৌধুরী ভাই,

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পত্রিকায় আপনার লিখা অনলাইন কন্টেন্ট গুলোর লিংক দিলে পড়ে দেখার সুযোগ পেতাম।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: ব্লগিং হোক আপনার এবং আমার সমাজ পরিবর্তনের হাতিয়ার।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় জ্যাক স্মিথ,

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি তো একসময় মনে করতাম লিখে লিখে সমাজ বদলে দিব। এখন আমি বুঝি লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব নয়।

প্রিয় রাজীব নূর, তাহলে কিভাবে সমাজ বদলে দেওয়া সম্ভব?

আপনারা জ্ঞানীগুনী মানুষ। আপনারাই বলুন। আমার কথা ধোপে টিকবে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১১

গেঁয়ো ভূত বলেছেন: আমি তো একসময় মনে করতাম লিখে লিখে সমাজ বদলে দিব। এখন আমি বুঝি লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব নয়।

সমাজ বদলের কথা পরে বলি, শুধু আপনাকে বলছি: আপনি আজকে যে অবস্থানে আছেন, কোনো জ্ঞানী গুণীর লেখা পড়া ব্যাতিরেকে আপনার পক্ষে এই অবস্থানে আসা সম্ভব হতো কি?

অবশ্যই জবাব দিবেন কিন্তু।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২১

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ !
কয়েকদিন পর ব্লগে ঢুকে অনেক ভালো লাগছে !! সবাই কে অনেক উজ্জীবিত আর আন্তরিক মনে হচ্ছে।
আপনার কথামালা ও বেশ আকর্ষণীয় ও আন্তরিক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় মনিরা সুলতানা আপু,

আপনি বলেছেন, আপনার কথামালা ও বেশ আকর্ষণীয় ও আন্তরিক।

আপনার প্রশংসায় আমিও বেশ প্রাণিত এবং উজ্জীবিত হলাম।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪০

শায়মা বলেছেন: খুবই খুবই উৎসাহব্যাঞ্জক অনুপ্রেরনামূলক পোস্ট।

অনেক ভালো লাগা ভাইয়া।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় শায়মাপু,

আপনার প্রশংসায় যার পর নাই অনুপ্রাণিত এবং উজ্জীবিত। অনেক ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১২

নেওয়াজ আলি বলেছেন: সকল লেখকের কলমই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় নেওয়াজ আলি ভাই,

আপনি একদম সঠিক কথাটিই বলেছেন, একজন লেখকের কলম দুনিয়া পাল্টে দিতে পারে, যদি তিনি সেই রকম লেখক হয়ে উঠতে পারেন।

মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গিয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত।
শুভকামনা, ভাল থাকবেন।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৯

মিরোরডডল বলেছেন:



তাই ভাবছি নিক টা বদলে ফেলবো কিনা।

নো ওয়ে!! কেনো বদলাবে!
গেঁয়োভূত নিকটা আমারও প্রিয়, ইউনিক।

বুঝতে পেরেছি ভূত বলায় গাল ফুলিয়ে আছে । ঠিক আছে আর বলবো না ।
ওকে ভূত?

Oops! slip of tongue :P
এটাই শেষবার।

ভালো থাকবে গেঁয়োভূত।


০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার মিরোর আপু,

বুঝতে পারলাম তোমার মধ্যে মন ভাল করে দেবার চমৎকার ক্ষমতা রয়েছে যা অনেকের থাকেনা। এবং এটাও বুঝে গেলাম পাগলা সাঁকু নড়াইসনা বলেই ফেলেছি এখন তো আমার যা হবার তাই হবে। কি আর করা।

মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গিয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত।
শুভকামনা, ভাল থেকো।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৫৬

অনল চৌধুরী বলেছেন: Click This Link

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। লিংক এ ক্লিক করলে দৈনিক ইত্তেফাক এর একটা সার্চ বাক্স আসে সেখানে আপনার নাম লিখে সার্চ করলে আপনার বেশ কিছু লেখা পাওয়া যায়।

মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গিয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত।
শুভকামনা, ভাল থাকবেন।

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:৪০

সোনাগাজী বলেছেন:


৫ নং মন্তব্যে টাইপো:

*অনেক বাংগালীর লেখার অভ্যাস আছে, ওরা আসবে এক সময়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫১

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার আশাবাদ, অসংখ্য ধন্যবাদ।

মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গিয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত।
শুভকামনা, ভাল থাকবেন।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাজীব নুর বলেছেন: আমি তো একসময় মনে করতাম লিখে লিখে সমাজ বদলে দিব। এখন আমি বুঝি লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব নয়।


লিখে সমাজ করা সম্ভব না। আমিও তাই মনে করি।

তাই বলে লেখা বাদ দেয়া চলবে না। পোষ্ট ভালো লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০২

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় স্বপ্নবাজ সৌরভ ভাই,

মানুষ আগে চিন্তা করে, ভাবে। তারপর কাজ করে। পরিবর্তন আনতে হলে আগে চিন্তার জগতেই পরিবর্তন আনতে হবে যা কেবল লেখালেখির মাধ্যমেই সম্ভব। এছাড়া আর কি উপায় আছে বলেন?

পোস্ট ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গিয়েছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত।
শুভকামনা, ভাল থাকবেন।

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮

শাওন আহমাদ বলেছেন: এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ বেরঙের কথা গুলোর আঁকিবুঁকি করি।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৭

গেঁয়ো ভূত বলেছেন: মন্তব্যটি সত্যিই অসাধারণ ভাল লাগলো! এটি সামুর জন্য চমৎকার শ্লোগান হতে পারে।

অনেক ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৩| ০২ রা মার্চ, ২০২৩ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। শিরোনামের সাথে একমত। + +
প্রথম মন্তব্যটাতেই মোহাম্মদ গোফরান এর কথাগুলো খুব ভালো লেগেছে। +

০৩ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১১

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার,
পোস্ট ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। অনেক ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.