| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
গেঁয়ো ভূত
	ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
   
ঈদ মোবারাক! ঈদ মোবারাক!! ঈদ মোবারাক!!!
প্রিয় সহব্লগারস পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা নিন। আমাদের মধ্যে অনেকেই জিপি কিংবা অন্য কোনো অপারেটর থেকে সামু ব্লগ ভিজিট করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। 
নিচের লিংক টি দেখে আপনার ক্রোম ব্রাউজারের সেটিংস এ একটু পরিবর্তন করুন এবং নির্বিগ্নে সামু তে বিচরণ করুন। 
শুভকামনা।
 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৪৮
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ সায়মাপু। 
আপনি কি টেস্ট করে দেখেছেন কাজ হচ্ছে কিনা?
২| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৫১
শায়মা বলেছেন: না করিনি তবে করে দেখবো .....
আমার রবি সিমে সামু ব্লগ দেখা যায় না.......
এখন মনের আনন্দে সবার ব্লগ পড়ো আর লেখো......অনেক  পড়ালেখা করো!!! ![]()
 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৫৪
গেঁয়ো ভূত বলেছেন: তাহলে রবি দিয়ে টেস্ট করে একটু জানাবা আপু?
৩| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৫৪
ফ্রেটবোর্ড বলেছেন: টেস্ট করে দেখলাম কাজ হয়। অনেক ধন্যবাদ।
 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৫৬
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
৪| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: কাজ করলে, আপনাকে নোবেল প্রাইজ দেয়া উচিত। নোবেল প্রাইজ মানির উপর থেকে ট্যাক্স তুলে নেয়া হয়েছে। নো ট্যাক্স। ![]()
 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৫৯
গেঁয়ো ভূত বলেছেন: ভাই মাফ চাই !!
৫| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মোবাইলটা আপনার কাছে পাঠিয়ে দিয়ে। এই সব সেটিং চেঞ্জ আমি করতে পারবো বলে মনে হয় না। ![]()
 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৫:০১
গেঁয়ো ভূত বলেছেন: সমস্যা নাই, বাড়িতে কোনো জেনজি অথবা পিচ্চি থাকলে ওর হাতে দেন আপনার সেট টা, ১ মিনিটে কার্য্য সিদ্ধি করে দেবে।
৬| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৫:১১
নতুন নকিব বলেছেন: 
জিপি সেটিংটা চেঞ্জ করার পরে চমৎকার কাজ করছে। 
ধন্যবাদ দারুন টেকনিক শেয়ার করার জন্য।
 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৫:৫৩
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
৭| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৫:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই কাজটা অপদার্থ ব্লগ কর্তৃপক্ষ কেন পারলো না এতো বছরে?
 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৫:৫৬
গেঁয়ো ভূত বলেছেন: আস্তে কন, মডু শুনলে খবর আছে!!
৮| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৫:১৮
ফ্রেটবোর্ড বলেছেন: ভিডিও থেকে সেটিংস পরিবর্তন করতে না পারলে ছবি দেখলে হয়তো সুবিধা হবে



 
১৩ ই জুন, ২০২৫  সন্ধ্যা  ৬:০৬
গেঁয়ো ভূত বলেছেন: গুড জব! 
সাড়ে সেভেন্টি ফোর (সাচু) ভাই এইবার পারবেন আশা করি।
৯| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৫:২৩
জ্যাক স্মিথ বলেছেন: বাহ! এই বিষয়টা তো আগে জানতাম না। 
হ্যাঁ কাজ করছে। 
ধন্যবাদ আপনাকে। 
এই পোস্ট'টি স্টিকি করা হউক।
 
১৩ ই জুন, ২০২৫  রাত ৮:১০
গেঁয়ো ভূত বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
১০| 
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৫:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগের মডারেশন টিমকে শিখিয়ে দেন। ওনারা এখনও মনে হয় আপনার এই পদ্ধতি বোঝার চেষ্টা করে চলেছে, কিন্তু পারছে না। 
আপনার পদ্ধতি কি আসলেই কাজ করে? আমার তো বিশ্বাস হচ্ছে না।
 
১৩ ই জুন, ২০২৫  রাত ৮:১৪
গেঁয়ো ভূত বলেছেন: প্রথম যেদিন এই ট্রিক্স এ সাকসেসফুল হলাম সেদিন তো আমার নিজেরও বিশ্বাস হতে চাইছিলো না।  ![]()
১১| 
১৩ ই জুন, ২০২৫  সন্ধ্যা  ৬:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগার ফ্রেটবোর্ডকে ধন্যবাদ পদ্ধতিটা সচিত্র বর্ণনার জন্য। আশা করি নিজেই পারবো। তার আগে ভাত খেয়ে নিতে হবে।
 
১৩ ই জুন, ২০২৫  রাত ৯:৩৩
গেঁয়ো ভূত বলেছেন: ভাত খাওয়ার পর "অপারেশন সামু এক্সেস ফ্রম মোবাইল অপারেটরস" কি সফল হলো?
১২| 
১৩ ই জুন, ২০২৫  সন্ধ্যা  ৬:৩৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ তো, এই পদ্ধতি আবিষ্কার করলেন কীভাবে?
 
১৩ ই জুন, ২০২৫  রাত ৯:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: ভূঁতের আর কাজ কি? মোবাইল ব্রাউজার ঘাটতে ঘাটতে ঐখানে গিয়ে মনে হলো কাজ হতে পারে, ব্যস!!
১৩| 
১৩ ই জুন, ২০২৫  রাত ১০:৪৪
শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া!!!!!
কাজ হয়েছে!!!!!!!
কিন্তু আমি মোবাইল দিয়ে সাম্প্রতিক মন্তব্য দেখতে পাইনা, শুধু পেজগুলি আসে। নতুন ভূত!! ![]()
 
১৪ ই জুন, ২০২৫  বিকাল ৪:২৮
গেঁয়ো ভূত বলেছেন: এইটা মনে হয় সামুর সমস্যা, যাহোক মোবাইল এ ডেস্কটপ মোড অন করলে সমস্যার সমাধান মিলবে মনে হয়।
১৪| 
১৪ ই জুন, ২০২৫  সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
 
২৭ শে জুন, ২০২৫  সকাল ১১:১৮
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
১৫| 
১৪ ই জুন, ২০২৫  দুপুর ১:৫৫
আধুনিক চিন্তাবিদ বলেছেন: দারুণ। যাদের এতদিন সমস্যা হত তাদের আর প্রবলেম হবে না।
 
২৭ শে জুন, ২০২৫  সকাল ১১:১৯
গেঁয়ো ভূত বলেছেন: আশা করছি কোন সমস্যা হবেনা।
অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।
১৬| 
১৫ ই জুন, ২০২৫  দুপুর ১:৫৬
মিরোরডডল  বলেছেন: 
অনেকদিন পর গেঁয়ো ভূত।
আশা করি ভালো আছে।
সবাই বলছে কাজ করছে।
সো, ওয়েল ডান।
নেক্সট বাংলাদেশে গেলে সুফল পেয়ে জানাবো 
 
 
২৭ শে জুন, ২০২৫  সকাল ১১:২২
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আশা করছি আপা আপনিও সবাইকে নিয়ে ভালো আছেন।
কবে নাগাদ দেশে ফিরবেন?
ব্লগে আপনার লেখা খুব মিস করি।❤️
১৭| 
০২ রা অক্টোবর, ২০২৫  সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: আশাবাদী হ'লাম। পরীক্ষা করতে গেলে অন্যের সাহায্য লাগবে। পরে চেষ্টা করে দেখবো। আপাততঃ "প্রিয় তালিকা"য় তুলে রাখলাম।
 
১০ ই অক্টোবর, ২০২৫  সন্ধ্যা  ৭:৩৯
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা।  
আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০২৫  বিকাল ৪:৩৭
শায়মা বলেছেন: বাপরে!!!

আসলেই তো তুমি ঈদ উপহার নিয়ে এলে ভাইয়ু!!!!!!!