![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি জাতীয় নিরাপত্তা, কৌশলগত অবস্থান, প্রশাসনিক কার্যকারিতা, এবং সংকটকালীন প্রতিক্রিয়া—এই সব কিছুর সঙ্গে জড়িত। নিচে আমি বিষয়টি বিশ্লেষণ করছি:
✅ রাজধানীতে থাকলে যেসব সুবিধা রয়েছে:
1. কেন্দ্রীয় প্রশাসনের সাথে সমন্বয় সহজ:
প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার সঙ্গে দ্রুত যোগাযোগ এবং সমন্বয় করা যায়।
2. তথ্য ও সিদ্ধান্ত গ্রহণে দ্রুততা:
যুদ্ধ বা সংকটকালীন মুহূর্তে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত দ্রুত নেয়া সম্ভব হয়।
3. আন্তর্জাতিক দূতাবাস ও সামরিক সহযোগিতা:
ঢাকায় থাকা বিভিন্ন দেশের দূতাবাস ও সামরিক উপদেষ্টাদের সাথে সমন্বয় সহজ হয়।
4. নিরাপত্তা কাঠামোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ:
রাজধানী যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, তাই সেখানেই প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কাঠামো রাখা অনেক দেশের সাধারণ চর্চা।
❌ রাজধানীর বাইরে নেয়ার পক্ষে যেসব যুক্তি রয়েছে:
1. নিরাপত্তার বিচারে বিচ্ছিন্নতা গুরুত্বপূর্ণ:
রাজধানী যদি আক্রমণের শিকার হয়, তাহলে সব বাহিনীর হেডকোয়ার্টার একসাথে ক্ষতিগ্রস্ত হতে পারে।
Stratified Command Structure অনেক বেশি টেকসই হয় যদি হেডকোয়ার্টারগুলো ভৌগোলিকভাবে বিভক্ত থাকে।
2. দ্রুত প্রতিরক্ষা রিঅ্যাকশনের জন্য বিকেন্দ্রীকরণ জরুরি:
একটি আঞ্চলিক আক্রমণের সময় রাজধানীর বাইরে অবস্থান করা সেনানিবাস বা হেডকোয়ার্টার বেশি কার্যকর হতে পারে।
3. রাজধানীকে কম ‘মিলিটারাইজড’ রাখা:
গণতান্ত্রিক ভারসাম্য এবং বেসামরিক প্রাধান্য বজায় রাখতে রাজধানীতে অতিরিক্ত সামরিক ঘনত্ব অনেক সময় রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে পড়ে।
4. রাজধানীর উপর চাপ কমানো:
ঢাকা ইতিমধ্যে জনসংখ্যা ও অবকাঠামোগত দিক দিয়ে অতিভারাক্রান্ত। বড় বড় সামরিক ঘাঁটি বাইরে রাখলে চাপ কমবে।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৬
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই সাহেব। আশা করছি শরীর-স্বাস্থ্য ভালোই আছে। আসলে আমাদের এখানে ভাসুরের নাম কেউ মুখে আন্তে চায় না, বুঝে কিন্তু অনেকেই....
২| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৮
কামাল১৮ বলেছেন: সেনানিবাস শহরের বাইরে থাকাই ভালো।ঢাকা সেনানিবাস শহরের বাইরেই ছিলো।শহর বর্ধিত হওয়ায় মাঝখানে পড়ে গেছে।এথন সাভার নিয়ে গেলেই সমাধান হয়ে যায়।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০২
গেঁয়ো ভূত বলেছেন: হ্যা। এটা একটা ভালো সমাধান হতে পারে। পরিবর্তিত বাস্তবতার সাথে মিল রেখে যুৎসই পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করা প্রয়োজন।
৩| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ১০:১৬
অপু তানভীর বলেছেন: এয়ার বেজ তো আগে থেকেই ওখানে ছিল। বিশ বছর আগে মাইলস্টোনের ক্যাম্পাস সহ দিয়াবাড়ি এলাকা পুরোটা ছিল বিল। আজ সেখানে বসতি গড়ে উঠছে।
বেজ সরিয়ে কোথায় নিয়ে যাবেন? ২০ বছর পরে সেখানেও বসতি গড়ে উঠবে। একই রকম পরিস্থিতি সৃষ্টি হবে।
২৫ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৬
গেঁয়ো ভূত বলেছেন: দ্যাখেন ভাই সাহেব, আমরা কেউ নিরাপত্তা বিশ্লেষক নই, তারপরেও আমার মাথায় একটা জিনিস আসলো, এই দেশ যদি কখনো যুদ্ধে পতিত হয় তখন কি হবে একবার ভেবে দ্যাখেন তো! প্রতিপক্ষের প্রথম টার্গেট হবে বিমান ঘাঁটি, তারপর সেনা আর নৌ সদর দফতর, সবগুলি যেহেতু মোটামোটি এক জায়গায় অবস্থিত সেহেতু এক সাথে আক্রমণ করে দেশটিকে ঘায়েল করা খুবই সহজ হবে। তারপর যেসব আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হবে সেগুলো পড়বে জনাকীর্ণ ঢাকা শহরেরই কোথাও না কোথাও। আর যদি ঢাকা শহরের চারদিকে চার-পাঁচটা সেতু ধ্বংস করে দিতে পারে তাহলে পালোনোরও রাস্তা থাকবেনা আপনার এবং আমাদের সকলের।
সুতরাং, পরিবর্তিত বাস্তবতার সাথে মিল রেখে যুৎসই পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করা প্রয়োজন।
৪| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: ঢাকা কেউ ছাড়তে চায় না।
২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১২
গেঁয়ো ভূত বলেছেন: আপনি ঠিকই বলেছেন। রাজধানীটাকে ঢাকা থেকে অন্যত্র শিফট করলে মনে হয় সমস্যাটার অনেকটা সমাধান হয়ে যেতে পারে।
৫| ২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
মেঘনা বলেছেন: সেনাবাহিনীর প্রধান দপ্তর গুলো ঢাকা থেকে বাইরে নিয়ে গেলে মিলিটারি কু হওয়ার সম্ভাবনা বাড়বে।
২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
গেঁয়ো ভূত বলেছেন: কিভাবে? একটু ব্যাখ্যা করা যাবে?
৬| ২৫ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৭
মেঘনা বলেছেন: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সদর দপ্তর গুলি ঢাকায় আছে বলে সেনাবাহিনী বা বিমান বাহিনীর উপরের লেভেলের অফিসাররা মানে কর্ণেল, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল - এইসব হাই পোষ্টের অফিসাররা ঢাকাতেই থাকেন এবং বড় শহর ঢাকার ব্যস্ত নাগরিক জীবন উপভোগ করেন এবং মেন্টালি সাধারণ জনগণের জীবন যাপন করেন। কিন্তু এদের যদি ঢাকা থেকে ৫০ বা ১০০ কিলোমিটার দূরে একটা আর্মি ব্যারাক লাইফ লিড করতে হয় তখন এদের মধ্যে পলিটিক্যাল গভমেন্ট এর আগেনস্ট একটা চিন্তা ভাবনা চলবে। আর বাংলাদেশ সেনাবাহিনীর পলিটিকাল গভমেন্টের প্রতি বেইমানি সবাই জানে।
২৭ শে জুলাই, ২০২৫ রাত ৮:১০
গেঁয়ো ভূত বলেছেন: ধন্যবাদ।
৭| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৮| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১২:০৭
এইচ এন নার্গিস বলেছেন: ঢাকা ছাড়তে চায়না বটে কিন্তু বসবাসের মতো নয়। গাছ পালা খুব কম ।
০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৫
গেঁয়ো ভূত বলেছেন: রাজধানীটাকে ঢাকা থেকে অন্যত্র শিফট করলে মনে হয় সমস্যাটার অনেকটা সমাধান হয়ে যেতে পারে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৮
শাহ আজিজ বলেছেন: খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সামনে এনেছেন । সেনা কর্মকর্তাদের হাউজিঙ্গের জমি দিতে গিয়ে আমরা ব্লাডি সিভিলিয়ান কর্নারে পড়ে যাচ্ছি ।