![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শনে এসে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের প্রতি বিষোদগার করলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলমকে লক্ষ্য করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘সড়ক মেরামত না করেই তুমি মিথ্যা রিপোর্ট দিয়েছ। ঢাকায় পাঠানো রিপোর্টের সঙ্গে এখানকার সড়কের বাস্তব চিত্রের কোনো মিল নেই। ইউ আর এ ফ্রড, চিট অ্যান্ড লায়ার, ডোন্ট লাই।’
আজ বুধবার বিকেলে মন্ত্রী কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিদর্শনের সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিউদ্দিন নগরের বেইলি সেতুতে দাঁড়িয়ে সড়ক ও সেতুগুলোর অবস্থা নিয়ে তাঁর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি তাত্ক্ষণিক নির্বাহী প্রকৌশলী রবিউল আলমসহ সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজ খান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিনকে কারণ দর্শানোর জন্য তাঁর সঙ্গে থাকা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহমেদকে নির্দেশ দেন।
ওবায়দুল কাদের সড়কটির বেহাল অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে প্রকৌশলীদের প্রতি বিষোদগার করে বলেন, ‘এই রাস্তায় মেরামতের কোনো চিহ্নও নেই। তোমরা কী মেরামত করেছ? মেরামতের জন্য বরাদ্দ করা এতগুলো টাকা গেল কোথায়? এটা কোনো রাস্তা হলো। এটা কি ঢাকা-চট্টগ্রামের বিকল্প রাস্তা হতে পারে?’
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এই বেহাল রাস্তা ঢাকা-চট্টগ্রামের বিকল্প রাস্তা হতে পারে না। এটি অতিরিক্ত যানবাহনের লোড নিতে পারবে না। এ রাস্তা ঠিক রাখতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে।’
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
আহসান২০২০ বলেছেন: এটা একটা প্রোপাগান্ডা। আর কিছুই নয়। প্রথম প্রথম মনে করেছিলাম মিঠুন চক্রবর্তী বাংলার মাটিতে নেমে এসেছেন। এখন দেখছি উনি গাল ভরা বক্তব্যই দিতে জানেন। আর কিছু না। উনি বলেছিলেন, নভেম্বরই পদ্মা সেতুর কাজ শুরু হবে যে কোন মুল্যে। পদ্মা সেতু তো এখন পদ্মানদীর তলায় বালু চাপা পড়েছে।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লিখলেন
দৃষ্টি আকর্ষণ
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
এম জি আর মাসুদ রানা কবি
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্ণের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
আমি কবি মাসুদ রানা
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
.
আপনার মন্তব্য লিখুন
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০
ঢাকাবাসী বলেছেন: যতটা তিনি করেন তার চাইতে বেশী চেচামেচি করেন। আওয়াজটা বড় বেশী হয় বাস্তবে কিছুই করেননা।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
আট আনা বলেছেন: দুইডা গাইল না পাইরা যদি ঐ নির্বাহী প্রকৌশলিরে সাসপেন্ড করত তাহলে খুশি হৈতাম বেশি।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
ধৈঞ্চা বলেছেন: সবই আইওয়াশ,
মিডিয়া কভারেজ আর জনসাধারণের সেন্টিম্যাণ্ট, উদ্দেশ্য সফল বলা যায়।
তবে অন্যান্য মন্ত্রীদের চেয়ে তুলনামূলক ভাল বলা যায়।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯
সপ্ন বালক বলেছেন: চকচক করলেই সোনা হয় না। খাদ বিহীন সোনায় গহনা ও হয় না। পদক্ষেপ সাধুবাদ জানানোর মত, কিন্তু আরালে বিড়াল না থাকলেই হয়। বাকি সব ঠিক আছে।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
িবদ্রহী বলেছেন: পদক্ষেপ সাধুবাদ জানানোর মত, কিন্তু আরালে বিড়াল না থাকলেই হয়
ইন্জিনিয়ারদের জিজ্গেস করলেই পাবেন যে ঐ টাকা কই গেছে। খোজ নিয়ে দেখা যাবে বেচারা ইন্জিনিয়ার কিছুই ভাগে পাই নাই
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: অ, কাজ না কইরা খালি গলাবাজি করতে অইবো তাইলেই ভালা মন্ত্রী
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
মো ঃ আবু সাঈদ বলেছেন: সব দোষ এখন ইন্জিনিয়ারদের ,আর নিজের দলরে গুন্ডারে যে ইন্জিনিয়ারদের মারধার করে এইসব রিপোট টেন্ডারবাজদের পক্ষে না দিলে।এখন মেয়াদ শেষ তাই দলের লোক দের না ধররে সব দোষ এখন সরকারী কর্মকর্তাদের উপার চাপাইতেছে।
পদ্মা সেতু তে একই আবস্তা...
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
শামীম 776 বলেছেন: ওবায়দুল কাদেরকে শুধু মন্ত্রী নয় প্রধান মন্ত্রী বানানো দরকার আছে আমাদের দেশে।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
আহমেদ রশীদ বলেছেন: শামিম ভাই অতিরঞ্জিত করে বললেন না আবার?
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
ইমরান ইউ এ ই বলেছেন: Only Drama.
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: এমুন যদি বাকি সবাই হত
বিশ্ব দেখত বাংলা দুর্নীতি স্বাধীন