![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেটে ছড়ানো জামাত নেতা সাঈদীর ফোনালাপ নিয়ে বিভিন্ন ব্লগসহ সাইবার জগতে তোলপাড় চলছে। বিভিন্ন অনলাইন মাধ্যমে এ পর্যন্ত অন্তত ১১টি
ফোনালাপ যুক্ত হয়েছে।
ফোনালাপগুলোতে স্ত্রীর সঙ্গে ঝগড়াসহ একাধিক নারীর সঙ্গে সাঈদীর রগরগে কথাবার্তা রয়েছে। নারীদের কথাবার্তায় চট্টগ্রামের আঞ্চলিক টান রয়েছে। এছাড়া জামাত-শিবিরের একাধিক নেতাকর্মীর সঙ্গেও কথোপকথন রয়েছে। সপ্তাহখানেক ধরে এ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশ পাচ্ছে বিভিন্ন মিডিয়ায়। প্রকাশিত
ফোনালাপগুলো সাঈদীর নয়, এমনটি প্রমাণ করতে পারলে ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ‘বাংলা লিকস’ নামের ফেসবুক পেজের স্বত্বাধিকারীরা। কথিত ওই
ফোনালাপের একটিতে ১৩ মিনিট ২৫ সেকেন্ড মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছেন। চট্টগ্রামে তাফসির মাহফিলে গিয়ে এক মহিলার বাসায় অতিথিসেবা গ্রহণসহ সেখানে রাত্রিযাপন নিয়েই মূলত ওই ঝগড়া। ফোনালাপের ওই রেকর্ডে সাঈদীর স্ত্রী তাকে পর স্ত্রীর সঙ্গে মেলামেশার অভিযোগে ‘জাহান্নামের আগুনে জ্বলার’ অভিশাপ দেন। এ সময় সাঈদী তার স্ত্রীর কাছে অনুনয়-বিনয় করে পবিত্র কুরআন শরিফের কসম খেয়ে বলেন, ওই মহিলার বাড়িতে আর যাবেন না।
পবিত্র মক্কা শরিফ থেকেও সাঈদীর এক ভক্ত ও জামাত নেতা ফোন করেন। ওই আলাপে বর্তমান সরকারকে জালিম উল্লেখ করে তাদের ‘ধ্বংস’ কামনা করা হয়। নওগাঁ থেকে তৌহিদ হোসেন নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য সাঈদীকে ফোন করে জানতে চান, যুদ্ধাপরাধের বিরুদ্ধে যে ব্যবস্থা সরকার নিতে যাচ্ছে, তাতে তার (সাঈদী) অবস্থান কী। এ সময় সাঈদী বলেন, কিছুই হবে না। দোয়া করেন।
এ ছাড়া একজন তরুণীর সঙ্গে কথোপকথনে সাঈদী তার শরীরের বিভিন্ন বর্ণনা দেন। ওই তরুণীর কথায়ও চট্টগ্রামের আঞ্চলিক টান রয়েছে। সাঈদীকে তিনি ‘দাদু’ বলে সম্বোধন করেন। সাঈদীর প্রশ্নের একপর্যায়ে ওই তরুণী জানান ‘লইট্যা ফিশ’ রান্না করেছেন। ৫ মিনিট ১৫ সেকেন্ডের ওই রেকর্ডের প্রায় পুরোটাই রয়েছে অশ্লীল কথাবার্তা। এসব ফোনালাপ পাওয়া যাচ্ছে এ দুটি লিংকে, এবং । এছাড়া বিভিন্ন ব্লগসহ ফেসবুক-গুগলে সার্চ দিয়েও লিংকগুলো পাওয়া যাচ্ছে। বাংলা লিকসের ফেসবুক পেজের ইউআরএল হলো । গতকাল রাত পর্যন্ত ওই পেজের লাইক সংখ্যা ছিল ২ হাজার ২৩৮।
তবে ওই কথিত কপোকথন নিয়ে দুপক্ষ বিভিন্ন ব্লগসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চালিয়ে যাচ্ছে। জামাতের পক্ষ থেকে এসব ক্লিপকে ‘নকল’ বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করা হলেও প্রকাশিত সব ক্লিপকে আসল দাবি করে প্রকাশকারীরা তাদের ফেসবুক পেজে বলেছেন, এমন আরো ক্লিপ তাদের হাতে আছে। শিগগিরই সেগুলোও প্রকাশ করা হবে। এমনকি প্রকাশিত ক্লিপ কেউ ভুয়া প্রমাণ করতে পারলে তাকে ১ লাখ ডলার পুরস্কার দেয়ারও চ্যালেঞ্জ ছুড়েছে ‘বাংলা লিকস’।
এদিকে বাংলানিউজ জানায়, সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগের সাইটে অন্যতম প্রচারণাকারী সরওয়ার ইসলাম বাংলানিউজকে বলেন, কম্পিউটারে ভয়েস চেঞ্জারের মাধ্যমে সাঈদীর কণ্ঠস্বর নকল করা হয়েছে। কম্পিউটারে ভয়েস অপশনে নয়েজ কমানো, ইকো সংযোজনা, ব্যাকগ্র্যাউন্ড সংযোজন, কথার গতি কমানো-বাড়ানো করে বিভিন্ন সফটওয়ারের মাধ্যমে সাঈদীর কণ্ঠস্বরের মতো করা হয়েছে। তবে এমন যুক্তির সঙ্গে দ্বিমত রয়েছে আইটি বিশেষজ্ঞদের।
সফটওয়ারনির্মাতা ও কম্পিউটার প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কণ্ঠস্বর আরেকজনের মতো করার কোনো প্রযুক্তি বিশ্বে এখনো নেই। ভয়েস চেঞ্জার অপশনের মাধ্যমে পিচ কমিয়ে বা বাড়িয়ে কোনো কণ্ঠকে মেয়েলি বা পুরুষালি কিংবা হিজড়াদের মতো করা যায়। এটা ব্যবহার করা হয় কারো কণ্ঠ যেন শনাক্ত করা না যায়। কিন্তু নির্দিষ্ট একজনের কণ্ঠ তা করা সম্ভব নয়। এমন যদি করা যেতো তাহলে বিশ্বের খ্যাতনামা অভিনেতা গায়কদের কণ্ঠস্বর বিকৃত করে অনেক কিছুই করা হতো!
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
আব্দুর রহ্মান বলেছেন: চলুক মেশিন
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
akash3269 বলেছেন: শাগুরা কই?শুনলাম দেলু রাজাকারের প্রেমালাপ নাকি ফটোশপে ইডিট করা। হাসই?????
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আই টি এক্সপার্টদের কথাই সত্যি বলে মনে হয় ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: সফটওয়ারনির্মাতা ও কম্পিউটার প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির কণ্ঠস্বর আরেকজনের মতো করার কোনো প্রযুক্তি বিশ্বে এখনো নেই। ভয়েস চেঞ্জার অপশনের মাধ্যমে পিচ কমিয়ে বা বাড়িয়ে কোনো কণ্ঠকে মেয়েলি বা পুরুষালি কিংবা হিজড়াদের মতো করা যায়। এটা ব্যবহার করা হয় কারো কণ্ঠ যেন শনাক্ত করা না যায়। কিন্তু নির্দিষ্ট একজনের কণ্ঠ তা করা সম্ভব নয়। এমন যদি করা যেতো তাহলে বিশ্বের খ্যাতনামা অভিনেতা গায়কদের কণ্ঠস্বর বিকৃত করে অনেক কিছুই করা হতো!
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
টাইম পাস বলেছেন: