![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৫ সালের ১০ এপ্রিল স্পেকট্রাম গার্মেন্টস ভবনের ৯ তলা বিধ্বংস হয় সেই বিএনপির আমলে এবং উক্ত গার্মেন্টসের মালিক ছিল তৎকালীন বিএনপি ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী এমপির জামাতার। বর্তমান রানা প্লাজা যে বিধ্বংসী ঘটেছে এর থেকে সেই ঘটনা কোন অংশে কম ছিল না অনেক জীবনের ক্ষতিসাধন হয়েছিল। খালেদা তখন ক্ষমতা থাকা সত্ত্বেও কোন গুরুত্বপূর্ন পদক্ষেপ গ্রহণ করেছিল না। ওয়াদা অনুযায়ী শ্রমিকদের কোন প্রকার সাহায্য সহযোগিত করে নি বরং মানুসিক দিক দিয়ে অনেক টরচারি করেছিল।
এমনকি সরকার স্পেকট্রাম গার্মেন্টসের মালিকদের কোন প্রকার বিচার না করে বরং তাদের পক্ষে সাফাই গেয়েছিল ফলে তারা আইনকে বৃদ্ধাগুল দেখিয়ে বেঁচে গিয়েছিল। কিন্তু বর্তমান এই গার্মেন্টস ট্র্যাজেডিতে সরকারের মানবিকতা কোন অংশে কম নেই। সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী পাশাপাশি বেসামরিক জনগণ প্রচণ্ড পরিশ্রম করে অনেক জীবনকে রক্ষা করতে পেরেছে। সুতরাং শেখ হাসিনার মানবিকতার রাজনীতি করে অমানবিকতার নয়।
সরকার প্রত্যেক লাশের সৎকার করার জন্য নগদ ২০,০০০ টাকা প্রদান ও আহতদের নগদ ১০,০০০ টাকা প্রদান করছে। এবং পরবর্তীতে আহতদের পুর্নবাসনের ও তাদের বেঁচে থাকার জন্য যথাযথ পদক্ষেপ নেবে। সুতরাং বর্তমান সরকার এই গার্মেন্টস ট্য্রাজেডিকে সামলাতে অনেক গুরুত্বপূর্ণ দিক হাতে নিয়েছে যা পূর্বে কোন সরকার এ রকম পদক্ষেপ গ্রহণ করে নি।
প্রধান বিরোধীদল নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে, ক্ষমতায় গেলে প্রত্যেক আহত ও নিহত ব্যক্তিদের ২০ লক্ষ টাকা প্রদান করবে, শুনে খুব হাসি পাইল আর এটা কখনো বিশ্বাসযোগ্য নয় কারণ অতিতে তার আমলেই অর্থাৎ ২০০৫ সালের ১০ এপ্রিল স্পেকট্রাম গার্মেন্টস বিধ্বংসীর কথা আমরা ভুলি নাই সেই ঘটনায় কোন গার্মেন্টস কর্মী কোন প্রকার ক্ষতি পূরণ পায়নি বরং পেয়েছিল বিভিন্ন ধরণের মানসিক যন্ত্রণা। বরং ঐদিনের জন্য গার্মেন্টস মালিকরা শুধু মিলাদ ও দুআর মাধ্যমে তাদের সেই স্পেকট্রাম ট্র্যাজেডির ইতি টেনেছিল শ্রমিকদের দেওনা পাওনা ছাড়ায়। তখন খালেদা আপনি কোথায় ছিলেন? আজ এতো লম্বা, লম্বা কথা বলছেন কারণ কি? না রাজনীতি ফায়দা লুটার জন্য? জনগণ জানতে চাই!!!!!
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪
ইকবাল১৫০২ বলেছেন: ঠিক আছে। কিন্তু আরেকজন অধম হলে আপনি কি উত্তম হবেন না। সরকারের সুযোগ ছিল আন্তর্জাতিক সহযোগিতা নেয়া। বায়বীয় ইমেজ’র কথা না বলে আরও আন্তরিক হওয়া।
আওয়ামী লীগ কেন শুধুমাত্র বিএনপির সাথে নিজেকে তুলনা করবে? আওয়ামী নিজেই নিজের প্রতিদ্বন্ধি হতে পারে।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
চোরাবালি- বলেছেন: তাই তো বলি লাফিয়ে লাফিয়ে কেন তেলের দাম বৃদ্ধি পায়
৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
২০০৫ সালের ১০ এপ্রিল স্পেকট্রাম গার্মেন্টস ভবনের ৯ তলা বিধ্বংস হয়
লিঙ্ক দেন
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩
জাহাঙ্গীর জান বলেছেন: চামড়ার মুখ অনেক কিছুই বলতে পারে সেটা কাজে প্রমান করতে পারেনা । মাণবিক দিকে হাসিনাঃ অনেক ভালো মানুষকে সহযোগীতা করার জন্য সবার কাছে সহযোগীতা চেয়েছে সেটা খালেদাঃ করতনা লাশ গায়েব করে পেলত ।