![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্বাবধায়ক নিয়ে ‘চুদুর বুদুর চইলত ন’ : রানু ; এসব নিষিদ্ধপল্লীর ভাষা : আ স ম ফিরোজ
‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চুদুর-বুদুর চইলত ন’Ñ এমন মন্তব্য করে সংসদে উত্তাপ ছড়িয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে হুইপ আ স ম ফিরোজ বলেন, এসব ভাষা ‘নিষিদ্ধপল্লী’তে ব্যবহার হয়। আর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের অসৌজন্যমূলক আক্রমণাত্মক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অসংসদীয় ভাষা এক্সপাঞ্জ করা হবে বলেও ঘোষণা দেন তিনি। গতকাল রোববার বিকালে জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেয়ার সময় তারা এসব কথা বলেন।
রানু সরকারের উদ্দেশে স্পিকারকে বলেন, আপনার কাছে আমার জিজ্ঞাসা দেশ কোন দিকে যাচ্ছে? আপনি এই সংসদের অভিভাবক, আগামী নিবাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয়। সেই নির্বাচনে যেন সব দল অংশ নিতে পারে এবং কেউ যেন গায়ের জোরে এক দলীয় নির্বাচন করতে না পারে, এ ব্যপারে আপনার কার্যকর ভূমিকা আশা করছি।
তিনি বলেন, তারেক রহমানের কথা শুনে আইন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভয়ে, আতঙ্কে পেট খারাপ করে কাপড়-চোপড় নষ্ট করে ফেলেছেন। তারেক রহমানের পেছনে সময় ব্যয় না করে নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য প্রস্তুত হোন। আমাদের কথা বাদ দিলাম। হেফাজত আর জামাতের সঙ্গে যা করেছেন, খবর আছে। পিঠের চামড়া থাকবে না বলে দিলাম। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ওয়ান-ইলেভেনের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তার করে তার শরীরে গরম ডিম ঢুকিয়ে দিয়ে তাকে নির্যাতন করেছিল। যারা ডিম ঢুকিয়েছিল তাদের বিচার না করে বিএনপি নেতাকর্মীদের ডা-াবেড়ি পরাচ্ছেন। কাদের সিদ্দিকীর ভাষায় ম তে মখা, তুই রাজাকার, তুই রাজাকার। রানু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি করতেন। কিন্তু এখন ৪০০ কোটি টাকা দিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করলেন কিভাবে।
নির্বাচন নিয়ে রানু বলেন, কেউ বলছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সরকারের প্রধান বানানো হবে, আবার বলা হচ্ছে আপনাকে (স্পিকার) নির্বাচনকালীন সরকারের প্রধান বানানো হবে। কিন্তু আমি বলতে চাই, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চুদুর-বুদুর চইলত ন’। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, হতে হবে। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।
ড. ইউনূস প্রসঙ্গ তুলে রানু বলেন, নোবেল পুরস্কার পাওয়ার অপরাধে ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরে যেতে হয়েছে। চুরি আর দুর্নীতিতে যদি নোবেল পুরস্কার দেয়ার বিধান থাকতো, তাহলে এই সরকারের মন্ত্রীরা সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেতো। এই দুর্নীতি দেখে একবার অর্থমন্ত্রী বলেছিলেন, আমি বেরিয়ে যেতে চাই। সেই অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, তা ছলনাময়ী নারীর মতো। সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর প্রস্তাব। সবই ছলনা, ধোঁকাবাজি। পদ্মা সেতু নির্মাণের জন্য বাচ্চাদের টিফিনের টাকা নেয়া হলো এবং সেই চাঁদা নিয়ে রাজশাহীতে একজন খুন হলো। পদ্মা সেতু শুরু করার আগেই ১২ শতাংশ কমিশন নেয়ার কথা ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বব্যাংক তার ঋণচুক্তি
২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
মাজহারুল হুসাইন বলেছেন: আরিফুর রহমান বাবুল বলেছেন: """"এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে হুইপ আ স ম ফিরোজ বলেন, এসব ভাষা ‘নিষিদ্ধপল্লী’তে ব্যবহার হয়।"""" আমার কথা হলো, উনি কি যাইতেননাকি????? না যাইলে শুনলো কি করে?? ভাল ভাল......খুব ভাল।
৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩
টি-ভাইরাস বলেছেন: চুদুর বুদুর কথা টা আমি প্রথম শুনি শাহবাগ এ .... কথা টা ছিল এমন " রাজাকার এর বিচার নিয়া চুদুর বুদুর চলবে না চলবে না " এখন আ স ম ফিরোজ কথাই যদি সত্যি বলে মেনে নিলে সাহাবাগ এর সবাই তো তাইলে নিষিদ্ধপল্লীর ভাষা বলছে তাই না , তাইলে কি হয়লো এখন কি ঐটা মেনে নিবো " যাহা রটে , তাহা কিছু টা সত্যি বটে "
৪| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১
অেসন বলেছেন: @টি এম ভাইরাস, শাহবাগের ভাষন আর সংসদীয় ভাষন একই রকম হওয়া কি উচিত ? সংসদে কথা বলেন আইন প্রনেতা এবং জন প্রতিনিধি।
নিষিদ্ধ পল্লীর ভাষা জানার জন্য নিষিদ্ধ পল্লীতে যাওয়ার দরকার হয় না।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২
আরিফুর রহমান বাবুল বলেছেন: """"এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে হুইপ আ স ম ফিরোজ বলেন, এসব ভাষা ‘নিষিদ্ধপল্লী’তে ব্যবহার হয়।"""" আমার কথা হলো, উনি কি যাইতেননাকি????? না যাইলে শুনলো কি করে?? ভাল ভাল......খুব ভাল।