নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

সত্য কথা বললেই সংসদ থেকে বিএনপির ওয়াক আউট, কারণ কী?

২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:২১



বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘মাফিয়া ডনের সহযোগী’ বলার প্রতিবাদে সংসদে আরো এক দফা ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা। গতকাল বুধবার বিকালে সরকারি দলের সদস্য আসাদুজ্জামান নূর তার বক্তব্যে বিদেশী এক সাংবাদিকদকে উদ্ধৃত করে এই কথা বলেন। সঙ্গে সঙ্গে এই বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী সদস্যরা। এক পর্যায়ে তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।



এ সময় এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদকেও বিএনপির সংসদ সদস্যদের অনুসরণ করতে দেখা যায়। এর মধ্য দিয়ে চলতি ১৮তম অধিবেশনে নবম বারের মতো ওয়াকআউটের নজির গড়লো বিরোধী দল।



তবে সরকারি দলের সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পর পুনরায় ফেরেন বিরোধী সদস্যরা। আসাদুজ্জামান নূর বলেন, একজন বিদেশী সাংবাদিক লিখেছেন যে, তারেক রহমানকে বিদেশের একটি পাবে দাউদ ইব্রাহিমের একজন লোকের সঙ্গে দেখা গেছে। অর্থাৎ তিনি সেখানে বেশ ব্যয়বহুল জীবনযাপন করছেন। তিনি যদি একটি বড় দলের দায়িত্বশীল নেতা হয়ে থাকেন, তাহলে তিনি কেন বিদেশে পড়ে আছেন? তিনি (তারেক) কেন দেশে ফিরে এসে স্বাভাবিক রাজনীতি করছেন না? তিনি কেন ধ্বংসের রাজনীতি করছেন, প্রশ্ন করেন তিনি।



বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরোধী দলের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বক্তব্যের জবাবে তারেক রহমানের প্রসঙ্গ আনেন সরকারি দলের এই সদস্য।



আসাদুজ্জামান নূর তামাক চাষ নিরুৎসাহিত করতে বিড়ি ও সিগারেটের শুল্ক আরো বাড়ানোর প্রস্তাব করেন। সংস্কৃতি খাতের বরাদ্দ বাড়ানোর দাবিও জানান তিনি।



মহাজোটে ফাটলÑ রাব্বি : আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন শরিক দল জাতীয় পার্টির সিনিয়র সাংসদ টি আই এম ফজলে রাব্বি।



গতকাল বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মহাজোটে ফাটল দেখা দিয়েছে। এ জোটের শরিক জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করা হচ্ছে। মনে রাখতে হবে জনগণ চাইলে ক্ষমতায় বসাতে পারে, আবার সরাতেও পারে।



আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাজোটে জাতীয় পার্টিকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানান দলটির এ সংসদ সদস্য। মহাজোট এখন ‘নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে’ বলেও মন্তব্য করেন তিনি।



রাব্বি বলেন, আগেও বলেছি মহাজোট এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে। এর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ফ্রি স্টাইলে কথা বলেন। কোনো বিষয়ে শরিকের মতামত নেয়া হয় না। একলা চলার পথ পরিহার করতে হবে। শরিককে মূল্যায়ন করতে হবে।



‘অসংসদীয় ভাষা’



বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা এদিনও সংসদে অসংসদীয় ভাষা ব্যবহারের কঠোর সমালোচনা করেন।



বিএনপির এম মাহবুব উদ্দিন খোকন সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



তিনি বলেন, এখন সংসদ হয়ে গেছে গালাগালির স্থান। আমার পরিবারের সদস্যরা এমন অসংসদীয় ভাষা ব্যবহার চায় না। জনগণ এমন সংসদ চায় না। সবাই এ ধরনের বক্তব্যকে নিন্দা করছে। মৃত ও সংসদে অনুপস্থিত কারো সম্পর্কে কুৎসা রটনা বা বক্তব্য না রাখতে স্পিকারের সহায়তা চান বিএনপির এ সাংসদ।



তিনি বলেন, সংসদে আজ যে ইতিহাস সৃষ্টি হচ্ছে তার দায় সংসদ নেতা এড়াতে পারেন না। প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন যাতে আগামীতে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি।



সংসদে অশোভন শব্দ ব্যবহারে বিরোধী দলের ভূমিকাকে দায়ী করেন সরকারি দলের আবদুল মান্নান। বিরোধী দলের সদস্যদের তিনি বলেন, প্রথম থেকেই দেখেছি বিতর্কের সূত্রপাত বিরোধী দল থেকেই শুরু হয়েছে। তার জবাব দিতে গিয়ে কথা বললেই বিরোধী দল ওয়াকআউট করে।



তাহের হত্যাকা- নিয়ে আদালতের রায়ের কথা তুলে ধরে ‘জিয়া ঠা-া মাথায় তাহেরকে হত্যা করে, বলতে হয় খুনি জিয়া, তারা জিয়ার উত্তরসূরি’ মেহেরপুরের জয়নাল আবেদীন এমন বক্তব্য দিলেই বিরোধী দল হইচই শুরু করে।



এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিরোধী দলের উদ্দেশে বলেন, আগেই বলা রয়েছে সবার বক্তব্য পরীক্ষা করেই বিধিবহির্ভূত শব্দ এক্সপাঞ্জ করা হবে।



বাজেট আলোচনায় অন্যদের মধ্যে মাহমুদুস সামাদ চৌধুরী, আতিউর রহমান আতিক, মকবুল আহমেদ, ইকবালুর রহিম, সোলাইমান হক, শেখ আবদুল ওয়াহ্হাব প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:২৯

এস দেওয়ান বলেছেন: সতিকে মোকাবেলা করার ক্ষমতা বিএনপির নেই তাই ওয়াক আউট করে । বিএনপির কাজ হলো শুধু চুদুরবুদুর করা ।

২| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:৩১

মোহাম্মদ হারুন বলেছেন: বি,এন,পির এখন চুদুর বুদুর করা ছাড়া আর কোন উপায় নেই।

৩| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৬

আতা2010 বলেছেন: মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক!!!!!!!!!!!

মুসলিম মেয়েদের বিয়ের পাত্র হিসেবে মাদ্রাস পড়ুয়া ছেলে পছন্দ নয় । পছন্দ নয় মসজিদে ইমামতী করা বা মাদ্রাসায় শিক্ষকতা করা পাত্র।

বরং মুসলিম মেয়েদের বিয়ের ক্ষেত্রে গার্জিয়ানের পছন্দ থাকে স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় পাশ করা বড় ডাক্তার , ব্যারিস্টার , সি এ করা ভাল বেতনের চাকরী / ব্যবসা করা ধনী ছেলে !!!!!!!!!! পছন্দ। তাদের পছন্দ হিন্দুদের মত ক্লিন সেভ করা , শুট-কোট , টাই , প্যান্ট , শার্ট পরা স্মার্ট !!!!!!!!!!!!!! ছেলেদের । বর্তমানে বিয়ের ক্ষেত্রে মুসলমান মেয়েদের আর তাদের গার্জিয়ানের আরো কত হাজারটা ঢঙ্গ আছে যে, শুনলে মাথা ঘুড়ায়।

মেয়েরা নিজেরা টাইট ফিটিং বোরকা পড়লেও সে চায় না তার স্বামী দাড়ি , টুপী ওয়ালা হুজুর হোক।

সবাই চায় তার ছেলেরা স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়ুক। বড় ডাক্তার , ব্যারিস্টার , মিনিস্টার হোক । ভাল বেতনের চাকরী করুক । আরও চায় তাদের মেয়ের জামাই স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় পাশ করা বড় ডাক্তার , ব্যারিস্টার , সি এ করা ভাল বেতনের চাকরী / ব্যবসা করা ধনী ছেলে হোক ।

অনেক মানুষ আছে যারা মসজিদ ও মাদ্রাসাতে টাকা দান করে আবার ছেলে-মেয়েদের বিধর্মী শিক্ষালয়ে পড়াশুনা করিয়ে গর্ববোধ করে । অনেকে ভাল মাদ্রাসার জন্য যাকাত,ফেতরা দেয় । ভাল মাদ্রাসার গুণগান করে অন্য মানুষের কাছে । কিন্তু নিজের সন্তানদের সেই ভাল মাদ্রাসাতে পড়াতে অথবা কোরআন সূন্নাহ মেনে চলতে দিতে আগ্রহবোধ করে না । ঢাকা শহরের কয়টা লোক তাদের মেয়ে -ছেলেকে মাদ্রাসতে পড়াতে চায় একবার বলবেন কি?

আমার নিজ চোখে দেখা, ফরিদপুরে হাফেজ ডাঙ্গী মাদ্রাসার এক শিক্ষক নিজের ছেলেকে স্কুলে পড়ায়। কারণ তার ছেলে ভাল ছাত্র।এর মানে দাড়ায় মাদ্রাসাতে পড়বে খারাপ ছাত্ররা আর গরীব মানুষের ছেলেরা । নাঊজুবিল্লাহ।

কয়দিন আগে কাফির খ্রিষ্টান মিশনারীদের হলিক্রস কলেজে মাদ্রাসার শিক্ষার্থীদের ভর্তির বিষয় নিয়ে একটা খবর বের হল । সেখানে দেখা গেলো তারা সেই কলেজে ভর্তির জন্য বোরকা না পরে আসার প্রতিশ্রুতি দিল কাফির খ্রিষ্টান অধ্যক্ষ ম্যাডামের কাছে । নাঊজুবিল্লাহ।

কিন্তু তারপরেও কলেজে ভর্তি হতে না পেরে নাকিকান্নায় সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলে , " এমন হবে জানলে হয়তো মেয়েকে মাদ্রাসায় পড়াতাম না।" নাঊজুবিল্লাহ।

আপনাদের কি মনে হয়, ঐ মেয়েদের গার্জিয়ান তাদের মেয়েকে ভবিষ্যতে কোন মাদ্রাস পাশ করা , মসজিদে ইমামতী করা বা মাদ্রাসায় শিক্ষকতা করা পাত্রের কাছে বিয়ে দিবে ?????? আমার মনে হয় না।

৪| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৬

আতা2010 বলেছেন: Click This Link

৫| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৮

আতা2010 বলেছেন: সামুর মোডারেটররা আমার নির্মম সত্যি লেখাগুলা ১ম পাতায় দেখায় না। তাই এভাবে দিলাম । কিছু মনে করবেন না,
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.