নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি না এলে জামায়াত বাদে অন্যান্য দল নিয়ে সর্বদলীয় সরকার

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫২

বিএনপি না এলে জামায়াত ছাড়া অন্য দলগুলো নিয়ে সর্বদলীয় সরকার গঠন করে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হবে। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের এ কথা বলেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি নির্বাচনে আসবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে আজ মঙ্গলবার থেকে আলোচনা হচ্ছে।

প্রথম দিনে সিপিবি নেতাদের সঙ্গে আলোচনা হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সিপিবি নেতাদের সঙ্গে কথা বলবেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। পরে বাসদ, গণফোরাম ও অন্য দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন। তাদের নিয়ে গঠিত সর্বদলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার কথা ভাবছে সরকার। সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে জাতীয় নির্বাচন সম্পন্ন করার পর কোন কোন আসনে উপনির্বাচন সম্পন্ন করার প্রয়োজন দেখা দেয়। এ উপনির্বাচন সম্পন্ন করে আগামী ২৪ জানুয়ারির মধ্যে যাতে নতুন সরকার গঠনপ্রক্রিয়া সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে ১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা জরুরী।

অনির্ধারিত এ বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় বসার জন্য অনেক চেষ্টা করেছি। দেশবাসীকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে নিজে টেলিফোন করেছি। এমনকি সংঘাত যাতে না হয়, সে জন্য বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহার করে আলোচনায় বসারও অনুরোধ করেছি। কিন্তু তিনি হরতাল প্রত্যাহার করেননি। এই হরতালে একের পর এক প্রাণহানি ঘটছে। তিনি বলেন, সাধারণ মানুষের ওপর এই হামলার প্রতিরোধ গড়ে তুলত হবে। এ সময় তিনি বিরোধীদলীয় নেতা বেগম জিয়ার সঙ্গে টেলিফোনের আলাপচারিতার কিছু অংশ উপস্থিত সকলকে অবহিত করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.