নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির অস্তিত্ব বিলীন হতে যাচ্ছে এক সময় শেষ হয়ে যাবে।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২





পৃথিবীর ইতিহাসে যে সব কুখ্যাত ব্যক্তি যাদের কূ-চিন্তিত অভিমত ও চিন্তার ফসলে বিভিন্ন যুগের জীবন ধারায় আনয়ন করেছে ধ্বংসাতœক, নৈরাজ্য যাদের তামাশার কারণে পৃথিবী হয়েছে অন্ধকারাচ্ছন্ন, ইতিহাসে হয়ে আছে যারা কুলাঙ্গার তাদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন অন্যতম। যে সব ব্যক্তি শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত ক্ষমতার বশবর্তী হয়ে রাষ্ট্র কে করেছে ধ্বংসাত্মক তাদেরই উত্তরসূরী বিএনপি খালেদাজিয়া।



জাতির এই ক্লান্তির লগ্নে সংকট নিরসনে তারা কোন ভূমিকাই রাখতে পারছে না ক্রমাগত ভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যম দিয়েই জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাই তারা আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণ তাদের আর পাশে থাকতে চাই না। রাষ্ট্র ক্ষমতায় তাদের আর আসীন হতে দিবে না।



এহেন পরিস্থিতি মোকাবেলায় শেখ হাসিনা জাতির জন্য এক মশাল স্বরূপ আলোকবর্তিকা এবং তিনি চান সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যম দিয়েই দেশের গণতন্ত্র সঠিকভাবে বজায় রাখতে । কোন কুলাঙ্গারের হাতে যেন দেশ না যায় দেশ যাতে গভীর সংকটে না পড়ে সে জন্য আজ তার এই পদক্ষেপ। ইতোমধ্যে তিনি নির্বাচনের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন জনগণ তাকে সাধুবাদ জানিয়েছে। সকলেই চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন যেমন হয়েছে সিটি কর্পোরেশনের নির্বাচন আর সেটা হয়েছে আওয়ামীলীগের কঠিন পদক্ষেপের মাধ্যমে। সবাই চাই ওই একই ধারাবাহিকতা বজায় রাখতে। তাইতো গতকাল থেকেই শুরু হয়েছে আওয়ামীলীগের নির্বাচন কার্যকরী মিশন।



বিএনপি মনে করে আমাদের দলে রয়েছে অনেক বুদ্ধিজীবী আসলে সবাই ভেজা বিড়াল স্বার্থান্বেষী ও জামায়াতি নির্ভরশীল। একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে বিরোধীদলীয় নেতাকে ফোন করা জাতির জন্য মঙ্গলজনক ছাড়া আর কিছুই হতে পারেনা। কিন্তু তিনি নিজের গ্রাফিটি দেখালেন তিনি মূল্যায়ন করলেন না। কিন্তু আজ হাড়ে, হাড়ে বুঝতে পারছে বিএনপি। পিছনে পিট ঠেকে গেছে এমনকি পায়ের তলায় তাদের মাটিও নেই। বিএনপি আজ কিংকর্তৃব্যবিমূঢ়!!!!!



অবশেষে তারা আজ সিদ্ধান্ত নিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করবে ফলে দেশের মানুষ আজ খুশি। কিন্তু সবাই চাই রাষ্ট্রপতির সাক্ষাতের মাধ্যমে দেশে সংসদীয় নির্বাচনে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এবং অনেকেই চিন্তা করছে বিএনপি তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি বিএনপি রাষ্ট্রপতিকেও উপেক্ষা করে অন্য কোন পদক্ষেপ গ্রহণ করে তাহলে দেশ ও জাতি কখনো মেনে নেবে না।



তাই সবাই মনে করছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক , নইলে তারা ফাঁদে পড়বে এবং জনগণের কাছে চরমমূল্য দিতে হবে। আর সেই ফাঁদ থেকে বাঁচার কোন উপায় নেই। এমনকি তোমাদের অস্তিত্ব বিলীন হয়েও যেতে পারে, তাই সাধু সাবধান!!!!!!!!



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

অনিরূদ্ধ বলেছেন: গুড পোস্ট।

ডিয়ার সামু, স্টিকি করবেন না?

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০১

চলতি নিয়ম বলেছেন: শেষের ছবিটার কি কোনো দরকার ছিলো? শুধু শুধু ক্যাচাল বাড়াবে।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

ইসলাম রফিকুল বলেছেন: Lekhata valo, tobe shesher chobita na dile lekhar man ta aro uchu hoto.

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

আখিলিস বলেছেন: বিলিন হবে মানে কী? অলরেডী তো জামাতের বি'টিম হয়েই গেছে ! আর হ্যা: শেষ ছবি টা দরকার ছিল না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.