![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিনে গতকাল সারাদেশে সহিংসতায় একজন বিজিবি সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ সদস্যসহ দুই শতাধিক। ভাঙচুর করা হয়েছে কয়েকশ যানবাহন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও, সংঘর্ষে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীর বাইরেই অবরোধকারীদের ব্যাপক তত্পরতা লক্ষ করা গেছে। সারাদেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরা, কুমিল্লা, সিরাজগঞ্জ ও বগুড়ায় ব্যাপক সহিংসতায় বিজিবি সদস্য, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ছয়জন নিহত হন। বগুড়া, ফেনী ও চুয়াডাঙ্গায় উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। ঈশ্বরদী, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহ, জামালপুরের মাদারগঞ্জ, চাঁদপুর ও যশোরে রেলপথে নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিপর্যস্ত হয়েছে রেলপথ। বরিশালে লঞ্চেও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজধানীর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। নৌ-চলাচলও ছিল কম। ফলে রাজধানীসহ সারাদেশে কর্মব্যস্ত মানুষকে চরম দুর্দশায় পড়তে হয়। ব্যাপক প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। অফিস-আদালতে কাজ হয়েছে কম। রাজধানীতে ককটেলবাজিতে সাংবাদিক ও নিরীহ পথচারী গুরুতর আহত হয়েছেন। চোরাগোপ্তা হামলার কিছু ঘটনাও ঘটেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে সারাদিনই বিরাজ করে উত্কণ্ঠা। রাজধানীর অভ্যন্তরীণ রুটগুলোতে যানবাহন ছিল কম। দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। এদিকে হতাহতের প্রতিবাদে আজ কয়েকটি স্থানে হরতাল ডাকা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় চলছে। সহিংসতায় নিহতরা হলেন বিজিবি সদস্য রিপন, বগুড়ার যুবদল নেতা ইউসুফ আলী, সাতক্ষীরার যুবলীগ নেতা মাহমুদুল হাসান বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম, কুমিল্লার রিকশাচালক বাবুল মিয়া এবং সিরাজগঞ্জের সাকমান হোসেন। আমাদের নিজস্ব প্রতিনিধি, ব্যুরো, আঞ্চলিক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো অবরোধ কর্মসূচির খণ্ডচিত্র—
কুমিল্লায় বিজিবি সদস্যসহ নিহত ২ : কুমিল্লার চর্থায় এক বিজিবি সদস্য এবং লাকসামে এক রিকশাচালক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চর্থায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। নিরাপত্তাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড শটগান, রবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ সময় গুলিতে বিজিবি সদস্য রিপন আহত হন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। রিপন বিজিবি ১০ বাটালিয়নের সদস্য।
লাকসামে সকালে অবরোধকারীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আত্মরক্ষার্থে কয়েক পুলিশ সদস্য একটি দোকানে আশ্রয় নিলে বাইরে থেকে তালা মেরে তাদেরকে অবরুদ্ধ করে রাখে পিকেটাররা। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে। পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ মুহুর্মুহু শটগানের গুলি ছুড়তে থাকে। উভয় পক্ষের গোলাগুলিতে শহরের জগন্নাথ দীঘির দক্ষিণ পাড়ে বাবুল মিয়া (৪২) নামে এক রিকশাচালক নিহত হন। বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই তাকে নিজেরদের কর্মী বলে দাবি করেছে। এ সময় বিএনপি-জামায়াতের ২৫ কর্মী গুলিবিদ্ধ হন। ইটপাটকেলের আঘাতে ১৫ পুলিশসহ অর্ধশতাধিক আহত হন।
সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুকে (৩১) পিটিয়ে হত্যা করেছে বিএনপি-জামায়াতের কর্মীরা। যুবলীগ নেতার ভাই কলারোয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ জানান, বাবু বাড়ি থেকে মোটর সাইকেলযোগে কলারোয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে আলাইপুর নামক স্থানে বিএনপি- জামায়াতের ক্যাডাররা তাকে লাঠিপেটা করে। পরে স্থানীয় লোকজন তাকে সাতক্ষীরা সদর হাসপতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। এ ঘটনার সাড়ে ৫ ঘণ্টা পর একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে জামায়াত-শিবির ক্যাডাররা। নিহত রবিউল ইসলাম দেয়াড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে। বিকেলে দেয়াড়া বাজারে একটি দোকানে বসে চা খাওয়ার সময় ৫০-৬০ জন সশস্ত্র জামায়াত-শিবির ক্যাডার তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে। এর আগে সকালে সাতক্ষীরার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
বগুড়ায় যুবদল নেতা নিহত : বিকেল সাড়ে ৩টার দিকে যুবদল বগুড়ার নেতাকর্মীরা ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ইটপাটকেল ফেলে অবরোধ করে। অতিরিক্ত পুলিশসহ র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে। এ সময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী (২৩) নিহত হন। তিনি বগুড়া সদরের ঢাকন্তা গ্রামের মকবুল হোসেন পুত্র। এ ঘটনায় কমরেড ও মনা নামে দুজনসহ তিনজন গুলিবিদ্ধ হন। এছাড়া রাবার বুলেট ও ককটেলের আঘাতে আরও সাতজন আহত হন। ঘটনার প্রতিবাদে বিএনপি আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এদিকে অবরোধকারীরা বেলা ১২টার দিকে বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসে হামলা চালায়। তার ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র ও একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলে।
সিরাজগঞ্জে প্রাণ গেল পথচারীর : শহরের জগাইমোড় এলাকায় সকালে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহত সাকমান হোসেন (২৭) সদর উপজেলার মাছুয়াকান্দি গ্রামের সমেদ আলীর ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রী। তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু নিহত সাকমানকে দলের কর্মী বলে দাবি করেছেন। এদিকে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর কায়েম সবুজকে গ্রেফতারের প্রতিবাদে কাল বৃহস্পতিবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে অবরোধকারীরা জগাইমোড় এলাকায় অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সাকমান আতঙ্কিত হয়ে পার্শ্ববর্তী পুকুরে লাফিয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন।
এছাড়া ভোরে শহরের মালসাপাড়া এলাকায় একটি ট্রাকে আগুন ও একটি মিনি ট্রাক ভাঙচুর করে অবরোধকারীরা।
বরিশালে ব্যবসায়ীর মৃত্যু : মাদারীপুরের টেকেরহাট এলাকায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে আহত সবজি ব্যবসায়ী রফিকুল ইসলাম বরিশালের শেবাচিমে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তাকে বাঁচাতে গিয়ে আহত অপর ব্যবসায়ী নঈমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় মাদারীপুরের টেকেরহাট নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে ব্যবসায়ী রফিক পিকেটারদের হামলায় নিহত হয়েছেন-এমন খবর প্রচার হলে বরিশাল নগরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার রগ কর্তন : দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগের অবরোধবিরোধী সমাবেশে হামলা চালায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় তারা স্থানীয় ছাত্রলীগ নেতা সুজনের হাতের রগ কেটে দেয় এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। অবরোধকারীদের হামলায় আরও পাঁচজন আহত হয়। নাশকতা এড়াতে জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঈশ্বরদীতে দুই শতাধিক যানবাহন ভাঙচুর : বিভিন্ন সড়ক-মহাসড়কে দুই শতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছে অবরোধ সমর্থনকারী পিকেটাররা। এ সময় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় গাছের গুঁড়ি, ইটপাথর ও গাছ কেটে রাস্তায় আড়াআড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে তারা।
চাঁদপুরে শতাধিক গাড়ি ভাঙচুর : জেলার সর্বত্র প্রায় একশ’ অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ সময় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। পুলিশ ছয়জনকে আটক করে।
ফরিদপুরে ট্রাকচালক অগ্নিদগ্ধ : ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের পিয়ারপুর নামক স্থানে সোমবার গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের চালক আবদুল খালেক শেখ (৪০) মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালীতে আহত ৫০ : জেলার মাইজদী শহরে পুলিশ-বিএনপি ও জামায়াত-শিবির ত্রিমুখী সংঘর্ষে গোটা শহর রণক্ষেত্র পরিণত হয়েছে। এ সময় ১৮ দলের কর্মীরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে এবং একটি দোকানে আগুন ধরিয়ে দেয়। পুলিশের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ৫০ জন আহত হয়।
আজ বিশ্বনাথে হরতাল : জেলার বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খানসহ চার নেতাকর্মী আটকের প্রতিবাদে আজ বিশ্বনাথে হরতাল আহ্বান করেছে বিএনপি।
বোমায় প্রকম্পিত ব্রাহ্মণবাড়িয়া : রাত প্রায় পৌনে ৮টার দিকে শহরের টেঙ্কেরপাড়, পুরনো কোর্ট রোড, জগত্বাজার, টিএ রোড, কালীবাড়ি মোড়, রেলগেট এলাকা, কলেজ রোড, কাজীপাড়া, শিমরাইলকান্দিসহ বিভিন্ন স্থানে কমপক্ষে তিন শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে অধ্যক্ষের ওপর হামলা : শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এরফান আলী ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদদৌলার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
পটিয়ায় পুলিশসহ আহত ১৫ : জেলার পটিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।
রাজশাহীতে আজ আধাবেলা হরতাল : পুলিশের নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। গতকাল দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু হরতালের এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পুলিশের বেপরোয়া গুলিতে দলের আট নেতাকর্মী গুলিবিদ্ধসহ ৭০ জন আহত হয়েছে।
বরিশালে মাইক্রোবাস ও লঞ্চে অগ্নিসংযোগ : গতকাল রাত পৌনে ৮টায় বরিশালের উজিরপুরে যাত্রীবাহী মাইক্রোবাসে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। এতে মাইক্রোবাস চালক হাবিবসহ অন্য পাঁচ যাত্রী অগ্নিদগ্ধ হয়। গুরুতর আহত মাইক্রোবাস চালক হাবিবকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাত ৯টায় বাকেরগঞ্জের দাদুর হাটে একটি মহেন্দ্রা টেম্পোতে অগ্নিসংযোগকালে ছয় বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সন্ধ্যার পর নগরীর লঞ্চঘাট এলাকায় বরিশাল-পাতারহাটগামী ফয়সাল নামে একটি লঞ্চে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পিকেটাররা। লঞ্চের স্টাফসহ অন্যরা তাদের ধাওয়া করলেও দ্রুত পালিয়ে যায় তারা। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলে নৌবন্দরে দায়িত্বরতরা।
মাগুরায় সংবাদপত্রের গাড়িতে আগুন : গতকাল রাত ৮টার দিকে একটি সংবাদপত্রের গাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিএনপি কর্মীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা সংবাদপত্রের গাড়িটি রাত ৮টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে স্থানীয় বিএনপি কর্মীরা আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীতে আগুন ভাঙচুর বিস্ফোরণ : নির্বাচনী তফসিল ঘোষণার জের ধরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানী ঢাকায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পিকেটারদের দেওয়া আগুনে হাতিরপুল এলাকায় ছাবেদ আলী (৩৩) নামে এক অটোরিকশাচালক দগ্ধ হয়েছে। এছাড়া গোড়ানে পিকেটারদের ছোড়া ককটেলে আনোয়ারা বেগম (৪২) ও পল্টনে আলমগীর নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯জন পিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ।
©somewhere in net ltd.