![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতিতে না আসতে জাতির জনক বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে এক হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
গত ১৬ নভেম্বর সেন্ট্রাল লন্ডনের হিল্টন ইন পার্ক লেন হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে তারেক রহমান টাকা দেয়ার প্রস্তাব দেন বলে তার ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয় অনেকটা গোপনে হিল্টন ইন পার্ক লেন হোটেলে ওঠেন। তার হোটেলে ওঠার বিষয়টি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও জানতেন না। পরে ওই হোটেলে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেষ্ঠ্য পুত্র তারেক রহমান।
সেখানে জয় ও তারেকের মধ্যে প্রায় একঘন্টা বৈঠক হয়।
সূত্র জানায়, বৈঠককালে দুই তরুণ নেতা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন। এসময় তারেক রহমান ওয়ান ইলেভেনের সময় তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও বানোয়াট দাবি করে মামলা প্রত্যাহারের ব্যাপারে জয়ের সহযোগিতা চান।
এসময় জয় ২১ আগস্ট তার মা শেখ হাসিনার উপর গ্রেণেড হামলার প্রসঙ্গ টেনে আনলে তারেক রহমান তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন। তবে এ ঘটনার সাথে তৎকালীন চারদলীয় জোটের কোন মন্ত্রী বা নেতার হাত থেকে থাকলে তা তার জানা ছিল না বলে দাবি করেন তিনি।
যুক্তরাজ্যে তারেক রহমানের খুব কাছাকাছি থাকেন বিএনপির এমন এক নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা জানান, তারেক রহমান বৈঠকে যাওয়ার সময় তার গাড়িতে চালক ও তিনি একা ছিলেন। অপর এক গাড়িতে তারেক রহমানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির তিন নেতা ছিলেন। তবে তারেক রহমান তাদেরকে হোটেলের ভেতর নিয়ে যাননি।
সূত্র জানায়, বৈঠককালে তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ তুললে জয় সংবিধানের বিধি নিষেধের কথা মনে করিয়ে দেন। তখন তারেক সংলাপের জন্য প্রধানমন্ত্রী যাতে বিরোধী দলীয় নেত্রীকে আরেকবার ফোন দেন সেজন্য অনুরোধ করেন জয়কে। তবে জয় বলেন- এখন আর দুইনেত্রীর মধ্যে সংলাপের সময় ও পরিবেশ নেই। সংলাপ হলে দলের সেক্রেটারি পর্যায়ে হতে পারে।
ধারণা করা হচ্ছে জয় ও তারেকের এই বৈঠকের পরই শনিবার দুই দলের সেক্রেটারি পর্যায়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান বৈঠকে জয়কে আগামী নির্বাচন পর্যন্ত রাজনীতিতে না নামার অনুরোধ জানান। এজন্য তিনি জয়কে একহাজার কোটি টাকার প্রস্তাব দেন।
বৈঠকে তারেক বলেন- আপাতত তিনি দেশে ফিরছেন না। আগামী বছর তিনি দেশে ফিরলে তখনই যেন জয় রাজনীতিতে নামেন। তারেক রহমানের এমন প্রস্তাব প্রত্যাখান করে সজীব ওয়াজেদ জয় বলেন- তিনি টাকার জন্য রাজনীতি করেন না। দেশ ও জাতির জন্য যেভাবে তার নানা প্রাণ উৎসর্গ করেছেন এবং মা কাজ করে যাচ্ছেন তিনি সে আদর্শে উদ্বুদ্ধ হয়েই রাজনীতিতে নেমেছেন।
সূত্র জানায়- তারেকের এমন প্রস্তাবে ক্ষুব্ধ হন জয়। তিনি তারেককে বলেন- দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু একজন তরুণ রাজনীতিবীদের কাছ থেকে এমন প্রস্তাব আশা করিনি। সূত্র জানায়, বৈঠক শেষে প্রথমে তারেক রহমান হোটেল থেকে বের হয়ে যান। এর প্রায় আধঘন্টা পর জয়ও হোটেল ত্যাগ করেন।
Click This Link
২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সবই ভূয়া খবর, ১৬ই নভেম্বর পড়েছিলাম ।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫১
পথিক০২১ বলেছেন: Too bad Tariq did not offer 2000 Corer Taka. Joy would have forgot about all bad blood had accepted it. Every one has a price may be Tariq made mistake of bidding too low for Joy.
৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
সালমা শারমিন বলেছেন: miyaaaaaaaa, faijlamir ar jaiga pailen na. tarek dakse, r joy shur shur kore gese prostab shonar jonno. abar firiye diye ashche. manushre koto boka mone koren apnara
৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
সাজিদ ঢাকা বলেছেন:
৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
Eng. Wadud Khan বলেছেন: উভয়ই বদ।
তবে জয় তারেকের চেয়ে হাজার গুনে ভাল।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
হাসিব০৭ বলেছেন: জ.........য় হইল মিছকা শয়তান আর তারেক হইল প্রকাশ্য শয়তান যে একটু না করতেই ধরা
খায়
৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
কিরিটি রায় বলেছেন: হালায় সকালে সামুতে ঢুকতেই মেজাজ বিলঅ...
সব প্রোপাগান্ডা মেশীন একলগে চলতেছে!!!!
তা ভাইজান, সক্কালেই কয় ছিলিম টানলেন?????
নাকি শিশায় বুদ!!!!
পাওয়ারপয়েন্ট ইঞ্জিনিয়ার- আহা - উহু.. তিনার সাত্র একখান প্রমাণ সহ দূর্নীতির রিপোর্ট ছাপতেই আমারদেশ দিলেন বন্ধ কইরা!!
আর আদালতের রায়ে বেকসুর খালাস তারেকে নামে কুৎসা গাইয়া বেড়ান!!!
ছিঃ।
ট্যাকা পাইলে কি ঘূ খাইতে হয়? বিবেক বোধ বুদ্ধি কিছূই নাই আপনেগো...!!!!! ছী ছি ছি....
৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
নিজাম বলেছেন: খবর কী ভূয়া নাকি বুঝতে পারছি না।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
শাহীন উল্লাহ বলেছেন: হা হাা হা হা দাড়ান হাইসা লই
তেলাপোকা ও একটা পাখী আর সে ও একটা নেতা !!!!!!!
ক্ষমতাটা যাক তারপর জানবেন কে বেশি দুর্নিতীবাজ
১১| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
বিশ্বাস করি 1971-এ বলেছেন: গাজার দাম আসলেই কমসে। রেফারেন্স ছাড়া কথা বলা আমাদের মনে হয় জাতিগত অভ্যাস হয় গেছে।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০১
তালপাতারসেপাই বলেছেন: সহমত ! বিশ্বাস করি 1971-এ বলেছেন: গাজার দাম আসলেই কমসে। রেফারেন্স ছাড়া কথা বলা আমাদের মনে হয় জাতিগত অভ্যাস হয় গেছে।
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
তালপাতারসেপাই বলেছেন: একটি চিহ্নিত চক্র প্রমান করতে চাচ্ছে তারেক ও জয়ের লন্ডনে মিটিং হয়েছে। হাস্যকর চেষ্টা।
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
আহমেদ রশীদ বলেছেন: কিরিট রায় সত্য কথায় আপনার পুটু এত জ্বলছে কেন? দালালের বাচ্চা দালাল
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
বেকার সব ০০৭ বলেছেন:
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
ভিটামিন সি বলেছেন: বোধাই পোষ্ট। পোষ্টে কলংক লেইপ্যা দেওয়া হউক।
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
আহমেদ রশীদ বলেছেন: ভিটামিন খাওয়াবো তোরে। আস্ত ভোধাই, হিরঞ্চি
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮
পাঠক১৯৭১ বলেছেন: এরা উভয়ই ১ টা সিগারেট পেলেও নেয়ার লোক।