নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে প্রমাণিত হলো বিএনপি-জামাত পাকিস্তানের এজেন্ট

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮



এদেশের আপামর জনসাধারণের চাওয়া পাওয়া ছিল যুদ্ধাপরাধীদের বিচার ও কার্যকর। দীর্ঘ ৪২ বছর পর বর্তমান সরকার সেই জনগণের ম্যান্ডেটকে পূরণ করার লক্ষ্যে সকল যুদ্ধাপরাধীদের বিচার। এবং সেই লক্ষ্যে একজনের বিচারকার্য করতে সক্ষম হয়েছে। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর থেকে দেশে একের পর এক ধ্বংসাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিএনপি-জামাত। দেশের নাশকতা এমন ভাবে বেড়ে চলেছে যেন ৭১কে হার মানাবে।

নেত্রী যখন নিদ্রাই, তখন দেশে চলছে বিরাজমান নাশকতা ও অগ্নিসংযোগ। তিনি তো অবরোধ ডেকে নাক ডেকে ঘুমাচ্ছেন। শুনেছি দুপুর ২ টায় ছাড়া তার সকালের ঘুম ভাঙেনা। এ হল আমাদের বিরোধী দলের নেত্রী। তার হুকুমেই দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ভিন্ন ধর্মী মানুষের জানমালের ক্ষতি করছে বিএনপি-জামাত। গত অবরোধ থেকে বর্তমান পর্যন্ত দেশের অর্থনীতিতে চরম ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছে। প্রায় ৩৫,০০০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে ফলে দেশ যেটুকু অর্থনীতির দিকে ধাবিত হয়েছিল তা এখন সবশেষ।

যায়হোক এদিক কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তানের এত পুটু জ্বলছে কেন? সকলের মধ্যে এটা আজ প্রশ্ন। তাদের পার্লামেন্টে এ ফাঁসির বিরুদ্ধে অনাস্থা বিল পাশ হওয়ার কারণ কি! জাতি আজ জানতে চাই। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে কাদের মোল্লা এদেশ অর্থাৎ পাকিস্তানের প্রতি ভালোবাসা ছিল, সে আমাদের বন্ধু। তাহলে বুঝতে হবে এই জামাত ইসলাম কি বাংলাদেশী না পাকিস্তানি? এটা সকলের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।

সুতরাং ্এ থেকে প্রমাণিত হলো, জামাত-বিএনপি এরা আমাদের দেশের নয় এরা সম্পূর্ণ পাকিস্তানি। তাই পাকিস্তানের এজেন্টদের এ দেশে ঠাঁই নেই। এ দেশ থেকে তাদের দূর করতে হবে। পাকিস্তানি যত ব্যবসা প্রতিষ্ঠান আছে অবিলম্বে সেগুলো নিষিদ্ধ করা বড় জরুরী। এছাড়া পাকিস্তানি রাষ্ট্রদূতের কার্যালয় এ দেশ থেকে উৎখাত করতে হবে। তাদের বংশধর এদেশে রাখলে হয়তো বাংলাদেশ বড় ধরণের হুমকির সম্মুখিন হতে পারে এবং বড় ধরণের নাশকতা করতে পারে।

পাকিস্তানের এই মনোভাব ও উগ্রষড়যন্ত্রের কলকাঠি এখন বোঝা যাচ্ছে সেদেশের পার্লামেন্টের উপর। আগেই মিডিয়ার মাধ্যমে জানা গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এদেশে বিএনপি জামাতকে লালন পালন করছে এবং বিভিন্ন নাশকতা করার জন্য পরামর্শ সহ অর্থ প্রদান করে থাকে। আজ গণজাগরণ মঞ্চ পাকিস্তানি রাষ্ট্রদূতের কার্যালয় ঘেরাও সহ যে পদক্ষেপ নিয়েছে তাহা একটি সাহসী পদক্ষেপ। জানা গেছে এদেশের অনেক শহীদ পরিবার ও নির্যাতিত মা বোনেরা এ আন্দোলনে অংশগ্রহণ করবে। এ কর্মসূচী যাহাতে সফল হয় আমরা দলে দলে যোগদান করি ও পাকিস্তানি দোসরদের ঘৃণা করি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

প্রদীপ নাথ বলেছেন: কুত্তার লেজতো সহজে সোজা হবেনা। শুয়রের বাচ্ছাদের নিজেদের কোন প্রশাসনিক অবকাঠাকমো পর্যন্ত নেই, পরো যুবসমাজ গাজার, সুরুট, আফিম আসক্ত, জঙ্গীদের অভয়ারণ্য, নৈতিকতা বলে যে একটা বস্তু আছে সেই চেতনাবোধ পর্যন্ত নেই। যে দেশে অনলাইনের সার্চ ইন্জিনে সর্বাধিক সার্চ করা হয় "সেক্স" সক্রান্ত ব্যাপার সেপার। গুগলের জরিপে এই সক্রান্ত সার্চ-এ অপ্রতিদন্ধী বিশ্বচ্যাম্পিয়ন। পৃথিবীর নিকৃষ্ট একটা জাতি, যারা মসজিদে, জানাযায় বোমা হামলাকরে। সেই দেশ কোন সভ্য জগতের জন্য কাম্য নয়। । নিজেদেরকে পরিশোধন না করে। একটি স্বাধীন দেশ যা কিনা আবার তাদেরকে ঝাটা মেরে বিধায় করে নিজেদের একটি স্বাধীন ও সর্বভৌমত্ব তৈরি করছে, তাদের নিয়ে কথা বলে। এরা নাক গলালে,কেটে ফেলা উচিত।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

পথিক০২১ বলেছেন: I am glad that truth has come out finally and in your brave outspoken article it is clear as day light that Jamat and BNP are Pakistani agent. Any act of an organization or individual who conspire against their own country and its interest is considered as treason and should be hanged publicly.
But I am surprised to see when an elected governing body and in future selected governing body gives out everything in the feet of India your mighty pen is silent !!!! Shouldn't AL share the same feat as their counterpart BNP and Jamat ? Oh yeah I forgot you are just another paid blogger of AL who started finally seeing some hard cold cash for kissing asses of this despicable government.

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

আহমেদ রশীদ বলেছেন: ভাই আপনি কোন দেশের পথিক পাকিস্তানের না আফগানিস্তানের???????

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

আহমেদ রশীদ বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.