নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

মসজিদে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য ইমামগণদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া জরুরী

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫



জানা গেছে, সৌদি আরবে শুক্রবারের নামাজে খুতবায় রাজনৈতিক বক্তব্য দেয়াটাকে অনৈতিক বলা হয়েছে। যেসব ইমাম রাজনৈতিক বক্তব্য দিবেন বা কোন দলের আদর্শকে ইসলামের আলোকে ভুল ব্যাখ্যা দিবেন তাঁদের বরখাস্ত করা হবে। বর্তমান সময়ে যখন মৌলবাদী ইসলামী সংগঠনগুলো সুকৌশলে জঙ্গীবাদের প্রচার চালাচ্ছে মসজিদ থেকে তখন ইমাম বরখাস্তের বিষয়টি অবশ্যই তাৎপর্যপূর্ণ ও যুক্তিযুক্ত। সৌদি আরব একটি আদর্শ ইসলামী রাষ্ট্র। মুসলিমদের পবিত্র কাবা শরীফ এই সৌদি আরবে। প্রতিবছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে মক্কায় যান। এই কারণে সৌদি আরবের মসজিদে কোন রাজনৈতিক বক্তব্য কাক্সিক্ষত নয়। সৌদি আরবের পাশাপাশি এই নিয়মটি বাংলাদেশেও চালু হওয়া উচিত। সম্প্রতি মসজিদ থেকে ইসলামের নামে যে অপপ্রচার চালানো হচ্ছে তা শান্তিপ্রিয় মুসলিমদের জীবনে কালিমা লেপন করেছে। শুধু তাই নয়, মসজিদ থেকে অপপ্রচার চালিয়ে হত্যা ও সাম্প্রদায়িক সংঘাত পর্যন্ত করতে দেখা গেছে। এই প্রচেষ্টা চালিয়েছে জামায়াতপন্থী কিছু ইমাম, যা আমাদের দেশের বিবেকবান মানুষকে আতঙ্কিত করছে। আমাদের মনে রাখতে হবে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি ইসলামের আদর্শ সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। আর এই কাজটি করেন একজন ইমাম। যিনি আধুনিক ইসলামী ধ্যান ধারণা পোষণ করেন এবং কোন রাজনৈতিক মতাদর্শ মসজিদে প্রচার করেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর পিরোজপুরে একটি মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয় সাঈদীর ছবি চাঁদে দেখা গেছে এবং তার ফাঁসির রায় অবৈধ। এই ঘোষণার পর উক্ত এলাকার সংখ্যালঘু সম্পদ্রায় ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওপর আক্রমণ চালায় জামায়াতও শিবির চক্র। অনেক বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়। ইসলামের আদর্শে সংঘাত, হানাহানি, নির্যাতন, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকা- থেকে সবাইকে বিরত থাকার কথা বলা হয়েছে। অথচ বাংলাদেশে জামায়াতে ইসলামী নামের দলটি ইসলামের লেবাস পরে সহজ-সরল মানুষকে যেভাবে বিপথগামী করছে তাতে দেশে শুরু হয়েছে হত্যা ও ধ্বংসাত্মক কার্যক্রম, যা দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। মনে রাখতে হবে জামায়াতে ইসলামীপন্থী ইমামরা গ্রামেগঞ্জে নিজ দলের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে ইসলামের মূল্যবোধকে ধ্বংস করছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশকে জঙ্গীবাদী রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। তাই বাংলাদেশ সরকারকেও আইন করতে হবে যেন কোন ইমাম মসজিদে কোন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন। যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার ফাঁসির পর জামায়াত যেভাবে দেশে নাশকতা চালিয়েছে তা ইসলাম পরিপন্থী। একাত্তরে কসাই কাদের হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন করেছে। তার বিচার হয়েছে আইনী প্রক্রিয়ায়। তার পক্ষে সহজ-সরল ইসলামী মানুষকে বিপথগামী করছে জামায়াত ও বিএনপি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য। তাই মসজিদে যেন কোন রাজনৈতিক কর্মকা-ের প্লাটফর্ম না হয় সেদিকে সরকারের দৃষ্টি দিতে হবে। তা না হলে আমাদের দেশে ইসলামী উগ্রবাদী দলগুলোর উত্থান হবে এবং তারা দেশে জঙ্গীবাদী বিশৃঙ্খল রাষ্ট্র তৈরির পাঁয়তারা করবে। বাংলাদেশ যেন পাকিস্তান ও আফগানিস্তানের মতো জঙ্গী দানবে আক্রান্ত না হয়, সেদিকে সরকারের দৃষ্টি দিতে হবে।

Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

ক্যাচালবাজ বলেছেন: আমাদের মসজিদ গুলোতেও নজরদারি করা উচিত, জুম্মার খুতবায় মাঝে মাঝে মনে হয়, জামাতী বয়ান চলছে !

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

ইউরো-বাংলা বলেছেন: সৌদি আরব একটি আদর্শ ইসলামী রাষ্ট্র নয়, ঐখানে রাজতন্ত্র চলছে।
অবশ্য বাংলাদেশেও রাজতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, হাসিনা গত টার্মে বলেছিল মিশন ২০২১ এবার প্রহসনের নির্বাচনের সময় বলেছে তারা ২০৪১ পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়।

এর ফলাফল কি দাড়াচ্ছে, হাসিনা মরে যাবে, তার ছেলে প্রতিবন্ধী জয় ক্ষমতায় আসবে !

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

পথহারা সৈকত বলেছেন: এর ফলাফল কি দাড়াচ্ছে, হাসিনা মরে যাবে, তার ছেলে প্রতিবন্ধী জয় ক্ষমতায় আসবে ! :P :P :P

সবচেয়ে বেশি দরকার মসজিদ গুলো বন্ধ করা..... :-/ :-/

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

জনাব মাহাবুব বলেছেন: ইউরো-বাংলা বলেছেন: সৌদি আরব একটি আদর্শ ইসলামী রাষ্ট্র নয়, ঐখানে রাজতন্ত্র চলছে।
অবশ্য বাংলাদেশেও রাজতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, হাসিনা গত টার্মে বলেছিল মিশন ২০২১ এবার প্রহসনের নির্বাচনের সময় বলেছে তারা ২০৪১ পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়।

এর ফলাফল কি দাড়াচ্ছে, হাসিনা মরে যাবে, তার ছেলে প্রতিবন্ধী জয় ক্ষমতায় আসবে !

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

ভিটামিন সি বলেছেন: ওরে তোরা এরে ধইরা পিডাস না কেরে? আবেগে পিডা, কাইন্দা কাইন্দা পিডা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.