নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী বললেন: জাতীয় ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলার ট্রেনে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০০



প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে কটাক্ষ করে বলেছেন, গোপালগঞ্জের নাম শুনলে উনার মেজাজ খারাপ হয়। এজন্য গোপালগঞ্জের নাম শুনলেই উনি গালি দেন। এর জবাবে আমি বলেছি, গোপালীরা কপালি হয়। আর উনি গোলাপী শাড়ি পড়ে গোলাপী হয়ে থাকেন। গোলাপী এখন কই? জাতীয় নির্বাচনের ট্রেন মিস করে গোলাপী এখন উপজেলা নির্বাচনের ট্রেনে চড়ে বসেছে।



তিনি শনিবার রাজশাহীর সারদায় স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।



দশম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ শতাংশ ভোটারও ভোট দেয়নি দাবি করে বিএনপি বলে আসছে- বর্তমান সরকার অবৈধ। এর জবাবে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন আর আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ৪০ ভাগ মানুষ ভোট দিয়েছে। আর উনি ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছেন- মানুষ ভোট দেয় নাই। বিএনপি চেয়ারপারসনকে হরতাল-অবরোধ আর ‘মিথ্যে কথা বলা’ বন্ধ করার আহ্বান জানান তিনি।



শেখ হাসিনা বলেন, উনি মেট্রিকেও ফেল, আন্দোলনেও ফেল। ফেলু এখন ঘরে বসে কাঁদে-হায় হায় কি হলো। মানুষ উনার ডাকে সাড়া দেয় নাই। জনগণ তাকে উপযুক্ত জবাব দিয়েছে। আমি উনাকে বলব, লজ্জা থাকলে এ কাজ আর করবেন না। আমরা উন্নয়ন করি, আর উনি ধ্বংস করেন। ধ্বংসের রানী হয়ে ধ্বংস করতেই আছেন। মানুষের শান্তি উনি পছন্দ করেন না।



সারদা পুলিশ অ্যাকাডেমিতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে সকালে রাজশাহী যান প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে বিকেলে তিনি সারদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসেন এবং একযোগে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করবেন। এছাড়া ‘রাজনৈতিক’ ও ‘সাম্প্রদায়িক’ হামলায় ক্ষতিগ্রস্ত ৭৭ জনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।



পরে বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.