নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিলের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

০১ লা জুন, ২০১৪ সকাল ৯:২৯

আসন্ন বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ নেই, আবার আছেও! কীভাবে? ২০১৪ বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের জার্সিতে লেখা থাকবে ‘মেড ইন বাংলাদেশ’। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলের জার্সি বানানো হচ্ছে বাংলাদেশের একটি পোশাককলে। শুধু এ জন্যই নয়, বাংলাদেশের পোশাককর্মীদের প্রতি সম্মান জানাতেই মূলত এমন উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলে প্রভাবশালী দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে রানা প্লাজা ধস এবং তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা অজানা নয় ব্রাজিলেরও। সবকিছু বিবেচনা করেই তারা বাংলাদেশের পোশাককর্মীদের প্রতি সম্মান জানাতে জার্সির নিচে ‘মেড ইন বাংলাদেশ’ লেখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এবারের বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও আমাদের দেশের নামটি বিশ্বসেরা ফুটবল দলের সঙ্গে যুক্ত থাকছে। কোটি-কোটি ফুটবল ভক্তের চোখে ভেসে উঠবে বাংলাদেশের নাম। বাংলাদেশের জন্য এ এক অসামান্য অর্জন হিসেবেই বিবেচিত হবে। এটি দেশের আপামর মানুষকে গর্বিত করবেÑ তা বলার অপো রাখে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৩৩

রাশীদ মাহদি বলেছেন: এটা ভালো খবর। কিন্তু জার্সিতে নাম থাকবে এটা ভূঁয়া। Click This Link এখানে দেখুনতো।

২| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:২১

উদাস কিশোর বলেছেন: আমাদের দেশে তৈরী হওয়া জার্সি গুলো প্লেয়ারদের জন্য নয় । সমর্থকদের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.