নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

এক জন অসুস্থ মেয়র কিভাবে সিটি চালাবে??

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫২





ঢাকার অদূরে অবস্থিত গাজীপুর এখন দ্বিতীয় ঢাকা সিটি, শান্ত নিরিবিলি শহর বলা হয়। সরকারের প্রতিশ্র“তি অনুযায়ী সিটিটি আধুনিকায়নে রূপান্তরিত হতে চলেছে। সরকারের সুষ্ঠু নির্বাচনের ফলে গাজীপুর থেকে মেয়র নির্বাচিত হওয়া বিএনপিপন্থি সাবেক দূর্নীতিবাজ ধর্মপ্রতিমন্তী অধ্যাপক আব্দুল মান্নান।



তিনি নির্বাচিত হলেও আগের মতোই বেহাল দশা। গাজীপুর বাসীর কপালে এখনো চরম অমাবশ্যা। কারণ গাজীপুর মানুষের সাথে তার কোনো যোগসূত্র নেই। কোন উন্নয়নমূলক কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন না। শহরের রাস্তাঘাটের তিনি কোনো খোঁজখবর রাখেন না। এজন্য জনগণ ক্ষোভে বলছে যে, মেয়র পাইলাম না একখান মুগুর পাইলাম।



বিশ্বস্থ সূত্রে জানাগেছে তিনি সবসময় অসুস্থ থাকেন। তিনি কিডনী, ডাইবেটিস সহ উচ্চ রক্তচাপে ভূগছেন। যেকোন সময় অঘটন ঘটে যেতে পারে। তাই গাজীপুর বাসীর কোনো হতাশার শেষ নেই। তারা তাকে দিয়ে কোনো কাজ করাতে পারছে না। যদিও সরকারের অনেক সদিচ্ছা রয়েছে।



সরকারের অনেক শিল্পকলকরখানা আস্তে আস্তে গাজীপুরে স্থানান্তরিত হবে। এবং গাজীপুরকে আধুনিক রাষ্ট্রযন্ত্রে পরিণত করার সরকারের বদ্ধপরিকর। কিন্তু যেখানে মাথা নষ্ট সেখানে লেজ দিয়ে কী হবে?



গত দুইদিন আগে তিনি গাজীপুর উন্নয়নের জন্য বাজেট ঘোষণা দিতে গিয়ে হঠাৎ পড়ে যান। সবাই ভাবছিল এই মনে হয় শেষ। কিন্তু তিনি এখনো ঝুঁকিতে আছেন। এহেন পরিপ্রেক্ষিতে সবাই বলছে এ দিয়ে কোন কাজ হবেনা সাধন। জনগণ এখন ভুল করে বলতে শুরু করেছে একজন যোগ্য ব্যক্তির অবশ্যই দরকার এ সিটির জন্য।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫১

ভিটামিন সি বলেছেন: চালুনি কয় সুঁচেরে,
তোর পাছায় তো দেখি ছেদা।

২| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৮

জামান শেখ বলেছেন: একজন অসুস্থ রাষ্ট্রপতি কিভাবে দেশ চালাবে? হামিদ সাহেব তো এখন অসুস্থ। দেশ যদি একজন অসুস্থ লোক চালাতে পারে একটি সিটি নয়তো কেন?

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

জামান শেখ বলেছেন: একজন অসুস্থ রাষ্ট্রপতি কিভাবে দেশ চালাবে? রাষ্ট্রপতি হামিদ সাহেব তো এখন অসুস্থ। দেশ যদি একজন অসুস্থ লোক চালাতে পারে একটি সিটি নয়তো কেন?

৪| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

হেডস্যার বলেছেন:
সিটি মেয়ররা বইসা বইসা বেতন নেয়া আর নাকের লোম ছেঁড়া ছাড়া আর কি কি করে?

রাষ্ট্রপতি যে দেশ চালায় সেইটা উপ্রে এক জনের কমেন্ট না পড়লে বুজতেই ফার্তাম না.....কত অজানা রে :D :D :D

৫| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬

জামান শেখ বলেছেন: আপনার কথা যদি ঠিক হয় তাহলে, একজন অসুস্থ রাষ্ট্রপতি কিভাবে দেশ চালাবে? মহামান্য রাষ্ট্রপতি হামিদ সাহেব তো এখন অসুস্থ, লন্ডনে আছেন। দেশ যদি একজন অসুস্থ লোক চালাতে পারে একটি সিটি নয়তো কেন?

৬| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

নীল আকাশ ২০১৪ বলেছেন: একজন শারীরিকভাবে অসুস্থ মেয়র কিভাবে সিটি চালায় - এইটা নিয়া পোস্টদাতা ব্যাপক টেনশিত। কিন্তু মানসিকভাবে সাইকো একজন মহিলা কিভাবে দেশ চালাচ্ছে - তা দেখেও না দেখার ভান করছেন।

আসলেই, চালুনি কয় সুঁইরে - তোর পাছায় দেখি ছেদা রে!

৭| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৭

আহমেদ রশীদ বলেছেন: হ্যাঁ বাজেট পড়তে পড়তে চিতপটাং, সব শেষ ঘ্যাচাং, ঘ্যাচাং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.